Servey -সার্ভের কাজ করে কিভাবে মাসে ১০০০০-১৫০০০ টাকা আয় করবেন 1
Servey সার্ভে বর্তমান ফ্রিল্যান্সিং জগতের ইনকাম খাতগুলোর মধ্যে অন্যতম। এখান থেকে চাইলে খুব সহজেই মাসে ১০০০০-১৫০০০ টাকা উপার্জন করা সম্ভব। কিভাবে তা আজকের পোস্ট পড়ে জেনে নিন।
Servey -সার্ভের কাজ করে কিভাবে মাসে ১০০০০-১৫০০০ টাকা আয় করবেন 2

সার্ভের কাজ করে কিভাবে মাসে ১০০০০-১৫০০০ টাকা আয় করবেন


সার্ভে (Survey) শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। ইংরেজি শব্দটির অর্থ জরিপ। কোন একটি নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করার কাজকে জরিপ বলা হয়। আমরা সকলেই কোন না কোন জরিপে অংশ নিয়েছি। বিভিন্ন বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করতে আমাদের বাড়িতে ও এ ধরনের তথ্য সংগ্রহকারীরা এসে থাকেন।


যেমন বিভিন্ন পন্য অথবা পেশা বা জনসংখ্যা বিষয়ক তথ্য জানতে যারা বাসায় এসে প্রশ্ন করেন, তারা মূলত জরিপ করেন। আমরাও প্রশ্নের উত্তর দিয়ে জরিপগুলোতে অংশ নিয়ে থাকি। যেমন আমাদের কাছে যদি কোন একটি সাবান সম্পর্কে জানতে চাওয়া হয়, সাবান টি আমরা ব্যবহার করি কিনা, সাবানটি আমাদের ভাল লাগে কিনা, এসব উত্তর হ্যা বা না দিয়ে প্রদান করে জরিপে অংশ নেওয়া যায়।


এছাড়াও কিছু প্রশ্ন থাকে যেমন অংশগ্রহনকারীদের বয়স, পেশা, ইত্যাদি। জরিপের কাজ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠান করে থাকে। জরিপের কাজ বাড়ি বাড়ি গিয়েও করা হতে পারে, অথবা অনলাইন এর মাধ্যমে ও হতে পারে। বিদেশে জরিপের কাজগুলো অনলাইন এ করা হয়ে থাকে। এর মাধ্যমে নির্দিষ্ট পন্য বা বিষয়ে তথ্য বা উপাত্ত সংগ্রহ করে সেই তথ্য অন্য উৎপাদনশীল কাজে ব্যবহার করা হয়।


আজ আমরা আয়োজন সাজিয়েছি সার্ভে কি এবং সার্ভে করে কিভাবে অর্থ আয় করবেন এ বিষয়টি নিয়ে। চলুন প্রিয় পাঠক দেরী না করে আলোচনা শুরু করা যাক।


সার্ভে কি?

সার্ভে অর্থ জরিপ, কোন নির্দিষ্ট তথ্য বা পন্য সম্পর্কে ব্যবহারকারীদের মতামত ইতিবাচক নাকি নেতিবাচক তা যাচাই করা হয় সার্ভে করার মাধ্যমে। আমাদের দেশে সার্ভে মানে বাড়িতে বাড়িতে গিয়ে জরিপ সংক্রান্ত প্রশ্ন করা। কিন্তু বিদেশে এগুলো করা হয় অনলাইনের মাধ্যমে। বিশেষ করে আমেরিকাতে।


আমেরিকায় প্রচুর জরিপের কাজ করা হয়। বিভিন্ন স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, কোম্পানি, নায়ক, গায়ক, গবেষনা প্রতিষ্ঠান তাদের তথ্য সংগ্রহ করার জন্য জরিপের কাজগুলো করে থাকেন। সার্ভে করার সময় অনেক ধরনের তথ্য জানতে চাওয়া হয় যেমন ব্যক্তির নাম, বয়স, পেশা, জীবনযাপন, ভবিষ্যত পরিকল্পনা, ব্যবহৃত পন্য, ইলেকট্রনিক্স, আধুনিক সরঞ্জাম, ইত্যাদি অনেক কিছু।


বিভিন্ন প্রতিষ্ঠান তাদের এ সকল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জরিপকারী প্রতিষ্ঠান সমূহকে এ কাজের দায়িত্ব দিয়ে থাকেন। জরিপকারী প্রতিষ্ঠান জরিপের বিষয়বস্তু অনুযায়ী একটি ফরম তৈরি করে অনলাইনে ওয়েবসাইটে প্রকাশ করে। যারা উত্তর দিতে চান তারা একটি একাউন্ট করে জরিপে অংশগ্রহন করে থাকেন। সার্ভের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বা পন্যের বাজারে অবস্থান জানা যায়।


এটা কতটা জনপ্রিয়, পন্যের গুনগত মানে কি পরিবর্তন আনতে হবে সার্ভের মাধ্যমে জানতে পারে কোম্পানিগুলো। জরিপে অংশগ্রহনকারীরা জরিপে অংশ নেওয়ার জন্য কিছু অর্থ সম্মানী পেয়ে থাকেন। যা ডলার আকারে দেওয়া হয়। সার্ভেকারী প্রতিষ্ঠান কোম্পানির কাছ থেকে সার্ভে কাজের জন্য ভাল অর্থ পেয়ে থাকে।


সার্ভে কেন করবেন?

বর্তমানে ইন্টারনেট এর যুগে আমরা বাড়িতে বসেই ফ্রিল্যান্সিং করে অর্থ আয় করতে পারি। বাড়িতে বসে যে সকল কাজ করা যায় তারমধ্যে সার্ভে অন্যতম। সার্ভে কাজে আয় অন্যান্য কাজের চেয়ে তুলনামূলক বেশী। প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় দিলে কাজটি করা সম্ভব। এটা খুব সহজ ও নয়, আবার কঠিন কোন কাজও নয়।


আপনি যদি ফ্রিল্যান্সিং এ নতুন হয়ে থাকেন এবং শুরুতেই ভাল অর্থ আয় করতে চান তাহলে সার্ভের চেয়ে ভাল কিছু হতে পারেনা। সার্ভের সবচেয়ে আকর্ষনীয় দিক হল যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকেই কিছু অর্থ আয় করতে পারবেন।

কাজে মোটামুটি দক্ষ হয়ে গেলে মাসে ২০০০০+ রোজগার করতে পারবেন। প্রতিদিন একটি টার্গেট নিয়ে কাজ করলে ১০+ সহজেই আয় করা সম্ভব। তাই আপনি যদি ফ্রিল্যান্সিং এ নতুন হয়ে থাকেন তাহলে আইপি কিনে সার্ভের কাজ শুরু করতে পারেন।


সার্ভে করতে যা যা প্রয়োজন

সার্ভের কাজ করতে প্রথমত প্রয়োজন হবে ল্যাপটপ অথবা ডেস্কটপ, স্মার্টফোন, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ, আমেরিকান আইপি (Vps/proxy), ইউএসএ রিয়েল এড্রেস, ইউএসএ ফোন নাম্বার (যা দিয়ে সাইট ভেরিফিকেশন করবেন)।


সার্ভের কাজ করতে আপনার জানতে হবে বেসিক কম্পিউটার, গুগল সার্চ, ব্রাউজার সম্পর্কে ধারনা, এবং ইংরেজিতে মোটামুটি দক্ষতা থাকতে হবে। কারন সব অংশগ্রহনকারীই ইংরেজ বা বিদেশী হবে। আপনি অনেক নতুন তথ্য পাবেন যা সম্পর্কে জানতে প্রতিনিয়ত গুগল সার্চ করতে হবে।


এর জন্য কী-ওয়ার্ড সম্পর্কে ও জানতে হবে।আপনি ফ্রিল্যান্সিং এ নতুন হলেও খুব সহজে সার্ভের কাজটি করে অর্থ আয় করতে পারবেন। কারন এর জন্য আপনার তেমন কোন বাড়তি দক্ষতার প্রয়োজন হবেনা।


বাংলাদেশে সার্ভে করে কেমন আয় হবে?

বর্তমানে যেহেতুইন্টারনেট এর মাধ্যমে মার্কেটপ্লেস এ অনেক ধরনের কাজ এর সাথে আমাদের পরিচয় হয়েছে। বাংলাদেশে থেকে আমেরিকার সার্ভে কাজ করা সম্ভব। এবং এই কাজে প্রথম দিন থেকেই চাইলে কিছু টাকা রোজগার করা সম্ভব।


নতুন অবস্থায় ১০ ডলার, এবং পরবর্তীতে ধৈর্য নিয়ে কাজ করতে পারলে ২/৩ মাসেই ২০০০০+ প্রতি মাসে রোজগার করা সম্ভব হবে। পরবর্তীতে ধৈর্য নিয়ে কাজ করতে পারলে আরো বেশী রোজগার করা সম্ভব। এটা আপনাকে বাড়িতে বসে সাবলম্বী হতে সাহায্য করবে।


আর যেহেতু খুব কম সময় কাজ করতে হয় ৩-৪ ঘন্টা, তাই চাইলে দিনে অন্য কাজ করতে পারবেন। যেহেতু আমেরিকার সময়ে আমাদের এখানে যখন দিন ওদের ওখানে রাত, তাই আমাদের দেশের সময় অনুযায়ী রাত ৮ টা থেকে সকাল আটটা পর্যন্ত সার্ভের কাজ করতে পারবেন। নিম্নে ১০০% পেমেন্ট করবে এমন কিছু সাইটের নাম নিচে উল্লেখ করা হল।

উপসংহার

আপনি যদি বাড়িতে বসেই ফ্রিল্যান্সিং করে অর্থ আয় করতে চান তাহলে সার্ভে অনেক ভাল একটি উপায়। খুব কম সময় কাজ করে অনেক ভাল এমাউন্ট পাবেন।অনেকেরই রাতে গেম বা ইউটিউব দেখে সময় কাটানোর অভ্যাস। তাদের জন্য এটা খুবই ভাল কাজ।


অবসর কে কাজে লাগিয়ে অনেক অর্থ রোজগার করতে পারবেন। দরকার শুধু ধৈর্য ও মানসিক দৃঢ়তা। তাহলেই আপনি সার্ভে কাজে দক্ষ হয়ে উঠবেন। এটা ঘরে বসে ভাল টাকা রোজগারের অন্যতম উপায়। আশা করি আর্টিকেল টি সার্ভে কি এবং সার্ভে করে কিভাবে আয় করবেন এ বিষয়ে জানতে সাহায্য করেছে।


আপনার যেকোন মতামত ও প্রশ্ন কমেন্ট এর মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা আপনার মতামত গুরুত্বসহকারে গ্রহন করে যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব

ধন্যবাদ সবাইকে।

By ইনকাম নিউজ

আমি একজন ফ্রিল্যান্সার। নিজে আয় করার পাশাপাশি নতুনদের সহযোগীতা করতে ভালবাসি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ