এটা একটা অনলাইন ভিত্তিক মার্কেটিং প্রতিষ্ঠান। এই কোম্পানির মূল কাজ অনলাইনে পন্য বিক্রি করা । আমাদের পার্টনার বিভিন্ন বহুজাতীক কোম্পানীর পন্য আমরা অনলাইনে বিক্রি করে দেই যার বিনিময়ে তারা আমাদের পেমেন্ট দেয়। আমাদের কোম্পানি মূলত অ্যামাজন, দারাজ, ই-বে ইত্যাদি কোম্পানির সাথে কাজ করে থাকে । আমাদের এই কাজ যেহেতু অনলাইন ভিত্তিক , তাই এই কাজের প্রসারের জন্যে আমাদের জরুরী ভিত্তিতে কিছু লোক লাগবে যারা অনলাইনে কাজ করতে ইচ্ছুক। যাদের হাতে সময় আছে কিন্তু কাজ পাচ্ছে না অথবা কাজের পাশাপাশি কিছু করতে চাইছে তাদের জন্যেই আমাদের এই কাজ। আমাদের কাজটি অনলাইন ভিত্তিক তাই আপনি যেকোনো সময় যেকোনো প্রান্ত থেকে করতে পারবেন।
কাজের ধরণ ঃ অনলাইন ভিত্তিক মার্কেটিং।
পেমেন্ট ঃ যত কাজ করতে পারেন তার উপর নির্ভর করবে আপনার আয়। বিস্তারিত নিচে দেখুন।
কাজের সময় ঃ যতক্ষন পারেন। বিস্তারিত নিচে ।
রেজিষ্টেশন করুন এখানেঃ https://goo.gl/forms/wOq7YsjDsByWzSDk1
আমাদের কাজটি যেহেতু অনলাইন ভিত্তিক তাই আপনি কোনো টার্গেট পাবেন না। আমরা আপনাকে পন্য এনে দিবো । আপনি বিক্রি করবেন । তার থেকে পন্য বুঝে আপনি ২% থেকে ১০% পর্যন্ত পাবেন। ধরুন আপনি একটা ১০০০ টাকার পণ্য বিক্রি করলেন। আওনি ঐ পণ্যের ১০% অর্থ্যাৎ ১০০ টাকা পেয়ে যাবেন। সপ্তাহের শেষে আমরা পেমেন্ট দিয়ে থাকি। আপনি আপনার রকেট, বিকাশ , ব্যাংক একাউন্ট দিয়ে টাকা তুলতে পারবেন। আপনি আপনার একাউন্টে ১০০০ টাকার নিচে উঠাতে পারবেন না। যদি আপনার একাউন্টে ১০০০ টাকা জমা হয় তবেই আপনি উইথড্রয়ের জন্যে আবেদন করতে পারবেন। আমরা প্রতি শুক্রবার পেমেন্ট দিয়ে থাকি। আর আমাদের কাজের কোনো ধরাবাধা সময় নেই। আপনি যতক্ষন পারেন করতে পারেন। সেটা আপনার ইচ্ছে। বেশী সেল হলে বেশী আয় করতে পারবেন। তবে ডেইলি কমপক্ষে ২০ মিনিট আমাদের গ্রুপে এক্টিভ থাকতে হবে পন্য বুঝে নেয়ার জন্য।আমাদের কাজটা যেহেতু অনলাইন ভিত্তিক তাই আপনাদের সপ্তাহের শেষে নেটের খরচ দেয়া হবে।*
আরো কিছু জানার থাকলে আমাদের গ্রুপে প্রশ্ন করতে পারবেন। ধন্যবাদ।
*শর্ত প্রযোজ্য।
Comments (No)