IPhone 5 will have Forge LTE
ফোরজি এলটিই সাপোর্ট করবে অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন ৫। অ্যাপলের মতে, ফোরজি এলটিই হবে সবচেয়ে দ্রুতগতির সেলুলার নেটওয়ার্ক। খবর ম্যাশএবল ও ওয়াল স্ট্রিট জার্নাল-এর।
লং টার্ম ইভোলিউশন (এলটিই) হচ্ছে সর্বাধুনিক ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি, যা ব্যবহার করে Internet.com ব্রাউজিং, ভিডিও দেখা বা প্রয়োজনীয় কনটেন্ট ডাউনলোড করা যাবে অনেক দ্রুত।
এক গোপন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আমেরিকা, ইউরোপ ও এশিয়ার নেটওয়ার্কে কাজ করবে আইফোন ৫। তবে সবদেশের এলটিই নেটওয়ার্কের ক্যারিয়ারের সঙ্গে আইফোন ৫ কাজ নাও করতে পারে।
স্মার্টফোন বাজারে অ্যাপলের সবচেয়ে বড় প্রতিদ্ব›দ্বী স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রি এবং গ্যালাক্সি নোট স্মার্টফোনে এলটিই সুবিধা আছে।
অ্যাপলের আইফোন ৫ নিয়ে অনেকদিন ধরেই টেকনোলজি দুনিয়ায় চলছে নানা জল্পনা-কল্পনার। বলা হচ্ছে এ বছরের সবচেয়ে বেশি প্রতিক্ষিত গ্যাজেট আইফোন ৫। তবে এতোদিন ধরে আইফোন ৫ নিয়ে অ্যাপল নিরবতা পালন করেছে।
১২ সেপ্টেম্বর অ্যাপল প্রথমবারের মতো আইফোন ৫ দেখাবে এমন গুজব শোনা যাচ্ছিলো অনেকদিন ধরেই। তার ওপর ১২ সেপ্টেম্বর তারিখেই স্যান ফ্রান্সিসকোতে অ্যাপল কর্তৃপক্ষ ঘটা করে সংবাদ মাধ্যমগুলোকে আমন্ত্রণ জানিয়ে একটি প্রেস ইভেন্টের আয়োজন করায় আইফোন ৫-এর মোড়ক উন্মোচন এখন কেবলই সময়ের ব্যপার মাত্র।
Comments (No)