XML সাইট ম্যাপ কি: সাইট বলতে ওয়েবসাইটকে বুঝায় এবং ম্যাপ অর্থ মানচিত্র বা চিত্র। সাইট ম্যাপ হচ্ছে একটি ওয়েব
সাইটের ম্যাপ। অর্থাৎ একটি ওয়েবসাইটের কোথায় কোন পোস্ট, ইমেজ, ক্যাটাগরি আছে তার একটি
ম্যাপ। সাইট ম্যাপ হলো ওয়েবসাইটের কোথায় কি আছে তারই একটা ভার্চুয়াল ম্যাপ যার মাধ্যমে গুগল
ওয়েবসাইটের প্রতিটি পেইজ সম্পর্কে জানতে পারে। একটি ওয়েবসাইটকে গুগলে রাংক করানোর জন্য
সাইট ম্যাপ তৈরি করা একটি খুব দরকারি কাজ। এটি না করলে গুগলে সহজে রাংক পাওয়া যাবে না।
সাইট ম্যাপ একবার করে দিলে গুগল এর রোবট প্রতিদিন ওয়েবসাইটে ক্রল করবে এবং ওয়েবসাইটের
প্রতি দিনের আপডেট একবার করে গুগলে যুক্ত হবে। আর এই ভাবে প্রতিনিয়ত গুগল এর কাছে
ওয়েবসাইট আপটুডেট থাকবে।
আরো জানুন:
XML সাইটম্যাপ হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে জনপ্রিয় সকল সার্চ ইঞ্জিন ব্লগ বা ওয়েব
সাইটের নিয়মিত প্রকাশিত নিবন্ধ বা উপাদান সম্পর্কে অবগত হয় এবং আপডেটকৃত ফলাফল সমুহ সার্চ
ইঞ্জিন সহজেই বুঝতে পারে এতে করে সার্চ ইঞ্জিনের সাথে ব্লগ বা ওয়েবসাইটের ভাল সম্পর্ক তৈরি হয়।
সাইটম্যাপ গুলোকে এক্সএমএল এর মাধ্যমে তৈরি করা হয় বলে এক্সএমএল সাইটম্যাপ বলা হয়। XML
এর পুর্ণরুপ হচ্ছে Extensible Markup Language। সাইটম্যাপ এক ধরনের xml ফাইল, যে
ফাইলের ভিতরে একটি ওয়েবসাইটের সকল URL থাকে।
আরো জানুন:
সাইটম্যাপ গুগেলের ইনডেক্সের মধ্য দিয়ে ওয়েবসাইট আপডেট রাখতে সাহায্য করে। তাই, একটি
ওযেবসাইটের জন্য Xml sitemaps খুবই গুরুত্বপূর্ণ। XML ফরমেট এর ফাইল গুলোকে সার্চ বোট
অনেক সহজ ভাবে ক্রাউলিং করতে পারে। তাই XML Sitemaps হলো এমন একটি ফাইল যেখানে
ওয়েবসাইটের সব লিংক গুলো একসাথে একটির পর একটি সাজানো অবস্থায় থাকে। আর যখন সার্চ
বোট গুলো এই ফাইলের মধ্যে প্রবেশ করে তখন সে সব গুলো লিংকেই ইনডেক্স করার চেষ্টা করে। তাই
XML Sitemaps হল সব পেইজ গুলোকে দ্রুত ইনডেক্স করানোর জন্য সবচেয়ে ভালো উপায়।
গুগল এক্সএমএল (XML) সাইটম্যাপ কি:
গুগল এক্সএমএল সাইটম্যাপ হচ্ছে একটি বিশেষ ধরনের প্লাগিন যা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম এর উপরে
নির্মিত। ব্যবহারকারিদের সুবিধার্থে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের জন্ম হয় এবং এই প্লাটফর্মকে আরো সহজ
করে তুলতে প্রতিনিয়ত নতুন নতুন প্লাগিন তৈরি হচ্ছে। ব্লগ ব্যবহারকারিদের সুবিধার্থে সাইটম্যাপ
তৈরির জটিলতা অবসানের জন্য “গুগল এক্সএমএল সাইটম্যাপ” নামক প্লাগিনটি নির্মাণ করা হয়েছে।
কেন এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করা প্রয়োজন:
সাইট ম্যাপ তৈরি করার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। ওয়েবসাইটের একটি ম্যাপ তৈরি করে তা গুগল
বা অন্যান্য সার্চ ইঞ্জিনে দিলে তাদের রোবট বা ক্রলার যখন ওয়েবসাইটে ইনডেক্স করার জন্য আসবে
তখন তাদের খুঁজে পেতে সহজ হবে কোথায় কোন পোস্ট আছে, ইমেজ আছে বা ক্যাটাগরি আছে। তখন
তারা সহজেই ওয়েবসাইটের পোস্ট বা অন্যান্য বিষয়গুলো ইনডেক্স করতে পারবে। এসইও এর পয়েন্ট
অব ভিউ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সাইটম্যাপ। যদি সাইটম্যাপ কোথাও সাবমিট করা না
হয়, তাহলে সার্চ র্যাঙ্কিং এ সাইট কখনোই আসবে না এবং সাইটের পেইজগুলো কখনোই ইনডেক্স হবে না।
আরো জানুন:
যদি সাইটম্যাপ সাবমিট করা থাকে তাহলে এই সাইটম্যাপই সাহায্য করবে পেজ ইনডেক্সিং করতে। নতুন
ওয়েবসাইট বা ব্লগ এর জন্য সাইটম্যাপ অনেক উপকারী। নতুন ব্লগ এ কখনোই সম্ভব না তার আলাদা
আলাদা পোষ্টগুলোর জন্য অনেকগুলো ব্যাক্লিঙ্কস তৈরি করা। এটা অনেকটা কঠিন হয়ে দাড়ায় সার্চ
ইঞ্জিনে ব্লগ পোস্টগুলো সামনের সারিতে নিয়ে আসা। ওয়েবসাইটে আরো কার্যকরভাবে সার্চ ইঞ্জিনের সঙ্গে Online Income Site
যোগাযোগ করার অনুমতি দেয় এই সাইটম্যাপ। এ কারনেই সাইটম্যাপ সাবমিট করা প্রয়োজন।
কেন গুগল এক্সএমএল (XML) সাইটম্যাপ ব্যবহার করা হয়:
ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যবহারকারিরা সহজেই তাদের প্লাগিন এরিয়া থেকে গুগল এক্সএমএল সাইটম্যাপ ইন্সটল
করে নিতে পারে। ব্লগকে সার্চ ইঞ্জিনের আয়তায় আনতে এইধরনের প্লাগিন খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন
করে থাকে। বিশেষ করে ব্লগটি যদি ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি হয় তবে এই প্লাগিন ব্যবহার করলে ভালো।
কিভাবে ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ তৈরী করা যায়:
ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হলে খুব সহজে ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ তৈরী করা যায়। এক্ষেত্রে প্রয়োজন
হবে, একটি প্লাগইন। Yoast SEO বা All in One SEO Pack plugin দিয়ে সাইটম্যাপ তৈরি করা
যায়। সাইট ম্যাপ তৈরি করতে প্রথমে http://www.xml-sitemaps.com ওয়েবসাইটে প্রবেশ
করতে হবে।এরপর এখানে বক্সে ওয়েবসাইটের লিংক দিতে হবে। তবে https ও www. ছাড়া ঠিকানাটি
দিতে হবে। এবার start এ ক্লিক করতে হবে।
আরো জানুন:
এরপর দেখা যাবে পাঁচ মিনিট এর মধ্যে সাইট ম্যাপ তৈরি হয়ে গেছে। এরপর সাইট ম্যাপ টি ডাউনলোড
করে নিতে হবে। xml সাইট ম্যাপটি সাবমিটের জন্য প্রথমে সাইট ম্যাপটি সাইটের root ফোল্ডারে
আপলোড করতে হবে। এরপর WEB MASTER TOOL এ সাইট ম্যাপ টি এ্যাড করতে হবে। যদি
সাইট হয় exampal.com তা হলে সাইট ম্যাপটি আপলোড লিংক হবে exampal .com
/sitemap.xml। এরপর সাইট ম্যাপের এই লিংক দিয়ে সাবমিট করতে হবে। কয়েক ঘন্টার মধ্যেই
সাবমিট করা সাইটি গুগল ইনডেক্স করে নিবে।
কিভাবে ওয়েবসাইটে সাইট ম্যাপ যুক্ত করবো:
এজন্য ওয়েবসাইটের Cpanel এ যেতে হবে এবং file manager এ প্রবেশ করতে হবে। এবার
public_html ফোল্ডারটি ওপেন করতে হবে, এখন এই ফোল্ডারে upload এ ক্লিক করে তৈরি করা
সাইট ম্যাপটি public_html ফোল্ডারে যুক্ত করতে হবে। তাহলেই হয়ে গেল সাইট ম্যাপ যুক্তকরন।
সাইট ম্যাপ কিভাবে google search console এ যুক্ত করবো:
প্রথমে গুগল সার্চ কনসোল (পূর্ব নাম webmaster tool) এ লগইন করতে হবে এবং বাম পাশের সাইট
ম্যাপ এ ক্লিক করতে হবে। এবার ডাউনলোড করা site map টি সিলেক্ট করতে হবে এবং এ্যাড করতে
হবে google webmaster tool এ । এরপর সাবমিট করার কিছু ক্ষন পর এটা কাজ করবে।
উপরে উল্লেখিত সব পদ্ধতি অনুসরন করে সফলভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এস ই ও) করা সম্ভব।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।
Comments (No)