আলিয়া ভাট কত কোটি টাকার মালিক?

নয় বছরের ক্যারিয়ার আলিয়া ভাটের। পত্রপত্রিকার খবর, তাঁর নেট সম্পত্তিমূল্য ৭৪ কোটি রুপি। মুম্বাইয়ের বান্দ্রায় রণবীরের একই অ্যাপার্টমেন্টে তাঁর রয়েছে বিলাসবহুল বাড়ি। বাড়িটির দাম প্রায় ৩২ কোটি রুপি।

তা ছাড়া আলিয়ার রয়েছে একটি সোয়াঙ্কি ভ্যানিটি ভ্যান, যার ডিজাইন করেছেন গৌরী খান। লন্ডনের একটি অভিজাত এলাকায় একটি বাড়ি রয়েছে আলিয়ার, যেখানকার সম্পত্তির গড় মূল্য ১০.৪ থেকে ৩১ কোটি রুপি।

বেশ কয়েকটি দামি গাড়িও রয়েছে এ অভিনেত্রীর। সেই তালিকায় রয়েছে রোভার রেঞ্জ ভোগ (১.৭৪ কোটি রুপি), অডি এ৬ (৬১ লাখ রুপি) ও বিএমডব্লিউ ৭ সিরিজ (১.৩৭ কোটি রুপি)।

আলিয়া ভাট কত কোটি টাকার মালিক? 1

বিভিন্ন নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে আলিয়া ভাটের। ডাফ অ্যান্ড ফেলপসের খবর, আলিয়ার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৩৩৮ কোটি রুপি। টপ সেলিব্রেটি ব্র্যান্ডে নারী সুপারস্টারের তালিকায় রয়েছেন আলিয়া।

যা হোক, রণবীর কাপুরের নেট সম্পত্তিমূল্য ৩২২ কোটি রুপি। আলিয়ার নেট সম্পত্তিমূল্য ৭৪ কোটি রুপি। দুজনের নেট সম্পত্তিমূল্য বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৫০ কোটি টাকা।

আটিকেলটি :ntvnews.com থেকে নেওয়া হয়েছে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ