Payza থেকে কিভাবে বিনা ফিতে টাকা পাঠাবেন !!!

Payza থেকে Payza Personal Account এ টাকা পাঠানোর দু’টি নিয়ম আছে। প্রথম নিয়মে টাকা পাঠালে ফি কাটবে আর দ্বিতীয় নিয়মে টাকা পাঠালে কোনো ফি কাটবে না।

প্রথম নিয়ম: Recipient pays fees এই বাটনটি সিলেক্ট করলে যিনি টাকা পাবেন তাঁর টাকা কাটবে। যিনি টাকা পাঠাবেন তাঁর কোনো টাকা কাটবে না।

দ্বিতীয় নিয়ম:Recipient receives full amount ( I pay fees) এই বাটনটি সিলেক্ট করলে যিনি টাকা পাঠাবেন তাঁর কোনো টাকা কাটবে না এবং যিনি টাকা পাবেন তাঁরও কোনো টাকা কাটবে না।

আসুন নিচের ভিডিও দেখে বিষয়টি পরিষ্কারভাবে জানার চেষ্টা করি!!!

এইখানে ক্লিক করে ভিডিও টি দেখুন

আরো বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুণ:

www.earnmoneyonline24bd.com

www.earnmoneyonline58.blogspot.com

যোগাযোগ

০১৭১৬-৩৮৬৯৫৮

By Md Nazrul Islam

পেশায় আমি একজন প্রভাষক (ইংরেজি বিভাগ)। আর অবসর সময়ে অনলাইনে ইনকাম করি। বর্তমানে অনলাইনে পুরা সময় কাটাচ্ছি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ