OTG কি? Mobile OTG দিয়ে কি কি করা যায়?

এন্ড্রয়েড মোবাইলে OTG ক্যাবল (cable) ব্যবহার কোরে আপনারা মোবাইলেই pendrive, mouse, keyboard বা গেম খেলার জন্য game pad ব্যবহার করতে পারবেন। তাছাড়া, আজকাল অনেক ধরণের ছোট ছোট গ্যাজেট (gadget) বের হয়ে গেছে যেগুলি আপনারা OTG cable এর মাধ্যমে android মোবাইলে ব্যবহার করতে পারবেন।

OTG) কি? Mobile

Otg Service দিয়ে যা করবেনঃ

১)কার্ড রিডার ব্যবহার করতে পারবেন।

Powered by Ad.Plus

২)মাইক্রফোন ব্যবহার করতে পারবেন চমৎকার রেকর্ডিং করার জন্য।

৩)USB fan বা লাইট ব্যবহার করতে পারবেন।

৪) আলাদা ক্যামেরা যুক্ত করে ডিএসএলআর এর মত ছবি তুলতে পারবেন।

৫) কীবোর্ড ও মাউস যুক্ত করে লেখা লেখি করতে পারবেন।

৬)একটি ফোন দিয়ে আরেকটি ফোন চার্জ দিতে পারবেন।

৭)গেইমস খেলার অভ্যাস থাকলে গেইমস কন্ট্রলার যুক্ত করে মজা করে খেলতে পারবেন।

৮) পেনড্রাইভ বা পোর্টএবল হার্ড ড্রাইভ যুক্ত করে মোবাইলে দ্রুত ছবি ভিডিও অডিও কপি পেস্ট করতে পারবেন

৯) মোবাইলে থাকা যে কোনো ডকুমেন্ট আপনার নিজস্ব প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন।

Online Income Site

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ