Online কিভাবে Income বাড়ানো যায় তার গোপন রহস্য জানেন কী?

Online কিভাবে Income বাড়ানো যায় তার গোপন রহস্য জানেন কী?

 

পিটিসি সাইটে Income করতে যে সকল প্রয়োজনীয় বিষয় দরকার সেগুলো নিচে আলোচনা করার চেষ্টা করব।

পিটিসি (paid to click) সাইটগুলোতে ক্লিক করার মাধ্যমেই মূলত Income করা হয়। পৃথিবীতে প্রায় ১ হাজারেরও বেশি পিটিসি সাইট আছে যার অধিকাংশই ভূয়া এবং নতুন। অনেক সাইটই আছে যারা কিছুদিন রান করার পর উদাও হয়ে যায়। তাই পিটিসি সাইটগুলোতে কাজ আরম্ভ করার পূর্বে অবশ্যই এই সাইটগুলো সম্পর্কে ভালোভাবেই জানতে হবে। কেবলমাত্র ভালো ও লিগেল সাইটগুলোতে কাজ করতে হবে। অন্যথায় পস্তাতে হবে।

পিটিসি সাইটে যারা একেবারেই নতুন এবং Income করার ফর্মূলা বুঝতে সমস্যা নিচের এই লেখাটি একটু মনোযোগের সাথে পড়বেন।

নতুনদের জন্য পিটিসিতে যা যা করণীয়:

১. একটি কম্পিউটার ও একটি মডেম থাকতে হবে। মডেম না থাকলে মোবাইল দিয়ে ইন্টানেট কানেকশন করা যেতে পারে।
২. কাজ করার জন্য প্রতিদিন অন্তত ৩০/৪০ মিনিট সময় থাকতে হবে।
৩. যে সাইটগুলোতে কাজ করবেন সেগুলো অবশ্যই লিগেল, গ্রহণযোগ্য ও বিশ্বস্ত হতে হবে। এটি পিটিসি সাইটের অতি মূল্যবান কথা বা পিটিসি সাইটের মূলমন্ত্র।
৪. রাতারাতি বড়লোক হবার স্বপ্ন দেখা চলবে না। আস্তে আস্তে Income গতি বাড়বেই। এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই।
৫. যত তাড়াতাড়ি সম্ভব পিটিসির কাজ শিখতে হবে এবং পিটিসির নিয়ম-কানুন জানতে হবে।
৬. কাজ পুরাপুরি শিখে গেলে Income গতি কিছুটা বাড়ানোর স্বার্থে ছোট/মাঝারি ধরণের একটি ইনভেস্ট করতে পারেন। এতে আপনার মঙ্গলই হবে।
৭.  দৈর্য্যশীল ও আত্ববিশ্বাসী হওয়া চাই, নইলে হতাশ হয়ে পড়তে পারেন পিটিসির এই বিশাল Income জগতে।

নতুন-পুরাতনদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা

১. যারা অনেক দিন ধরে কাজ করছেন অথচ Income বাড়াতে পারছেন না, তাহলে ছোট/মাঝারি একটি ইনভেস্ট করুণ। এবং আপনার একাউন্ট আপগ্রেড কনুণ। একাউন্ট আপগ্রেড না করা পর্যন্ত Income বাড়ানো আসলেই কঠিন।
২. পিটিসি সাইটের Terms of services ভালোভাবে জানুন ও শিখুন।
৩. আপনি যে সাইটে কাজ করবেন সে সাইটের Terms of services ভালোভাবে জানুন। এবং মেনে চলুন।
৪. কাজ না শেখা পর্যন্ত কোনো ইনভেস্ট করবেন না। এবং কাজ না শেখা পর্যন্ত হাল ছাড়বেন না। মানে কাজ ছেড়ে দিবেন না।
৫. অন্তত ৬ মাস কাজ চালিয়ে যান। তারপর ভাল লাগলে করবেন নয়তো ছেড়ে দিবেন।
৬. একজন ভালো রেফারেল এর মাধ্যমে পিটিসিতে কাজ করবেন যাতে আপনি সব রকমের সহযোগীতা পান। গুগল সার্স করে আমি কিছু ইউটিউব এর টিউটোরিয়াল দেখলাম যেগুলোর রেফারেল তিনি নিজেও নতুন এবং Income পরিমাণও সামান্য। এত সামান্য Income করে তিনি রেফারেল পাবার আশায় টিউটোরিয়াল করতে শুরু করে দিয়েছেন যা আমাকে একেবারেই অবাক করেছে। আপনিও এই টিউটোরিয়ালগুলো দেখলে আমার কথার সত্যতা যাচাই করতে পারবেন। আপনি এ রকম রেফারেল থেকে অবশ্যই দূরে থাকবেন। ভালো রেফারেল আপনার কাজের গতিকে মনিটরিং করবেন যাতে আপনার শ্রম ও কষ্ট বিফলে না যায়।
৭. আপনার কম্পিউটার ও মডেম অন্যকে ব্যবহার করতে দিবেন না এবং একই পিসি থেকে একাধিক একাউন্ট খুলবেন না। এ রকম করলে আপনার একাউন্ট সাসপেন্ড হয়ে যাবে।

৮. এছাড়াও মোবাইল দিয়ে অনেক পিটিসি সাইটে কাজ করা যায়। যেগুলোর মধ্যে আছে-

01. Innocurrent

02. Trafficmonsoon

03. Clixten

04. Clixsense

05. Hqbux

06. Useclix

07. Adfiver

08. Aecrimbux

09. MyPayingAds

10. Ulmons

11. Familyclix

 

যারা এখনো একাউন্ট করেননি, উপরের নামগুলোতে কেবলমাত্র ক্লিক করবেন। আর ফরম পূরণ করে একাউন্ট খুলবেন। না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করবেন।

পিটিসিতে ভালো আয় করতে চাইলে আপনি নিচের সাইটগুলোতে কাজ করবেন।

01. Innocurrent

02. Trafficmonsoon

03. Useclix

04. Adfiver

05. Aecrimbux

06. MyPayingAds

07. Neobux

আমার নিজের পছন্দ এমন কয়েকটি পিটিসি সাইটের নাম আপনাদের জন্য মনোনীত করে দিলাম যেগুলোতে কাজ করলে অল্প সময়ে আয়ের মুখ দেখতে পারবেন।

 আমি এখানে ভালো ও লিগেল এমনকি দীর্ঘদিন যাবত পেমেন্ট দিয়ে আসছে এ রকম সাইটেরই একটি গুরুত্বপূর্ণ তালিকা আপনাদের সামনে তুলে ধরছি যেগুলোতে আপনি নির্দিধায় কাজ করতে পারেন। যেগুলোতে আমি নিজেও কাজ করছি।

www.neobux.com

www.clixsense.com

www.useclix.com

www.innocurrent.com

www.trafficmonsoon.com

www.familyclix.com

www.mypayingads.com

www.hqbux.com

www.clixten.info

aecrimbux.com

www.adfiver.com

 

 

 

Comments (2)

  1. Md Nazrul Islam Dulu Dec 13, 2015
  2. Riyad Earner BD Dec 13, 2015

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ