Programming C.Sharp বাংলা Tutorial পর্ব ০৫ – Programing Compile এবং Execute করার পদ্ধতি আপনি যদি সি শার্পের কোড কম্পাইল এবং Execute জন্য ভিজ্যুয়াল স্টুডিও ডট নেট ব্যবহার করতে চান তাহলে আপনি নিচের নির্দেশনা গুলো অনুসরন করুন। ।
১. প্রথমে ভিজ্যুয়াল স্টুডিও ওপেন করুন (বিঃ দ্রঃ ভিজ্যুয়াল স্টুডিও অবশ্যই কম্পিউটার এ ইন্সটল করে নিতে হবে )
২. ভিজ্যুয়াল স্টুডিও ওপেন করার পরে মেনুবার এ গিয়ে ফাইল সিলেক্ট করে নিউ প্রোজেক্ট সিলেক্ট করুন ।
৩. এখন টেম্পলেট অপশন থেকে ভিজ্যুয়াল সি শার্প সিলেক্ট করে উইন্ডোজ সিলেক্ট করুন । এখন ডান পাশ থেকে কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করুন । প্রোজেক্টের একটি নাম দিন এবং ওকে বাটনে এ ক্লিক করুন ।
৪. এর ফলে সলিউশন এক্সপ্লোরারে একটি নতুন প্রোজেক্ট তৈরি হবে ।
৫. এখন কোড এডিটর এ কোড লিখুন ।
৬. কোড রান করার জন্য মেনুবারের স্টার্ট অপশন এ ক্লিক করুন অথবা কীবোর্ডের F5 বাটনে ক্লিক করুন ।
৭. এরফলে কমান্ড প্রম্পটের একটি পেইজ আসবে, যেখানে ফলাফল দেখাবে ।
কমান্ড–লাইন ব্যবহার করে সি শার্পের কোড কম্পাইল করাঃ
ভিজ্যুয়াল স্টুডিও এর পরিবর্তে আপনি কমান্ড–লাইন ব্যবহার করে সি শার্পের প্রোগ্রাম কম্পাইল করতে পারবেন । এর জন্য আপনি নিচের নির্দেশনা গুলো অনুসরণ করুন।
১. প্রথমেই টেক্সট এডিটর ওপেন করুন উপরে দেওয়া কোড গুলো লিখুন ।
২. এখন ফাইল টা HelloWorld.cs নামে সেভ করুন ।
৩. এরপর কমান্ড প্রম্পট টুল ওপেন করুন এবং কমান্ডের মাধ্যমে যেখানে HelloWorld.cs ফাইল সেভ করেছেন, সেই লোকেশান এ জান ।
৪. এখন কমান্ড প্রম্পট এ csc HelloWorld.cs টাইপ করুন এবং কোড কম্পাইল করার জন্য এন্টার চাপুন ।
৫. যদি কমান্ড প্রম্পট এ কোন ভুল না দেখায়, তাহলে কমান্ড প্রম্পট আপনাকে পরবর্তী লাইন এ নিয়ে যাবে এবং এক্সিকিউটেবল ফাইল HelloWorld.exe তৈরি করবে ।
৬. এখন আপনার প্রোগ্রাম Execute করার জন্য কমান্ড প্রম্পট এ লিখুন HelloWorld এবং এন্টার চাপুন ।
৭. প্রোগ্রামের অউটপুট Hello World স্ক্রীন এ দেখতে পাবেন ।
Comments (No)