আপনার ব্যাক্তিগত ফাইল অন্য কেউ দেখে ফেলুক বা ব্যবহার করুক সেটা অবশ্যই আপনি চান না। আপনার বন্ধুকে বা কলিগ কে Pendrive অথবা মেমরি কার্ড ধার দেয়ার আগে আপনার ব্যাক্তিগত ফাইল মুছে নেন অথবা ফরম্যাট করে তার পর দিয়ে থাকেন। কিন্তু আপনি হয়ত জানেন না ডেটা মুছে ফেলার পরেও সেগুলো রিকভার করা সম্ভব।
একটা উদাহরণ দেই: আপনার Pendrive আপনি ব্যক্তিগত ছবি রাখলেন। আপনার পিসিতে সেটার ব্যাকআপ নিলেন এবং পেনড্রাইভ ফরম্যাট দিয়ে ব্যবহার করতে দিলেন আপনার বন্ধুকে। আপনার বন্ধু ফাইল রিকভারি সফটওয়্যার দিয়ে অপসারণ করে ফেলা ফাইল গুলো ফিরিয়ে আনলো এবং মনের খায়েশ মিটিয়ে দেখে নিল। জেনে গেল আপনার ব্যক্তিগত জীবনের একটি অংশ। ব্যাপারটি কতটুকু বিব্রতকর এবং ভয়াবহ? ভয়াবহ এই কারনে, ধরুন আপনি একজন মেয়ে, আপনার ডিজিটাল ক্যামেরায় ব্যাক্তিগত অনেক ছবি তুলেছেন। সব ছবি জমা হয়েছে ক্যামেরার মেমরি কার্ডে।
পিসিতে নিয়ে ছবি গুলো কপি করে ফরম্যাট করে নিলেন মেমরি কার্ড। তারপর কোন বন্ধুকে বা কলিগকে ক্যামেরাটি দিলেন ব্যবহার করতে। যাকে ব্যবহার করতে দিলেন তার যদি দুরভিসন্ধি থাকে তাহলে অনলাইনে পাওয়া নানা রকম রিকভারি সফটওয়্যার ব্যবহার করে ফিরিয়ে আনবে মুছে ফেলা ফাইল এবং কপাল যদি খারাপ হয় তাহলে দেখবে আপনার ছবি নিয়ে তৈরি হয়েছে ফেসবুকে ফেক প্রোফাইল। এরকম আরও নানারকম ঘটনা ঘটতে পারে এবং ঘটছে অহরহ। Online Tips
এতক্ষণ যা বললাম সে বিষয়টি হয়তো আপনি জানতেন না। অথবা জানলেও গুরুত্বসহকারে নেন নি অথবা এর ফলে কি ঘটে যেতে পারে সেটা ভাবেন নি। সুতরাং এখন যখন জেনেছেন, সতর্ক থাকুন।
ফরম্যাট করার Pendrive থেকে ডেটা রিকভার করা সম্ভব নয়, এই কথাটিই আমরা সবাই জানি। তাই শিফট+ডিলিট না করে আমরা ফরম্যাট করে থাকি। কিন্তু জেনে রাখুন, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং এক্সটারনাল সলিড স্টেট ড্রাইভের ফাইল রিকভারি করা সম্ভব। এটা একদিক থেকে ভাল, আপনার মুছে যাওয়া ফাইল আপনি ফিরে পাবেন। তবে অন্য কাউকে যদি ব্যবহার করতে দেন অথবা যদি হারিয়ে যায় আপনার ড্রাইভ টি তখন কি হবে?
কীভাবে রক্ষা পাবেনঃ
১। যদি আপনার ইউএসবি ফ্ল্যাশ/পেন ড্রাইভে অথভা মেমরি কার্ডে ব্যাক্তিগত কিছু না থাকে অথবা অন্য কেউ দেখলে সমস্যা না থাকে তাহলে তো কোন কথাই নেই। তবে মনে রাখবেন, অনেক আগে রাখা ফাইল (আপনার হয়তো মনে নেই) যা দেখলে আপনি বিব্রতকর অবস্থায় পড়তে পারেন সেগুলোও কিন্তু রিকভার করা সম্ভব হতে পারে। সুতরাং সতর্ক থাকা ভালো।
২। ব্যাক্তিগত জিনিস ব্যবহার করতে না দেয়া উত্তম। বিশেষ করে যদি আপনার সন্দেহ হয়ে থাকে যাকে ব্যবহার করতে দিবেন সে আপনার ক্ষতির কারণ হতে পারে। যদি ব্যাড সেক্টর পড়ে অথবা অন্য কোন কারণে আপনি ফেলে দিতে চান Pendrive অথবা মেমরি কার্ড, তাহলে ডেস্ট্রয় করে ফেলুন।
৩। সবচেয়ে ভাল উপায় হচ্ছে, আপনার Pendrive অথবা মেমরি কার্ডের জন্য এনক্রিপশন সলুশ্যন ব্যবহার করা। কয়েকটি এনক্রিপশন টুলের নাম: TrueCrypt, BitLocker, ম্যাক ব্যবহারকারীদের জন্য রয়েছে বিল্ট-ইন এনক্রিপশন ফিচার, লিনাক্স ব্যবহারকারীদের জন্য আছে ইউএসবি ড্রাইভ এনক্রিপশন ফিচার। এগুলোর মাধ্যমে আপনার ড্রাইভ এনক্রিপ্ট করে রাখলে অন্য কেউ ফাইল রিকভার করতে সমর্থ হবে না। কারণ তখন ফাইল রিকভার করতে হলে এনক্রিপশন কী প্রয়োজন হবে যা আপনি ছাড়া আর কেউ জানে না।
সুতরাং সতর্ক থাকুন। অন্যকে সতর্ক থাকতে বলুন। আমাদের দেশে ধুরন্ধর লোকের অভাব নেই। সেনসিটিভ ছবি রিকভার করে পাবলিশ করে দিতে পারে কোন অ্যাডাল্ট সাইট/ফোরাম/ব্লগ এমনকি ফেসবুকে।
Comments (No)