পেনড্রাইভের কিছু টিপস এন্ড ট্রিকস

 প্রযুক্তির যুগে সবাই কম্পিউটার এর সাথে পেনড্রাইভ ব্যবহার করে থাকি। আর এই পেনড্রাইভ দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা হয়ে তথ্য আদান প্রধান এর ক্ষেত্রে।এবং অনেক সময় বিভিন্ন ধরনের ভাইরাস এর কারনে এই পেনড্রাইভ অনেক সময় ফরম্যাট করা সম্ভব হয় না।

পেনড্রাইভের কিছু টিপস এন্ড ট্রিকস

পেনড্রাইভ যদি ফরম্যাট না হলে কী করনীয়ঃ

১.প্রথমে আপনি কম্পিউটার এর স্টার্ট মেনুতে cmd লিখে এন্টার করুন।
২.তারপর কমান্ড প্রম্পট গিয়ে diskpart লিখে এন্টার করে list disk কমান্ড করুন।এর পর আপনি ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে তারপর ok করতে হবে।
৩.তারপর clean type করে enter করতে হবে।
৪.create partition primary type করে enter করতে হবে।
তারপর আপনি My computer-এ ঢুকে ফরম্যাট করা যাবে এবং তা দেথতে পারবেন।

পেনড্রাইভের গতি বাড়িয়ে নিনঃ pen drive tips.

কম্পিউটার পোর্টে পেনড্রাইভের রাইট বাঁটনে ক্লিক করে Format এ ক্লিক করুন এবং File system>NTFS সিলেক্ট করুন এবং Format option এর Quick Format এ দেখবেন একটি টিক চিহ্ন আছে সেটি তুলে ফেলুন।তারপর Start-এ ক্লিক কিছু সময় অপেক্ষা করুন।এই নিয়মে ফরম্যাট হলে আপনির পেনড্রাইভের গতি আগের থেকে বাড়বে।

পেনড্রাইভের ভাইরাস আক্রান্ত ফাইল ও সমাধানঃ pen drive tips.

কম্পিউটার যখন আপনি পেনড্রাইভ ডুকান অেনেক সময় দেখা যায় যে কোন ফাইল দেখা যায় না।সে ক্ষেত্রে আপনি কি করবেন।

১.প্রথমে আপনি My Computer-এর মেনু যান তারপর Tools এ গিয়ে Folder options নির্বাচন করুন এবং View-এ ক্লিক করুন।

২. সেখানে দেখবেন Show hidden files and folders এ একটি টিক চিহ্ন দেয়া আছে সেটা তুলে দিন এবং Hide extensions এবং Hide protected এই টিক চিহ্ন গুলো তুলে দিয়ে OK করুন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ