আপনার আইফোনটি সিকিউর করার ৬টি উপায়

আইফোন সবার কাছে খুবই প্রিয়। স্মার্ট ফোনের দুনিয়ায় আইফোন নিজের একটা আলাদা স্থান দখল করে রেখেছে। কিন্তু হটাত করে দেখলেন আপনার সাধের আইফোনটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। সঙ্গে হারিয়ে গেছে আপনার ফোনের গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য । আপনি চাইবেন না যেন সে গুলো কারো হাতে পরুক।

তার জন্য আপনাকে কি করতে হবে। আপনার আইফোনের নিরাপত্তা বাড়াতে হবে। আপনার আইফোন নিরাপদ রাখার ৬টি পদ্ধতি নিচে দেয়া হল।

১. শক্তিশালী পাসকোড সেট করুন

ফোনে পাসকোড ব্যবহার করুন। খেয়াল রাখুন পাসকোডটি যেন স্টেন্ডার্ড পাসকোড বা নুন্যতম ৬ ডিজিটের পাসকোড হয়। পাসকোড শক্তিশালী করতে আলফানিউমেরিক ও সাংখ্যিক অক্ষর ব্যবহার করুণ। মনে রাখবেন পাসকোডে যত বেশি আলফানিউমেরিক ও সাংখ্যিক অক্ষর ব্যবহার করবেন আপনার পাসকোড ততবেশি শক্তিশালী হবে। এছাড়া পাসকোড শক্তিশালী করতে চাইলে আঙ্গুলের ছাপ ব্যবহার করতে পারেন।

পাসকোড দিতে আপনাকে যা করতে হবে, আপনার ফোনের setting এ গিয়ে Settings > Touch ID & Passcode এ ঢুকতে হবে। তার পর আপনার পাসকোড বসাতে হবে। কখনো পাসকোড বদল করতে চাইলে Change Passcode এ গিয়ে তা বদল করতে পারবেন।

. লক স্ক্রিন অপশন নিষ্ক্রিয় করুনঃ

আপনার ফোনে অনেক শক্তিশালী পাসকোড থাকার পরও অনেক সময় অন্যরা আপনার ফোনে ঢুকতে পারবে। ‘লক স্ক্রিন’ এর মাধ্যমে। শুধু মাত্র এই ‘লক স্ক্রিন’ এর জন্য যে কেও সিরি এর মাধ্যমে আপনার ফোনে অবাধে ঢুকে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারবে। যেহেতু এটা একটা ভয়ের বিষয় সেহেতু লকস্ক্রিন থেকে সিরি নিষ্ক্রিয় করে দেয়াই ভাল।

কি ভাবে করবেন?

আপনার ফোনের setting এ গিয়ে Settings > Touch ID & Passcode এ ঢুকতে হবে। সেখানে Siri নামে যে অপশনটি পাবেন তা নিষ্ক্রিয় করে দিন।  আপনি চাইলে ওয়ালেটটি ও নিষ্ক্রিয় করে দিতে পারেন।  এতে ব্যবহারকারি যা অ্যাপল পে মাধ্যমে পরিশোধ করা ছাড়া ফোন আনলক করতে পারবে না।

৩. আপনার আইফোন লক দ্রুততম করুন

ভুলে কোথাও ফোনটি ফেলে এসেছেন, কিন্তু লক করতে মনে নেই। এতে কারো হাতে পড়লে হয়তো আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারেন। এটা থেকে বাঁচতে আপনার ফোনের লকটি স্বয়ংক্রিয় করে দিন। এতে দ্রুততম সময়ের মধ্যে আপনার ফোনটি স্বয়ংক্রিয় ভাবে লক হয়ে যাবে।

কি ভাবে করবেন?

Settings পেইজের Touch ID & Passcode এ যান। তারপর Require Passcode to Immediately সেট করুন। কতক্ষণ সময়ের মধ্যে আপনি ফোনটি লক করতে চান তা সেট করুন।

৪. লকস্ক্রিনের কন্ট্রোল সেন্টার নিষ্ক্রিয় করুন

এটা আর একটা পদ্ধতি যার মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনের মধ্যে ঢুকতে পারবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে Settings এ গিয়ে Control Center এ গিয়ে Access on Lock Screen টি নিষ্ক্রিয় করুন।

৫. ‘Find My iPhone’ চালু করুন

‘Find My iPhone’ এটা অপশনটি চালু করলে আপনি আপনার ফোনটি অন্য IOS ডিভাইস বা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার ফোনটি খুঁজে পেতে পারেন। এতে আপনি আপনার ফোনটি কোন স্থানে আছে তা ম্যাপে দেখতে পারবেন।

কি ভাবে করবেন?

আপনার আইফোনের Settings এ গিয়ে iCloud এ ঢুকুন। সেখানে Find My iPhone অপশনটি পাবেন, তা অন করে দিন।

৬. দুই পর্বের ভেরিফিকেশন সেট করুন

সেটি করতে হলে আপনাকে আপনার এপ্যেলের একাউন্টে লগইন করতে হবে। তারপর  Apple ID settings পেইজে এ গিয়ে Password and Security  তে ক্লিক করুন। সেখানে Manage Your Security Settings এ Two-Step Verification অপশন পাবেন। সেখানে গিয়ে আপনার ভেরিফিকেশন সেট করুন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ