অনলাইনে সার্ভে করে আয় করার সাইট

অনলাইনে সার্ভে করে আয় করার কথা শুনতে অবিশ্বাস্য মনে হলেও, বাস্তবে তা সম্ভব। আজকাল শুধুমাত্র মোবাইল দিয়ে সার্ভে করে অর্থ উপার্জন করা যায়। আর, এর জন্য আপনার বিনিয়োগ করতে হবে না একটি পয়সাও। এই পৃথিবীতে অসংখ্য মার্কেট রিসার্চ কোম্পানি আছে, যারা কোম্পানির রিসার্চের জন্য অনলাইনে সার্ভে করে। আর, এই সার্ভেতে যারা অংশগ্রহণ করে তাদেরকে তারা পারিশ্রমিক দিয়ে থাকে। মোবাইল দিয়ে সার্ভে করে আয়, বাংলাদেশী সার্ভে সাইট ইত্যাদি আছে এখানে।

অনলাইনে সার্ভে করে আয় করার সাইট 1

মাঝে মাঝেই দেখবেন, অনেক মোবাইল ফোন কোম্পানি গ্রাহকদের চাহিদা জানার জন্য সার্ভে করে। আর, এই সার্ভে করে তারা গ্রাহকের সন্তুষ্টি মোতাবেক পণ্য তৈরি করে। যার ফলে, তাদের পণ্যের বিক্রি বেশি হয়। 

সার্ভের এই পদ্ধতিকে কেন্দ্র করে বিভিন্ন ওয়েবসাইট গড়ে তুলেছে অর্থ উপার্জনের উপায়। তারা, বিভিন্ন কোম্পানির সার্ভে নিজেদের ওয়েবসাইটে যুক্ত করেছে। বিনিময়ে তারা এসব কোম্পানি থেকে অর্থ নেয়। সেইসব ওয়েবসাইট আবার অর্থ শুধু নিজেরাই নেয় না। সাথে, যারা সার্ভেতে অংশগ্রহণ করে, তাদেরও দেয়। এক্ষেত্রে, আপনাকে তাদের রেজিস্ট্রেশন করা মেম্বার হতে হবে। পাশাপাশি, আপনাকে তাদের দেওয়া সার্ভেগুলো পূরণ করতে হবে। বিনিময়ে, তারা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে।

অনলাইনে সার্ভে করার অসংখ্য ওয়েবসাইট আছে। কিন্তু, এদের সবাই টাকা প্রদান করে না। তাই, সার্ভের কাজ  শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে তারা টাকা প্রদান করে কিনা। কেননা, আপনি তাহলে টাকা উপার্জনের জন্য কাজ করেই যাবেন, কিন্তু একটা টাকাও উপার্জন করতে পারবেন না। 

অনলাইন সার্ভে বলতে কী বোঝায়?

সার্ভে এর অর্থ হল মতামত নেয়া। বাংলায়, একে আমরা জরিপ বলে জানি। সাধরণত, সার্ভে কোম্পানি ও ব্যক্তিগত রিসার্চের কারণে নেয়া হয়ে থাকে। আর, এই সার্ভেতে যারা অংশগ্রহণ করে তাদেরকে বিনিময়ে অর্থ প্রদান করা হয়ে থাকে । আরও

কোথায় করবেন অনলাইন সার্ভে?

অনলাইন সার্ভের জন্য যেসব ওয়েবসাইট অর্থ প্রদান করে থাকে, এখানে আমরা সেসকল ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। 

এক্ষেত্রে, আপনেকে নীচের ওয়েবসাইটগুলোতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর, প্রতিদিন বেশ কিছু সার্ভে টাস্ক হিসেবে পাবেন। এই সার্ভেগুলোতে বেশ কিছু প্রশ্ন থাকবে, আপনাকে সেসব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। 

তবে, ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্নগুলো আহামরি কঠিন হবে না। অধিকাংশ প্রশ্নই হবে আপনার ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট।

এবার আসুন, দেখে নিই কিছু ওয়েবসাইট, যেখানে আপনি অনলাইন সার্ভে করে অর্থ উপার্জন করতে পারবেন। 

অনলাইনে সার্ভে করে আয় করার সাইট 2

১. ওয়াইসেন্স। ySense

অনলাইন সার্ভে কাজ করার জন্য এই ওয়েবসাইটটিকে সবসময় সবার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কেননা, প্রতিনিয়ত ওয়াইসেন্স তার ওয়েবসাইট থেকে অর্থ উপার্জনের জন্য নিত্য নতুন উপায় বের করে থাকে।

আপনি প্রতিনিয়ত তাদের সার্ভের কাজ নিতে পারেন। তারপর, তাদের কাজগুলি সম্পূর্ণ ভাবে শেষ করবেন। তারা আপনার করা কাজটি রেফারেল প্রোগ্রামের মাধ্যমে প্রচার করবে। বিনিময়ে, আপনি একটা ভাল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ