আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সবাইকে এসো আয় করি এর পক্ষ খেকে শুভেচ্ছা, বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি
ভাল আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে ভাল আছি। আজ আপনাদের সাথে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব।
আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে যত টুকু পারি তা আপনাদের সাথে তুলে ধরার চেস্টা করিব।
যেহেতু এটার আমার প্রথম পর্ব তাই তাই আজ আমি ওয়েব ডিজাইন সর্ম্পকে আলোচনা করিব।
ওয়েব ডিজাইন হলো আপনার ওয়েব সাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রুপ দেখতে কেমন হবে তা নির্ধারন করা।
যখন একটি ওয়েব সাইটে প্রবেশ করবে তখন ইউজার রা তথ্য কিবাবে দেখাবেন এবং ওয়েব সাইটের টেমপ্লেট হেডারে , ফুটার, সাইডবার মিনুবার কোথায় বসবে এটায় হল ওয়বে ডিজাইন।
ওয়েব সাইট ডেজাইন করতে সাধারনত কি জানা থাকতে হবে।
আপনি যদি একটি ওয়েব ডিজাইন করতে চান তাহলে আপনাকে প্রধানত যা যা জানা থাকতে হবে তা হলঃ-
- HTML
- CSS
HTML, CSS জানলে একটা স্টাটিক ওয়েবসাইট বানাতে পারবেন।
HTML, CSS কি?
এইচটিএমএল (HTML): এর পূর্নরুপ হল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি: Hyper Text Markup Language) এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যাবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান । এইচটিএমএল কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং যেকোনো প্রোগ্রামিং থেকে অনেক সহজ।এইচটিএমএল সহজ যে যেকোনো সাধারন মানুষ যে প্রোগ্রামিং শিখতে চায় না, সহজে যে কেউ HTML শিখে নিতে পারে। HTML5 এ ওয়েবসাইটে অডিও,ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ(স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।
আপনদের জন্য নেচে কিছু টেগ এলিমেন <চিহ্ন> দেওয়া হলো:-
Other text-level semantics elements:
<a>, <em>, <strong>, <cite>, <q>, <dfn>, <abbr>, <time>, <code>, <var>, <samp>, <kbd>, <sub>, <sup>, <i>, <b>, <mark>, <ruby>, <rp>, <rt>, <bdo>, <span>, <br>, <wbr>.
সিএসএস (CSS): সিএসএস এর পূর্নরুপ হল (Central Statistical Service) এটাও একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ।সিএসএস হচ্ছে ওয়েব সাইটের মেকআপ টুল! এটা দিয়ে আপনি আপনার সাইটকে কালারফুল করে সাজাতে পারেন। সিএসএস দিয়ে এক লেখা থেকে আরেকটার দূরত্ব কতটুকু হবে, এটির রঙ কি হবে বেকগ্রাউন্ড কি হবে, এমনকি সর্বশেষ CSS3 দিয়ে কন্টেন্টে এনিমেশন ও যুক্ত করা যায়।
Comments (No)