হ্যালো ফ্রেন্ডস। আমি আছি আপনাদের সাথে রিকি। আজ আপনাদের HTML সম্পর্কে বলবো।
এইচটিএমএল কি?
এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে Hypertext Markup Language (হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ) এটা একটা মার্কাআপ ল্যাঙ্গুয়েজ । এইচটিএমএল কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় । এটা দিয়ে ওয়েবসাইটের কাঠামো গঠন করা হয় । এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন হচ্ছে এইচটিএমএল ৫ । এতে নতুন অনেক ফিচার যোগ করা হয়েছে ।
এইচটিএমএল শিখতে হলে আপনার কম্পিউটার এ একটি ব্রাউজার থাকতে হবে আর একটি টেক্সট এডিটর লাগবে । টেক্সট এডিটর হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন ।
এইচটিএমএল এর সিনট্যাক্স
এখন আমি এইচটিএমএল এর গঠন সম্পর্কে আলোচনা করবো । প্রত্যেকটা লাইন বুঝার চেষ্টা করুন । যদি কোন লাইন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন । মনে রাখবেন, যদি আজকের পর্ব ভাল করে বুঝতে না পারেন তাহলে আর বাকি পর্বসমূহ বুঝতে পারবেন না ।
এইচটিএমএল শুরু করার জন্য প্রথমেই নিচের কোডটুকু নোটপ্যাড এ লিখুন । কপি করে লিখবেন না নিজের হাতে লিখুনঃ
<!DOCTYPE HTML> <html> <head> <title> This is Page Title </title> </head> <body> Welcome to HTML Tutorial! </body> </html>
এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক গঠন । এবার কোডটুকু index.html নামে সেভ করুন এবং তা একটি ব্রাউজারে প্রদর্শন করুন । তাহলে দেখতে পারবেন ব্রাউজারে Welcome to HTML Tutorial! লেখাটি প্রদর্শন করেছে ।
Comments (No)