PTC সাইটকে সবাই ঘৃণা করে তার একমাত্র কারন স্ক্যাম। আসলে সব PTC স্ক্যাম করেনা। এখনো 5 – 12 বছর বয়সী PTC সাইট আছে যেগুলো রীতিমত পেমেন্ট দিচ্ছে। পিটিসি সাইট গুলো কেন স্কেম করে তা পরের টিউনে পাবেন।
আজকের বিষয়: 2025 সাল পর্যন্ত লাইসেন্স করা PTC সাইটসমূহ সাথে Alexa Ranking
দৃষ্টি আকর্ষণ: (18+ Only) কম পক্ষে H.S.C যারা পাশ করছ তারাই PTC সাইটে কাজ করবা কারন এখানে কাজ করলে পড়ালেখার বারোটা বাজবে। আর নিজে ক্লিক করে আয় করার কথা যারা ভাবছেন তারাও ছেড়েদেন দরকার নাই আয়ের থেকে ব্যায় বেশি হবে। ভালো সাইটে রেজিষ্টার করে রেন্টেড অথবা ডাইরেক্ট রেফারেল নিন। নিজে ক্লিক করুন ওরাও ক্লিক করবে তবেই ভালো আয় হবে। Online Income Site BD
মূল বক্তব্য: লাইসেন্স মানে Domain লাইসেন্স কিছুটা হলেও প্রমান করে কোন সাইট ভালো নাকি খারাপ। আবার ডোমেইন কোম্পানিও প্রমান করে। যেমন: Godaddy ফ্রিতে ডোমেইন দেয় কেউ এটা নিয়ে PTC সাইট বানিয়ে মানুষের কিছু টাকা হাতিয়ে পালায়া যায়। Enom সবচেয়ে বিশ্বস্ত এবং ভালোও বটে। আর আমার সাজানো পোস্টে Enom এর সাইট বেশি।
বি: দ্র: আমি আপনাদের জ্ঞাতার্থে সাইটগুলোর পরিচয় দিয়েছি। ব্যবহার করবেন নিজ দ্বায়িত্বে।
2025 সাল পর্যন্ত লাইসেন্স:
পুরো PTC জগতে দুইটা সাইট পেলাম যাদের 2025 সাল পর্যন্ত লাইসেন্স আছে।
নিচে দিলাম ছবিসহ এবং অন্যান্য ভালো এবং পেমেন্ট দেওয়া সাইটের লাইসেন্সও দিলাম।
1. Neubux.com
2. Useclix.com
2023 সাল পর্যন্ত লাইসেন্স:
1. wad.ojooo.com
সাইটের বয়স: 5 বছর 170 দিন (2010)
মেয়াদ উর্ত্তীর্ণ সময়: 2,753দিন (2023)
Alexa rank #3,480
Click here to register: wad.ojooo.com
2021 সাল পর্যন্ত লাইসেন্স:
1. Clixsense.com
সাইটের বয়স: 8 বছর 222 দিন (2006)
মেয়াদ উর্ত্তীর্ণ সময়: 2,337 দিন (2021
Alexa rank #862
Click here to register: Clixsense.com
2019 সাল পর্যন্ত লাইসেন্স:
1. Aceclix.com
সাইটের বয়স: 1 বছর 32 দিন (2014
মেয়াদ উর্ত্তীর্ণ সময়: 3,505 দিন (2019)
Alexa rank #30,319
Click here to register: Aceclix.com
2. Clixten.info
সাইটের বয়স: 2 বছর 285 দিন (2014)
মেয়াদ উর্ত্তীর্ণ সময়: 3,505 দিন (2019)
Alexa rank #6,482
Click here to register: Clixten.info
2018 সাল পর্যন্ত লাইসেন্স:
2. Scarlet-clix.info
সাইটের বয়স: 7 বছর 72 দিন (2008)
মেয়াদ উর্ত্তীর্ণ সময়: 1025 দিন (2018)
Alexa rank #5,342
Click here to register: Scarlet-clix.info
3. Buxept.com
সাইটের বয়স: 1 মাস 25 দিন (2015)
মেয়াদ উর্ত্তীর্ণ সময়: 1041 দিন (2018)
Alexa rank #10,073
Click here to register: Buxept.com
2017 সাল পর্যন্ত লাইসেন্স:
1. Paidverts.com
সাইটের বয়স: 2 বছর 65 দিন (2013)
মেয়াদ উর্ত্তীর্ণ সময়: 666 দিন (2017)
Alexa rank #986
Click here to register: Paidverts.com
2. PVtraffic.com
সাইটের বয়স: 1 বছর (2015)
মেয়াদ উর্ত্তীর্ণ সময়: 396 দিন (2017)
Alexa rank #1,45,100
Click here to register: PVtraffic.com
2016 সাল পর্যন্ত লাইসেন্স:
1. Trafficmonson.com
সাইটের বয়স: 11 মাস 11 দিন। (2014)
মেয়াদ উর্ত্তীর্ণ সময়: 390 দিন (2016)
Alexa rank # 963
Click here to register: Trafficmonson.com
2. Paidvertisement
সাইটের বয়স: 3 মাস 26 দিন (2015)
মেয়াদ উর্ত্তীর্ণ সময়: 250 দিন (2015)
Alexa rank #9360
Click here to register: Paidvertisement
তথ্য সূত্র: http://statscrop.com
সতর্ক বাণী: এই লাইসেন্স এক্সপেয়র হলে সাইট এডমন আবার রিনিউ করেন। যদি ভালো এডমিন হন। যাদের ডোমেইন আপডেটের টাকা থাকেনা তারাই হয়তো স্ক্যাম করে।
আবার দেখা হবে অন্য কোন টিউনে
আমার ব্লগ: এখানে
ফেসবুকে আমার অনলাইন ইনকাম গ্রুপ জয়েন করুন: >> এখানে দেখুন
আমার দ্বারা টিউনটি প্রথম প্রকাশিত: এখানে
Comments (No)