ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা পর্ব-২ [ওয়েব ডেভেলপমেন্ট সর্ম্পকে আলোচনা]

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সবাইকে এসো আয় করি এর পক্ষ খেকে শুভেচ্ছা, বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি
ভাল আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে ভাল আছি। আজ আপনাদের সাথে ওয়েব  ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব।

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা পর্ব-২ [ওয়েব ডেভেলপমেন্ট সর্ম্পকে আলোচনা] 2

আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা পর্ব-২ থাকছে [ওয়েব ডেভেলপমেন্ট সর্ম্পকে আলোচনা]

তাহলে চলোন শুরু করি ঃ

ওয়েব ডেভেলপ হচ্ছে সাইট এর জন্য অ্যাপ্লিকেশন।আপনাকে কোডিং এর মাধ্যমে নানা ধরণের অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে । আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে ধৈর্য, পরিশ্রম ও মনোযোগের প্রয়োজনীয়তা অপরিহার্য । একজন ওয়েব ডেভেলপারকে সারাজীবন ধরেই শিখতে হয়। আপনি কারও কাছ থেকে বা প্রশিক্ষণ নিয়ে একটা পর্যায় পর্যন্ত যেতে পারেন। কিন্তু বাকি পথটা একা একাই হাঁটতে হবে। আর সেজন্য প্রচুর পরিমাণ গুগল থেকে সার্চ করে নিজে নিজে শেখার অভ্যাসটা শুরু থেকেই করে নিতে হবে। কোডিং সম্পর্কিত যেকোনো সমস্যার সমাধানই গুগলে পাবেন।

ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করতে গেলে আপনাকে যে বিষয়ে গুলো শিখতে হবে বা জানা থাকতে হবে তা হল

ওয়েব বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমনঃ-

  1. (X)HTML
  2. CSS
  3. jQuery
  4. JavaScript
  5. PHP
  6. MySQL
  7. Java

ইত্যাদি CMS সম্পর্কে ভালো জানতে হবে ।

এছাড়া Server related যেমনঃ

  1. ASP
  2. NET
  3. AJAX

ইত্যাদি জানতে হবে

যেকোনো ওয়েব ডেভেলপারকে আগে অবশ্যই ওয়েব ডিজাইনটা ভালোভাবে জানা থাকতে হয়।

কোথায়  শিখবেন ?

অনলাইনে খুব সহজে একা একাই  আপনি শিখতে পারবেন। w3schools  যেখানে সব টিউটোরিয়াল রিসোর্স পাবেন।টুলস্ পেজে পাবেন সব রকম  টুলস্ । অথবা বিভিন্ন প্রকার ট্রেনিং সেন্টার থেকেও শিখতে পারেন।আমাদের দেশে এখন ভাল মানের ট্রেনিং সেন্টার আছে হাতে  গোনা কয়েকটি।

সবাই ভালো থাকুন আল্লাহ্‌ হাফেজ

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ