Pi Network কি? পাই নেটওয়ার্ক এ কেন একাউন্ট খুলবেন! জেনে নিন 5 মিনিটে

Pi Network থেকে শুধুমাত্র একাউন্ট খুলেই অটোমেটিক Crypto currency এর Free Coin আয় করতে পারবেন কোনো প্রকার ইনভেস্টমেন্ট ও জটিল কাজ ছাড়াই পাই নেটওয়ার্ক থেকে আয় করুন।

Pi Network এ কেন একাউন্ট খুলবেন!

কেন এটি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে? দিনে শুধু একবার ২৪ ঘন্টার অন্তর ক্লিক করলে মোবাইল অথোমেটিক মাইনিং করবে।

Pi Network (π) সম্পর্কে অনেকের নানা রকম প্রশ্ন থাকতে পারে, সে সকল প্রশ্নের উত্তর আমাদের এই লেখাটি পড়লে বুঝতে পারবেন :

পাই (π) কি? : পাই (π) হচ্ছে একটি ডিজিটাল কারেন্সি। মানে ডিজিটাল টাকা। এটিকে cryptocurrency or digital currency বলে।

Pi Network কি MLM ব্যবসা?

না একেবারে না। এটি মাল্টি লেভেল মার্কেটিং (MLM) ব্যবসা না। এটি আপনার একেবারে নিজস্ব। ব্যক্তিগতভাবে আমি MLM সাপোর্ট করিনা, যদি সেটি প্রোডাক্ট বেস না হয়।

এটা কি ই-কমার্স?

এটি ই-কমার্স ও না। তবে এটি দিয়ে আপনি পরবর্তীতে ট্রেডিং করতে পারবেন। অনলাইনে কেনাবেচা করতে পারবেন। সেক্ষেত্রে আবার ই-কমার্স ও বলা যাবে।

Pi Network কি? পাই নেটওয়ার্ক এ কেন একাউন্ট খুলবেন!

এটা কি ফ্রড/ধোঁকা?

এটি সৃষ্টি করেছেন বিশ্বসেরা Stanford University এর পিএইচডিধারী ও স্টুডেন্টরা। সেহেতু এটি scam বা ফ্রড নয়। আপনি গুগলে সার্চ করে এ সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবেন।

এটা কি কাজে দেয়?

টাকাকে আমরা দৈনন্দিন কাজে যেভাবে ব্যবহার করি। এটি ও অনলাইনে সেভাবে ব্যবহার হবে। যদিও কাগজের নোট বা বাস্তব নোট নেই কিন্তু আপনি প্রচলন করতে পারবেন। রদবদল (exchange) করতে পারবেন।

কবে টাকা পাবো?

এটি এখনো অফিসিয়ালি cryptocurrency এর রেকর্ড blockchain এ অন্তর্ভুক্ত করা হয়নি। KYC (know your customer) এর প্রক্রিয়া শেষ হলে এটি অফিসিয়ালি blockchain এ অনুমোদন পাবে। ট্রায়াল প্রক্রিয়াধীন আছে।

Pi Network (π) এর কাজ কি?

পাই (π) যেহেতু একটি ডিজিটাল কারেন্সি। এর কাজ কেনাকাটা বা খরচ করা। মোবাইল বা কম্পিউটারে মাইনিং করে জমিয়ে রাখা। পরে দাম উঠলে ব্যবহার করা।

পাই একাউন্ট খুলে আমাকে কি করতে হবে?

একাউন্ট খুলে তেমন কিছু করতে হয় না। ২৪ ঘন্টা পরপর চেক করে একটিভ করতে হয়। মোবাইলে এটি একবার অন করলে ২৪ ঘন্টা পর্যন্ত মাইনিং (mining) হয়। এখানে মাইনিং মানে হচ্ছে ডিজিটাল টাকা বানানো। সফটওয়্যার আপনার মোবাইলের র‍্যাম – স্পীড ব্যবহার করে সে ডিজিটাল টাকা বানিয়ে দেয়।

ছদ্মনামে কি পাই (π) একাউন্ট খোলা যায়?

ছদ্মনামে কোন পাই একাউন্ট খোলা যাবে না। এটি যেহেতু লিগ্যাল তাই প্রতি একজনই একটিমাত্র একাউন্ট করতে পারবে। সেজন্য আইডি বা ভোটার কার্ডের নাম অনুসারে এই একাউন্ট খুলতে হবে। ভেরিফিকেশনের সময় ছদ্মনামগুলো তারা ডিলিট করে দেবে। তখন সবকিছুর পরিশ্রম পন্ডশ্রমে যাবে।

কি কি দিয়ে এই Pi Network একাউন্ট খুলা যায়?

ফেসবুকের আসল নাম নতুবা মোবাইল নম্বর দিয়ে একাউন্ট খোলা যায়।

একাউন্ট খোলার বা রেজিস্ট্রেশন করার সহজ পদ্ধতি:

১) https://minepi.com/Jibonpata লিংকে ক্লিক করে Pi Network আ্যপটি download করুন অথবা Apps Playstore থেকে downloads করতে পারেন।

২) মোবাইল নম্বর বা ফেসবুক একাউন্ট দিয়ে সংযোগ করুন।

৩) জাতীয় পরিচয় পত্র (NID) অথবা স্কুল সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম টাইপ করতে হবে: a) First Name b) Last name

৪) Password লিখুন অবশ্যই ১ টা বড় হাতের ১ টা ছোট হাতের এবং ১ টা নাম্বার ডিজিটসহ মিনিমাম ৮ টা দিতে হবে (২ বার দিবেন উপরে-নিচে), তারপর নিচে Submit করবেন।

৫) আপনার পছন্দ অনুযায়ী User Name টাইপ করুন।৬) invitation code এর বক্সে লিখুন: Jibonpata

কবে এটি ব্যবহার শুরু হবে?

এপ্রিল ২০২১ এর দিকে কাজ পুরোপুরি সম্পন্ন হবার কথা। এখন একাউন্ট ভেরিফিকেশনের কাজ চলছে। ১ লক্ষটি একাউন্ট ফ্রীতে ভেরিফিকেশন করতে দিলেও পরেরগুলো হয়তো কিছু পাই কেটে নিতে পারে।

একাউন্ট খুলে লাভ কি?

একাউন্ট খুলে লাভ হলো ডিজিটাল কারেন্সি পাই (π) মাইনিং করে জমিয়ে রাখা। জমিয়ে রাখলেতো কোন অসুবিধা নেই। এগুলোর মূল্য বেড়ে গেলে কেউ না কেউ আপনার কাছ হতে কিনে নেবে।

মাইনিং রেট কিভাবে বাড়ে?

আপনার মাইনিং রেট বাড়ে আপনার আন্ডারে সদস্য কতজন সেই ভিত্তিতে আবার সেসব সদস্যদের একটিভ থাকতে হবে। একটিভ না থাকলে মাইনিং হয় না। যত বেশি সদস্যের মোবাইল এক সঙ্গে একটিভ থাকবে তত বেশি মাইনিং রেট 0.25, 0.34, 0.80, 1.25, 2.50, 4.36, 6.78, 10.88…. এভাবে ক্রমান্বয়ে বেড়ে যাবে।

কতদিন পর্যন্ত ফ্রীতে মাইনিং করা যাবে?
এটি আসলে ফ্রী নয়। সে আপনার ইন্টারনেট এবং মোবাইল ব্যবহার করছে। তাই ফ্রী বলা যাবে না। এটি বর্তমানে সীমিত হয়ে আসছে। কারণ এই ডিজিটাল কারেন্সিগুলোর নির্দিষ্ট একটা পরিমাণ সংখ্যা থাকে। ধরুন, পাই (π) একটা পরিমাণের সংখ্যা অলরেডি দিয়ে রেখেছে ১০ বিলিয়ন পাই (π)। তারপর আর কেউ ফ্রীতে একাউন্ট খুলতে পারবে না। তখন লক করে দেয়া হবে। পরবর্তীতে এই কারেন্সি ব্যবহারে কিছু মাইনিং কমিশন আসবে। সেগুলো হবে খুব খুব কম। সেসময় অন্য টাকা দিয়ে রদবদল করতে হবে।

পাই (π) কারেন্সি কেন জনপ্রিয় হচ্ছে?

কারণ এটিই সর্বপ্রথম মোবাইল মাইনিং নিয়ে এসেছে এবং এনার্জি খুব কমই খরচ করে আপনার ব্যাটারিকে সুরক্ষিত রাখে।

যারা Pi network এ সাইন আপ করবেন তাদের একটি রেফারেন্স কোড এর প্রয়োজন হবে। আপনি চাইলে আমার তাই দেরি না করে আপাতত টাকাবিহীন পাই (π) একাউন্ট খুলে এই ডিজিটাল কারেন্সি জমিয়ে রাখুন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ