এসইও Onpage Optimization এ অবশ্যই করনীয় কিছু বিষয়

On Page Optimization এর সময় যে কয়টি বিষয় কে সবচেয় গুরত্ব দিতে হবে তার  মধ্যে URL, Title Tag, Meta Description, Body Headline, Image  অন্যতম ।Keyword ও On Page এর গুরত্বপুরন অংশ। নিচে URL, Title Tag, Meta Description, Body Headline ও Image  Optimization er পদ্দতি বর্ণনা করা হল:

এক নজরে বিস্তারিত

URL Optimization

১। পেজ URL যতটা সম্ভব ছোট করতে হবে এবং Keyword এর ব্যবহার করতে হবে। পোষ্টটি লক করে রাখা হয়েছে

Meta Description Optimization

১। Primary Keyword অন্তত একবার ব্যবহার করতে হবে।

২। ১৫৫ অক্ষর এর মধ্যে করতে হবে।

৩। কোন প্রকার কপি করে Meta Description লেখা যাবে না।

এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখুন আর আপনার সাইটকে নিয়ে আসুন গুগলের প্রথম পেইজে

Body Headline

১। অন্তত একবার Primary Keyword ব্যাবহার করতে হবে।

২। ৭০-৮০ অক্ষর এর মধ্যে করতে হবে।

৩। যত টা সম্ভব page Title এর সাথে মিল রাখতে হবে কিন্ত exact Match করা যাবে না।

৪। Headline কে H2Tag এর মধ্যে রাখতে হবে।

Image Optimization

১. Page এ Image এর ব্যাবহার এর ওপর ভিত্তি করে Image এর উপরে অথবা নিচে একটি Title ব্যাবহার করতে হবে।

২। Image এর একটা ফাইল নাম ব্যাবহার করতে হবে

৩। Image এর অল্ট টেক্সট এ Primary Keyword ব্যাবহার করতে হবে।

৪। Image এর সাইজ খুবি গরুত্বপুন বিষয়।website এর স্পীড ঠিক রাখার জন্য ছোট সাইযীর Image ব্যাবহার করতে হবে।

৫। সবসময় Image JPEG or PNG ফরম্যাট এর ব্যাবহার করতে হবে।

এছাড়া On Page Optimization এর  আরও কয়টি বিষয়  রয়েছে যা আমি পরবর্তী Article এ বর্ণনা করব।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ