ব্লগ/নিউজ পোস্টিং থেকে আয় করবেন কিভাবে?

শুধু বাংলাদেশেই ৩০০০ এর উপরে অনলাইন পত্রিকা চালু আছে। বেশিরভাগ পত্রিকাই সাংবাদিকতার জন্য নয়। গুগল এডসেন্স থেকে ইনকামের জন্য। তাই যেকেউ একটা ভালো ডোমেইন নিয়ে কিছু টাকা খরচ করে পত্রিকা বানিয়ে এডসেন্স ইনকামে নেমে পরে।  এরপর ২/৩ জন লোক নিয়োগ করে দেয় পোস্ট করার জন্য।

সুতরাং অনলাইন পত্রিকা বা আনলাইন ব্লগে কাজ পাওয়া এখন সহজ। কাজ করাও সহজ। চলুন জেনে নেই কিভাবে অনলাইন পত্রিকায় কাজ করবেন।

সাধারনত অন্য পত্রিকা থেকে নিউজ নিয়ে এটাকে রিরাইট করতে হয়। হুবহু কপি করা যায় না। এটা কপিরাইট আইনে অপরাধ। রিরাইট করলেও উতস হিসেবে সেই পত্রিকার নামও দিতে হয়।  কপি পেস্ট করলে গুগল এডসেন্সও অনেক ঝামেলা করে। এড দেয়না এমনকি সাইট বা এডসেন্স একাউন্টও বাতিল করে দিতে পারে।

রিরাইট করবেন কিভাবে?  নিচের দুইটা উদাহরন দেখুন।

মুল সংবাদ বিবিসি বাংলার।

মুসলিমদের উপর হামলার পর শ্রীলঙ্কায় জরুরী অবস্থা

ব্লগ/নিউজ পোস্টিং থেকে আয় করবেন কিভাবে? 3

শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর একের পর এক হামলার পর দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

মধ্যাঞ্চলীয় ক্যান্ডি শহরের কিছু কিছু এলাকায় আবার কারফিউ জারি করা হয়েছে যেখানে সংখ্যাগুরু বৌদ্ধ সিনহালারা মুসলিমদের মালিকানাধীন দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিলো।

সোমবার সেখানে পরিস্থিতি গুরুতর রুপ নিলে কারফিউ জারি করা হয়। কিন্তু পরে সেটি কিছু সময়ের জন্যে তুলে নেওয়া হয়েছিলো। কিন্তু ২৪ বছর বয়সী এক মুসলিম তরুণের মৃতদেহ পাওয়ার যাওয়ার সাথে সাথেই সেখানে আবার সান্ধ্য আইন জারি করা হয়েছে।

স্থানীয় একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, “চারটি মসজিদ, ৩৭টি বাড়িঘর, ৪৬টি দোকান এবং ৩৫টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।”

“সবকিছু ভেঙে ফেলা হয়েছে, মুসলিমরা এখন সেখানে আতঙ্কের মধ্যে বসবাস করছে,” বলেন তিনি।

কর্মকর্তারা বলছেন, আজ মঙ্গলবার আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির পাশে মুসলিম এক তরুণের মরদেহ উদ্ধারের পর সেখানে উত্তেজনা বৃদ্ধি পায়। মুসলিমরাও প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় কর্তৃপক্ষ জরুরী অবস্থা ঘোষণা করেছে।

ব্লগ/নিউজ পোস্টিং থেকে আয় করবেন কিভাবে? 4

আজ মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের পর জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে ১০ দিনের জন্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

এছাড়াও ফেসবুকের মতো সোশাল মিডিয়ার মাধ্যমে যারা এধরনের সহিংসতায় উস্কানি দেবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সপ্তাহ খানেক আগে গাড়ি সংক্রান্ত এক বিরোধের জেরে মুসলিমরা বৌদ্ধ এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে- এরকম একটি অভিযোগের পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহে আমপারে শহরেও মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদে হামলা চালানো হয়।

২০১২ সালের পর থেকে শ্রীলঙ্কায় উত্তেজনা বাড়তে থাকে। কট্টরপন্থী একটি বৌদ্ধ গ্রুপ বিবিএসের বিরুদ্ধে উত্তেজনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।

সংবাদের লিংক:

http://www.bbc.com/bengali/43299355

[divide]

এই নিউজ থেকে প্রথম আলো রিরাইট করেছে । নিচের নিউজ টা দেখুন

মুসলিমদের ওপর হামলায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানের ওপর একের পর এক হামলায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেন্ডি শহরের কিছু কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে যেখানে সংখ্যাগুরু বৌদ্ধ সিনহালারা মুসলিমদের মালিকানাধীন দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিল। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের পর জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে ১০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির পাশে মুসলিম এক তরুণের মরদেহ উদ্ধারের পর সেখানে উত্তেজনা বৃদ্ধি পায়। মুসলিমরাও প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। এছাড়াও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এ ধরনের সহিংসতায় উসকানি দেবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সপ্তাহ খানেক আগে গাড়িসংক্রান্ত এক বিরোধের জেরে মুসলিমরা বৌদ্ধ এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে- এ রকম একটি অভিযোগের পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে আমপারে শহরেও মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদে হামলা চালানো হয়।

২০১২ সালের পর থেকে শ্রীলঙ্কায় উত্তেজনা বাড়তে থাকে। কট্টরপন্থী একটি বৌদ্ধ গ্রুপ বিবিএসের বিরুদ্ধে উত্তেজনায় উসকানি দেয়ার অভিযোগ রয়েছে।

লিংক:

https://www.jugantor.com/international/24809/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE

[divide]

এখানে আমরা দেখতে পাচ্ছি। খুব কাছাকাছি। এতটা কাছাকাছি যাওয়াও ঠিক না। এটাই বর্ডার।

এখানে যুগান্তর তার নিউজটা ছোট করে দিয়েছে। ছবি কমিয়ে দিয়েছে।

এটাকেই বলে রিরাইট। সংবাদের উতসও উল্লেখ করেছে। এভাবে একটা নিউজ লিখতে সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট লাগে।

এখন নিউজ বা ব্লগ পোস্ট করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

১. টাইটেল: টাইটেল হচ্ছে হেডলাইন। এটা যত আকর্ষনীয় হবে  তত বেশি মানুষ নিউজটা পড়বে।

২. কন্টেন্ট বা মুল পোস্ট: মূল পোস্ট টা আমরা রিরাইট করবো। এটা কমপক্ষে ১৫০ ওয়ার্ড হতে হবে। কপি পেস্ট হওয়া যাবেনা।

৩. ক্যাটেগরী: নিউজ বা ব্লগ কোন ক্যাটেগরীতে পড়ে সেটা সিলেক্ট করতে হবে। সর্বোচ্চ ১ বা ২ টি।

৪. ফিচার ইমেজ : পোস্ট এর সাথে যে ইমেজ থাকে সেটা কিন্তু ফিচার ইমেজ না। ক্যাটেগরির নিচে ফিচার ইমেজের লিংক পাবেন।

৫. ট্যাগ: গুগলে সার্চ করলে কোন শব্দগুলো দিয়ে সার্চ করলে এই নিউজটা পাওয়া যাবে সেটা লিখতে হবে। প্রতিটা ট্যাগ একটা করে শব্দ হতে হবে। ৪/৫ বা আরো বেশি ট্যাগ দেয়া যায়। প্রতিটা ট্যাগের পর কমা বা ইন্টার দিতে হয়।

আশা করি এখন থেকে আপনারা ব্লগ/নিউজ পোস্টের কাজ করতে পারবেন। কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

পোস্ট টি শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ