PTC Warning Notice

PTC Warning Notice

শ্রদ্ধেয় PTC Worker ভাই ও বোনেরা সালাম নিবেন ।

আপনাদের PTC সাইটে কাজ করেন ভাল আয় করতে হলে কিছু নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলতে হবে ।

(১) একটি মাত্র কম্পিউটার থেকে একই সাইটে একটির বেশী একাউন্টে কাজ করবেন না । করলে আপনার একাউন্টির জন্য পড়তে হবে ইননালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন ।

(২) একই ইন্টারনেট লাইন শেয়ার করে একাধিক পিসিতে কাজ করবেননা । তাহলে ফলাফল একই হবে ।

(৩)  প্রতি ক্লিক এ একসেন্ট এর বেশি দেয় এমন সাইটে কখনও কাজ করবেন না । একটু ভাবুন তো যদি প্রতি ক্লিক এ ১ ডলার বা ১০ ডলার দেয় তাহলে কি বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্টের ‍অশান্তির গুরু দায়িত্ব পালন করতে না সি বিচে ডার্লিং নিয়ে ল্যাপ ওন করে শুধু  ক্লিক করতে ।

(৪) কখন ও নিজে নিজে ডাইরেক্ট রেফারেল তৈরি করবেন না বা একে বারেই করবেন না শুধু মাত্র রেফারের রেন্ট করবেন ।

(৫) নিয়মিত পারলে ফোরামের বিভিন্ন সদস্যের মতামত পড়বেন আপনার মতামত দিবেন ।

(৬)একই সময়ে বিভিন্ন সাইটে লগইন করবেন মজিলা ফায়াফক্স দিয়ে যাতে কয়েকটি সাইটের এড একসাথে দেখতে পারেন এতে সময় প্লাস ইন্টারনেটের বিল কম হবে ।

(৭) ক্লিক করার সময় ডার্লিং এর সাথে মোবাইলে কথা , ফেসবুক বা ইয়াহুতে চ্যাট করবেনা ।

(৮) ভাবি থাকলে বলবেন গরম বানিয়ে পাশে বসে থাকতে কিন্তু কথা না বলতে ।

(৯) প্রতি সপ্তাহে রেফারেল রেন্ট , রিসাইকেল এবং যদি রিনিউ করার দরকার হয় তবে তা করবেন।

(১০) এক PTC কাজ করা একাউন্ট অন্য পিসিতে কাজ করবেন না ।

(১১) পারলে আমার সুমন ভাইয়ের মত ভাবিকে অন্য রুমে ঘুম পাড়িয়ে রেখে একা একা ক্লিক চালিয়ে যাবেন । আমি যে আপনাদের সুমন ভাইয়ের কথা বলেছি ‌দয়া করে সুমন ‍ভাইকে বলবেনা যেন ।

Online Income Site List

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ