পাঁচ বছরে Outsourcing আয় হবে 100 কোটি ডলার : Governor আপনি কি জানেন মাত্র ৩০ মিনিট প্রতিদিন অনলাইনে কাজ করে ও আপনি প্রতি মাসে ৩ লক্ষ+ টাকা উপার্জন করতে পারেন ?কথাটি শুধু অবিশ্বাস্যকরই নয় হাস্যকর ও বটে । কিন্তু বাস্তবেই তা সম্ভব । তবে একদিনেই নয় , বহু বছর সাধনা করার ও দরকার নেই । মাত্র এক সপ্তাহ কাজ করার পরথেকেই আপনি আপনার প্রতি মাসে ৩ লক্ষ+ টাকা উপার্জনের প্রমাণ আপনার হাতেই পাবেন । তা আসলেই সত্যি কোন গল্প নয় , সুন্দরভাবে স্বাচ্ছন্দে জীবন যাপন করার উপাখ্যান মাত্র ।
মনে হয় বিরক্ত হচ্ছেন ? একটু ধৈর্য্য ধরুন কারণ এর ফল মিঠে হয় । বলব । আসলেই বলব উপাখ্যানটা কি কিন্তু মনদিয়ে পড় হবে , কান দিয়ে শুনতে হবে এবং নির্দেশ মত কাজ করতে হবে । শ্রমের সাথে টাকা ইনভেষ্ট করতে হবে । কারণ No invest , No business .
মনে করনে , আমার দশটা Computer আছে এবং একটি Qubee Internet Connection , আমার Neobux , Onbux , Palmbux এবং VCbux এর দশটা কম্পিউটারের এর প্রতিটিতে প্রত্যেকটি PTC Site এর একটি করে Golden /Premium membership আছে । মেটি ৪০ টি Golden / Premium membership আছে ।
প্রত্যেকটি সাইটে আমার ২০০০ টি Referral আছে । এখুন হিসাব করেন তো প্রতিদিন , প্রতি সপ্তাহ এবং প্রতি মাসে আমার কত ডলার ইনকাম হতে পারে শুধুমাত্র PTC Site থেকে । হিসাব করতে হিমসিম খচ্ছেন অথবা আমার কথা শুনে আমাকে চাপাবাজ মনে হচ্ছে অথবা ভাবছেন আমি কি পাগল হয়ে যাচ্ছি ! Online Income Tunes
তা হতেই পারিনা কারণ আমি পাগল হয়ে গেলে আপনাদের ইনটারনেটের মাধ্যমে কিভাবে আয় করা যায় তার গোপন তথ্য কে ফাস করে দিবে ??? কারণ যখন সবাই অনলাইনে আয়ের উপর সেমিনার নিয়ে ব্যস্ত । আবার বাংলাদেশের এমন ও সুনামধন্য ইউনিভার্সিটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে যেখানে অনলাইনে আয়ের উপর টাকার বিনিময়ে অনলাইনে আয়ের উপর কোর্স করানো হয় ।
কিন্তু শুনে অবাক হবেন অধিকাংশ যারা কোর্স করান তারা নিজেরাই অনলাইনে আয় করতে পারে কিনা যথেষ্ট সন্দেহে আছে । যদি পারতেন তবে এই ধানবাজি ব্যবসা কেন ???এইবার আপনারাই হিসেব করেন আমি কি বলতে চেয়েছি হেডলাইনে । আমার হিসেবের চেয়ে আপনাদের হিসেব আশা করি অনেকগুন বেশী হবে ।
Comments (No)