আপনার গুগল এডসেস্ন একাউন্ট Approved পেয়ে কি হবে যদি টাকাই না পেলেন ???

কেমন আছেন সবাই? আশা করি এই মিষ্টি সকালে অনেক ভাল আছেন। আমি নিজে অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সাথে একটি জানা বিষয় শেয়ার কএতে যাচ্ছি। আসা করি অনেক ভাল লাগবে। বিষয়টি হল সবার জানা বিষয় “গুগল এডসেস্ন”। বর্তমানে Freelancing থেকে গুগল এডসেস্নের দিকে অনেক ভাবে বেশি আগ্রহি হয়ে উঠিছে এবং হাতে গুনা কয়াকজন ছাড়া সবাই একি পথের পথিক কুল হারা আর অথৈই জলে সাতরানো মানুষ। কিন্ত আমার দুরভাগ্য হলেও আমি ঐ দলে নেই। বর্তমানে TT (টেকটিউনস) তে অনেক ভাবেই গুগল এডসেস্ন নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু কেউ তাদের সফলতার কিংবা বের্থ্যতার কথা শেয়ার করে না। বিষয় শুধু একটাই সেটা হল গুগল এডসেস্ন একাউন্ট কি করে পাবেন। কি করে Youtube.com থেকে গুগল এডসেস্ন একাউন্ট করবেন। ইত্যাদি, ইত্যাদি , ইত্যাদি

youtube-xlarge_trans++gsaO8O78rhmZrDxTlQBjdEbgHFEZVI1Pljic_pW9c90

এবার যারা বলেন টোপ লেভেল ডোমেইন নিয়ে এই ভাবে করেন সেই ভাবে করেন গুগল এডসেস্ন একাউন্ট পেয়ে যাবে। আরে ভাই আপনার গুগল এডসেস্ন একাউন্ট দিয়ে কি হবে যদি টাকাই না পেলেন। আবার কেউ বলেন আমি তো মাত্র ১ মাসে গুগল এডসেস্নএকাউন্ট পেয়েছি আর আপনি কি বলেন? আমি বলি ওটা X উদাহারণ যা উদাহারণ হিসেবে কখনি গ্রহন হয় না। আপনার একটা টোপ লেভেল ডোমেইনে একটি গুগল এডসেস্ন একাউন্ট পাতে পার করতে হতে পারে প্রায় এক বছর। যখন আপনি আপনার ওয়েবসাইট দিয়ে গুগল এডসেস্ন একাউন্টের জন্য আবেদন করবেন নতুন একটা সমস্যার উদয় হবে যা হলঃ
ওয়েবমাস্টার কোয়ালিটি গাইডলাইন ভায়েলোশেন। আর এই সমস্যার সমাধান করতেই আপনার দুই থেকে তিন মাস লেগে যাবে।

আবার আমরা যারা ইতিমধ্যে গুগল এডসেস্ন একাউন্ট পেয়েছি তারা আবার আয় ইনকাম বাড়াতে শুরু করে দিয়েছি স্পামিং। আসলে স্পামিং কখনই সফল হতে পারে নি পারবেও না। সেউ যদি বলেন আমিতো সফল কি বলেন এই সব? আমার প্রশ্ন আপনার গুগল এডসেস্ন একাউন্ট কি আজ পর্যন্ত টিকে আছে কি? নিশ্চই উত্তর না নেই, ঐ বেটা গুগোল ব্লক করে দিছে হুদাই বলেছে আমি নাকি এডে ফেক ক্লিক করেছি। আসলেই আপনি তাই করেছেন। গুগোল কখনই মিথ্যা বলে না। সাম্পমিং করা মানেই নিজের এডে নিজে ক্লিক করা তো গুগোল কি করে মিথ্যা বলে? ভাল থাকবেন সবাই দেখা হবে পরের অধ্যায়ে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ