Outsourcing Training সম্পর্কিত কিছু কথা, জানলে হয়তো আপনার ভালো হতেও পারে।

ছোটবেলা একটা প্রবাদ পড়েছিলাম। “ন্যাড়া নাকি বেলতলায় একবারই যায়”। সময় পাল্টেছে, প্রবাদেও পরিবর্তন এসেছে। “ন্যাড়া এখন একবার বেলতলায় যায়, এরপর উঁকি মারে, আবার বেলতলায় যায়, আবার উঁকি মারে…..এইভাবে ন্যাড়া বেলতলা’র মায়া আর ছাড়তে পারে না।

আমাদের দেশে Outsourcing এ এন্ট্রি নেয়া কিছু নবীনদের অবস্থাও হয়েছে সেই ন্যাড়ার মতই। এরা একবার অমুক ট্রেনিং সেন্টারে গিয়ে কিছু টাকা-পয়সা নস্ট করে কিছুই শিখতে পারে না, এরপর আবার অন্য ট্রেনিং সেন্টারে যায়। অনলাইনে অমুক গুরুর তাবিজ কিনে আবার তমুক গুরুর তাবিজ কিনে। দেখে মনে হয় যেন টিউটোরিয়াল আর তাবিজ কেনার রেস শুরু করে দিয়েছে। কিন্তু, দিনের শেষে ফলাফল “শুণ্য”!

আমি যদি আউটসোর্সিং ট্রেনিং এর একটা বিজ্ঞাপন দেয় এবং বলি এক কোর্সেই সব শিখুন। আমি যদি সবাইকে SEO, Web Development, Advanced Link Building, Affiliate Marketing এবং Social Media Marketing শিখানোর প্রতিশ্রুতি দিয়ে যদি বলি এই কোর্স করার পর আপনি কমপক্ষে ১৫০০-২০০০ ডলার ইনকাম করতে পারবেন। অনেকে কোর্স করার আগ্রহও দেখবেন। কেউ কেউ তো বিকাশ নাম্বারও চেয়ে বসবেন ম্যাসেজে এডভান্স বুকিং দিতে।

কিন্তু,
আমার ধারণা একবারও কেউ কোর্স এর মান আর ইনকামের নিশ্চয়তা নিয়ে একটা প্রশ্নও করবেন না। কেউ আমাকে জিজ্ঞেসও করবেন না একই সাথে আমি কিভাবে SEO, Web Development, Advanced Link Building, Affiliate Marketing এবং Social Media Marketing এর মত বিষয় গুলোতে এত্ত বড় এক্সপার্ট হয়ে গেলাম যে এখন আপনাদের কে ট্রেইন্ড করতে চাচ্ছি। কেউ আমাকে একবারের জন্যেও জিজ্ঞেস করবেন না কোর্স শেষে ইনকামের গ্যারান্টি আমি দিচ্ছি কিনা? একবারও ভেরিফাই করার চেস্টাও করবেন না এ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সোশ্যাল মারেক্টিং এ আমার আইডিয়া আছে কিনা? আপনি কি ভেবেছেন আমি আপনাকে নিশ্চয়তা দিলাম তার মানে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন? এমনটাও তো হতে পারে, আমি সবার টাকা গুলো নিয়ে পিছটান দিতে পারি। কি করতে পারবেন আপনি??? আমি কোথাও গ্যারান্টি পেপারে সাইন দিয়ে টাকা নিবো???

বাজার থেকে ২০ টাকায় এক কেজি আলু কিনলেও তো টিপে-টুপে দেখেন সেগুলো পচা বা নস্ট কিনা। কিন্তু, ২০-৩০ হাজার টাকার পেইড টিউটোরিয়াল আর ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে কেন একটু টিপে-টুপে দেখেন না, সেটাতে আপনি আসলেই কিছু শিখতে পারবেন কিনা??? আপনি যদি নতুন হন এই প্রফেশনে, তাহলে এই টাকাটা আপনার ফ্যামিলি’র নিকট থেকেই নিতে হবে। সুতরাং, যে কোন পেইড টিউটোরিয়াল কিংবা কোর্স করার আগে অন্তত একবার হলেও এই প্রফেশনে থাকা সিনিয়রদের সাথে পরামর্শ করে নিতে পারেন, যদি আপনি নিজে থেকে সিদ্ধান্ত না নিতে পারেন।

টিউবার তৌফিক, লাজুক হাসান টাইপের লোক প্রতিনিয়ত আমাদেরকে ঠকিয়েই যাচ্ছে, আর আমরা প্রতিদিনই তাদের কে সুযোগ দিচ্ছি আমাদেরকে ঠকানোর জন্যে। নিজে থেকে যদি আপনি “বাঁশ” খেতে চান, তাহলে রুখবে কে???

অন্যরকম মানুষ থেকে আর্টিকেল টি সংগৃহিত কিছুটা পরিবর্তন করা হয়েছে সকলের সুবিধার জন্য।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ