ইনকাম এবার হবেই Trust!!! মাসে ২০০$-৩০০$ তাও আবার ফ্রীতে!!!

আসসালামুআলাইকুম,

বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় বিষয় এবং এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন মার্কেটপ্লেস।
একেক মার্কেটপ্লেসের পেমেন্ট মেথড একেক রকম।
তাই আমাদেরকে পেমেন্ট পাওয়ার জন্য বা দেওয়ার জন্য বিভিন্ন অনলাইন পেমেন্ট গেটওয়ের সাহায্য নিতে হয়।
এক গেটওয়ে থেকে অন্য গেটওয়েতে ফান্ড ট্রান্সফার করার জন্য আমাদেরকে সাহায্য নিতে হয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের।
কিছু অসাধু লোকের ক্ষপ্পরে পড়ে আমরা অনেকেই প্রতারিত হই। হারাই আমাদের কষ্টার্জিত সম্পদ।

আজকে আমি আপনাদের সাথে একটি online money exchange সাইট নিয়ে আলোচনা করব যারা এক গেটওয়ে থেকে অন্য গেটওয়েতে ফান্ড ট্রান্সফার করার কাজটি করে থাকে। আমরা এই সাইটটির অ্যাফিলিয়েট (সিপিএ) হিসেবে কাজ করব।

টাইটেলে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে CPA মার্কেটিং করে মাসে ২০০-৩০০$ আয় করা যায়।
আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে, এটি একটি ট্রাস্টেড সাইট।
এটি ২০০৭ সাল থেকে বর্তমান পর্যন্ত বিশ্বস্থতার সাথে কাজ করে আসছে। সাইটির নাম bestchange

 

এখানে প্রতিটি রেফারেলে আপনি আয় করতে পারবেন ০.৫০$ !!
(কম বেশি হতে পারে)
বেসিক রেট ০.০৪ সেন্ট।
অর্থাৎ আপনি ২৫ জন ভিজিটর পেলেই ১$ হয়ে যাবে।
পড়লেই বুঝতে পারবেন আশা করছি।
এখানে মাত্র ১$ হলেই আপনি পেমেন্ট উঠাতে পারবেন।
পেপাল, বিটকয়েন, ওকে পে, পাইয়ার ইত্যাদির মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন।

পেমেন্ট প্রসেস হতে ৫ দিন মত সময় লাগে তবে ভয় পাবেন না ১০০% পেমেন্ট পাবেন।
just go to youtube & search Bestchange

 

 

অ্যাফিলিয়েট হিসেবে কাজ করার জন্য প্রথমে এই লিনকে ক্লিক করুন

তারপর মেনু থেকে affiliate program মেনুতে ক্লিক করুন।
তারপর রেজিস্টার এ ক্লিক করুন,
প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পুরণ করুন।

রেজিস্ট্রেশন করার পর আপনি একটি নিজস্ব অ্যাফিলিয়েট লিনক পাবেন।
সেই লিনকটি বিভিন্ন সোসাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিন।
আপনার বন্ধুদের বলুন আপনার লিনক ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে।
যত বেশি ভিজিটর আপনার লিনক ব্যবহার করে রেজিস্ট্রেশন করবে আপনার ইনকাম তত বেশি হবে।

বেশি ভিজিটর পাওয়ার কিছু টিপস ::
১) ফেসবুকে অনলাইন আর্নিং এর ব্যাপারে অনেক গ্রুপ পাবেন, join &  সেই গ্রুপগুলোয় আপনি আপনার অ্যাফিলিয়েট লিনকটি শেয়ার করুন।
দেখবেন অনেক ভিজিটর পাবেন।

আর দয়া করে স্পামিং করবেন না।
সাইটটি সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত একটি  লিখুন, তারপর সেটি শেয়ার করুন।
দরকার হলে আমার লিখাটিই কপি করে দিন।

আশা করছি  আপনাদের ভালো লাগবে।
কোন ভূলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার জ্ঞান অতি সল্প তাই ভূলত্রুটি হতে পারে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ