একজন Machnical Draft হিসেবে ক্যারিয়ার গড়ার পদ্ধতি একজন Machnical ড্রাফটার মূলত বিভিন্ন মেকানিক্যাল পণ্যের আর্টস, ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ করে থাকেন। যদি আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আর্টস ও ডিজাইন খাতে ক্যারিয়ার গড়তে চান তাহলে একজন মেকানিক্যাল ড্রাফটার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন।
যেকোনো মেয়াদের কোর্স কিংবা ডিগ্রি গ্রহণ করেই এই খাতে ক্যারিয়ার গড়া সম্ভব। চলুন জেনে আসা যাক, কীভাবে একজন Machnical ড্রাফটার হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।
একজন Machnical ড্র্যাফটার কী কী কাজ করে থাকেন?
একজন Machnical ড্র্যাফটার মূলত এক্সক্লুসিভ টেকনিক্যাল যন্ত্রপাতি, পণ্য ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স তৈরি করে থাকেন। চলুন জেনে নেওয়া যাক একজন মেকানিক্যাল ড্র্যাফটার কাজগুলো,
১. ইলেকট্রনিক ট্রেন্ড ফলো করা ও সেই হিসেবে রিভিউ করা।
২. বিভিন্ন পণ্যের জন্য আকর্ষণীয় ডিজাইন তৈরি করা।
৩. ট্রেন্ড ও পণ্যের কালেকশন করা।
৪. কম্পিউটার অ্যাইডেড ডিজাইন প্রোগ্রামের দ্বারা ডিজাইন ও ডেভেলপ করা।
৫. বিভিন্ন ধরণের Machnical শোতে অংশগ্রহণ করা।
৬. বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও শো থেকে আর্টের স্যাম্পল নেয়া।
৭. বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স ট্রেন্ডের জন্য আর্টস, ডিজাইন, স্টাইল ও ডেভেলপ করা।
৮. একটি মডেল ডিজাইন তৈরির জন্য অন্যান্য ডিজাইনার ও দলের সদস্যদের সাথে মিটিং করা।
৯. ইলেকট্রনিক্স পণ্যের রিটেইলার ও কনজ্যুমারদের কাছে ডিজাইন মার্কেটিং করা।
১০. ডিজাইনের সর্বশেষ প্রোডাকশন ওভারসি করা।
১১. বর্তমান মার্কেট ট্রেন্ডের সাথে মিলে বোর্ডের কাছে কনসেপ্ট পেশ করা ও মুড প্রডিউস করা।
১২. Machnical সাপ্লাইয়ারদের সাথে মিটিং করা ও যোগাযোগ রাখা।
১৩. ইন-হাউজ প্রেজেন্টেশন ও পিচ তৈরি করা।
১৪. বিভিন্ন ট্রেড শো ও রিটেইলার শোতে আপনার নতুন ডিজাইন শোকেস করা।
একজন Machnical ড্র্যাফটারের ক্যারিয়ার কেমন হতে পারে?
একজন Machnical ড্র্যাফটার হিসেবে ক্যারিয়ার গড়ার পূর্বে আপনি বিজনেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক মার্কেটার, ডিজিটাল মার্কেটার, স্টাইলার, মার্চেন্ডাইজার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর্টিস্ট অথবা ফ্যাশন অ্যানালিস্টের চাকরি দ্বারা ক্যারিয়ার শুরু করতে পারেন। উপরোক্ত পদগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ড্র্যাফটার, ফ্যাশন ডেভেলপার, মার্কেটিং অ্যানালিস্ট, ফ্যাশন ডিজাইনার, ডিজিটাল মার্কেটার অথবা আর্ট অ্যাডভার্টাইজার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন। Online Income news
একজন সিনিয়র লেভেলের Machnical ড্র্যাফটার হওয়ার পূর্বে আপনার অভিজ্ঞতার ঝুলিতে ইঞ্জিনিয়ারিং ও আর্টস খাতের অন্য রকমের কিছু পেশার দক্ষতা ও যোগ্যতা থাকলে, মেকানিক্যাল ড্র্যাফটার হওয়াটা অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য।
Source: helsinki.fi
একজন Machnical ড্র্যাফটার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনাকে যে সকল বিষয়ে পারদর্শী হতে হবে তা হচ্ছে,
১. কম্পিউটার জেনারেটেড ইমাজেরি বা সিজিআইয়ের উপর কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
২. ক্রিয়েটিভ কনসেপ্টে অ্যানিমেশন তৈরি করার ধারণা থাকতে হবে।
৩. টুডি স্কেচ, আর্টওয়ার্ক ও ইলাস্ট্রেশন তৈরি করার দক্ষতা থাকতে হবে।
৪. মডেল ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ক্যারেক্টার, অবজেক্ট এবং অ্যানিমেশন এনভায়রনেমেন্ট তৈরি করার দক্ষতা থাকতে হবে।
৫. প্লাস্টার, তৈল চিত্র, মডেলিং ক্লে, অ্যাক্রিলিকস ব্যবহার করার দক্ষতা থাকতে হবে।
৬. টেকনিক্যাল সফটওয়্যার প্যাকেজ, ফ্ল্যাশ, থ্রিডিএস ম্যাক্স, মায়া, লাইটওয়েভ, সফট ইমেজ এবং সিনেমা ফোর ডিয়ের মতো সফটওয়্যারগুলোর ব্যবহার সম্পর্কে সম্মক ধারনা থাকতে হবে।
৭. ফ্রেম বাই ফ্রেম ভিজ্যুয়াল, সি প্লাস প্লাস গ্রাফিক্স ও ডট নেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে হবে।
৮. বিভিন্ন প্রোগ্রাম ও অ্যানিমেশন সম্পর্কে গবেষণা ও অ্যানালাইসিস করার দক্ষতা থাকতে হবে।
৯. স্ক্রিপ্ট রাইটিং ও এডিটিং সম্পর্কে দক্ষ হতে হবে।
১০. ট্র্যাফিক, প্রোগ্রাম ও নেটওয়ার্কিংয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
১১. ভিজ্যুয়াল ব্যাসিক, সি প্লাস প্লাস, ভয়েস ওভার প্রোগ্রামের উপর জ্ঞান থাকতে হবে।
১২. বিভিন্ন প্রোগ্রামের মধ্যে লিংক বিল্ডিংয়ের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
১৩. কম্পিউটার, টেলিভিশন ও রেডিও হার্ডওয়্যার সম্পর্কে দক্ষ হতে হবে।
Source: hollisterclothing.us
উপরের দক্ষতাগুলো ছাড়াও, একজন মেকানিক্যাল ড্র্যাফটারের কিছু সাধারণ দক্ষতা থাকা উচিৎ। সেগুলো হচ্ছে,
১. জটিল বিষয় নিয়ে চিন্তাভাবনা করার দক্ষতা থাকতে হবে।
২. বিভিন্ন সমস্যায় দ্রুত সমাধান বের করার ক্ষমতা থাকতে হবে।
৩. যেকোনো বিষয়ে আস্থা রাখার মতো মন মানসিকতা থাকতে হবে।
৪. বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় খাপ খাওয়ানোর দক্ষতা থাকতে হবে।
৫. অসাধারণ যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
৬. যেকোনো বিষয়ে বিচক্ষণতার সাথে নেগোসিয়েশন করার দক্ষতা থাকতে হবে।
৭. অসাধারণ ইন্টারপার্সোনাল দক্ষতার অধিকারী হতে হবে।
একজন মেকানিক্যাল ড্র্যাফটারের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে?
একজন মেকানিক্যাল ড্র্যাফটার হিসেবে ক্যারিয়ার শুরু করার পূর্বে আর্ট, টেকনিক্যাল সায়েন্স, আইটি, বিবিএ, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিজনেস ম্যানেজমেন্ট, স্টাইলিং, মার্চেন্ডাইজিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর কমপক্ষে দুই থেকে চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করা যায়। তারপর মেকানিক্যাল ড্র্যাফটার অথবা আর্টসের কোর্স করলেই একজন প্রফেশনাল মেকানিক্যাল ড্র্যাফটার হিসেবে ক্যারিয়ার গড়া যায়।
Source: drakestate.edu
একজন মেকানিক্যাল ড্র্যাফটারের কী ধরণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে?
একজন মেকানিক্যাল ড্র্যাফটার হিসেবে ক্যারিয়ার শুরু করার পূর্বে, আপনাকে কম্পিউটার সায়েন্স, ব্যবস্থাপনা, ব্যবসা, ইঞ্জিনিয়ারিং, আর্ট, ডিজাইন, ড্র্যাফটিংসহ বিভিন্ন খাতের ভিন্ন ভিন্ন বিষয়ের উপর কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে।
Source: picswe.com
একজন মেকানিক্যাল ড্র্যাফটারের বেতন কেমন হতে পারে?
যদি আপনি একজন মেকানিক্যাল ড্র্যাফটার হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনার বাৎসরিক বেতন এন্ট্রি লেভেল ও সিনিয়র লেভেলে ভিন্ন ভিন্ন হবে। এন্ট্রি লেভেলের একজন মেকানিক্যাল ড্র্যাফটারের বাৎসরিক বেতন হয় সর্বনিম্ন ৪০ লক্ষ টাকা থেকে ৯০ লক্ষ টাকা পর্যন্ত। সিনিয়র লেভেলের একজন মেকানিক্যাল ড্র্যাফটারের বাৎসরিক বেতন হয় সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা থেকে থেকে ১ কোটি টাকা পর্যন্ত।
Source: shop.kijenga.com
এছাড়াও, ইঞ্জিনিয়ারিং ও আর্ট খাতের অন্যান্য পদে বেতন স্কেলে তারতম্য দেখা যায়। যেমন: একজন স্টাইলারের বাৎসরিক বেতন ২০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা পর্যন্ত হয়। আবার, একজন মার্চেন্ডাইজারের বাৎসরিক বেতন ৩০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। একজন মেকানিক্যাল ড্র্যাফটার হিসেবে ক্যারিয়ার গড়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, যদি আপনি ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং অথবা আর্টের উপর বেশ কিছু সার্টিফিকেট অর্জন করতে পারেন।
Featured Image: zcads.com.au
The post একজন মেকানিক্যাল ড্র্যাফটার হিসেবে ক্যারিয়ার গড়ার পদ্ধতি appeared first on Youth Carnival.
The post একজন মেকানিক্যাল ড্র্যাফটার হিসেবে ক্যারিয়ার গড়ার পদ্ধতি appeared first on Youth Carnival.
Comments (No)