MQL (Meta Quotes Language) প্রোগ্রামিং কি?

MQL এর পূর্ণরূপ হল Meta Quotes Language। এই ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে আপনি নিজেই এক্সপার্ট এডভাইসর এবং ইন্ডিকেটর বানাতে পারবেন।

ব্রোকার কি? ব্রোকার কয় প্রকার ও কি কি?

MQL প্রোগ্রামিং এর সাহায্যে আপনি কাস্টম ইন্ডিকেটর, স্ক্রিপ্ট, এক্সপার্ট এডভাইসর ইত্যাদি বানাতে পারবেন।

MQL (Meta Quotes Language) প্রোগ্রামিং কি?

মেটাট্রেডারের সকল ইন্ডিকেটর, স্ক্রিপ্ট, এক্সপার্ট এডভাইসর প্রভৃতি MQL প্রোগ্রামিং এর সাহায্যে বানানো।

অতি উত্তেজনা ও অধৈর্য (successful trader) সফল ট্রেডার হওয়ার অন্তরায়

MQL শিখে আপনি ফরেক্স না করে ফ্রিল্যান্সিং করেও আয় করতে পারবেন। ইত্যিমধ্যে ওডেস্ক এ এধরনের কাজ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনি যদি ভাল মানের Indicator বা  EA বানাতে পারেন তাহলে তা বিক্সি করেও প্রচুর টাকা আয় করতে পারবেন।

স্টপ লস এবং টেক প্রফিট কি?

অনেক ফরেক্স ট্রেডার নিজের মনের মতো করে Indicator বা  EA তৈরি করে ট্রেড করেন। এতে ভাল প্রফিটও হয়। এ সমস্ত ক্ষেত্রে তারা সেই Indicator বা  EA অন্য কাউকে দিতে বা বিক্রি করতে চান না।

XM দিচ্ছে Suzuki Gixxes SF সহ $4000 এর পুরস্কার

MQL প্রোগ্রামিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
http://docs.mql4.com/

MetaQuotes Language শেখার জন্য ভিজিট করুনঃ
http://articles.mql4.com/404

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ