অনলাইন থেকে আয় করতে চান? যদি আপনার উত্তর হয় হ্যা। তাহলে এই পোস্ট টি আপনাকে সাহাজ্য করবে মোবাইল দিয়ে ঘরে বশে প্রতিমাশে ১০-২০ হাজার টাকা আয় করতে। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ অনলাইন এর মাধ্যমে প্রতি মাশে লক্ষশতাধিক আয় করছে।সঠিক পথ বেচে অনলাইন হতে পারে আপনার সারাজিবনের রোজগারের পথ। আজ আমরা কথা বলবো ব্লগিং করে কিভাবে ব্লগার হিসেবে নিজের ক্যারিয়ার গড়বেন এই বিষয় নিয়ে ।
ব্লগিং নামটি জারা প্রথম শুনছেন তাদের হয়তো অবাক লাগতে পারে । ভাবতে পারেন ব্লগিং আবার কি ? খায় না মাথায় দেই? আপনাদের মাথায় নানা ধরনের প্রশ্ন আশতে পারে। যেমন, আমি কি সফল হতে পারবো? আমার দারা কি সম্ভব? আর জদিও সম্ভব হয় তাহলে কিভাবে সুরু করবো? জাদের মাথায় এই ধরনের প্রশ্ন ঘোরাফেরা করছে তারা সফল হতে পারবেন কারন আপনার জানার আগ্রহ আছে। আপনি পারবেন এই প্রশ্ন গুলোর সঠিক জবাব বের করতে । তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সুরু করি আজকের আলোচনা। জারা একটু অলস তারা স্থির হয়ে বসুন আপনার জীবন পালটে জেতে পারে।
প্রথমেই ব্লগিংং কি সেটা জেনে নেওয়া জাক। ব্লগিং আসলে নিজস্ব ওয়েব পেজ বাই সাইট এর মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট এর মাধ্যমে নিজের মেধা কে অন্যের সামনে প্রকাশ করা । ব্লগিং করে অনেকেই এখন সফল। আপনিও চাইলে ব্লগিং সুরু করতে পারবেন।
কিভাবে ব্লগিং সুরু করবোঃ
ব্লগিং সুরু করতে হলে সব থেকে বেশি দরকার মনবল। নিজের মনের ভিতর যদি শক্তি না থাকে তাহলে আপনি কোন প্লাটফর্মএ টিকে থাকতে পারবেন না। সুতরাং ব্লগিং সুরুতে নিজেকে মনবল দিয়ে শক্তিশালী করে তুলুন। ব্লগিং করার জন্য সাধারন একটি মোবাইল ফোন যথেস্ট। আপনার হাতের কাছে যদি একটি মোবাইল ফোন থাকে তাহলে আপনি সেটি দিয়েই শুরু করতে পারবেন। ব্লগিং সুরুতে আপনাকে যে স্টেপ গুলো পার করতে হবে তা নিচে দেওয়া হল।
- ব্লগ তৈরির প্লাটফর্ম বেচে নেওয়া
- নিশ বাচাই করা
- নিয়মিত কন্টেন্ট আপলোড
- ভিজিটর আনা
- টাকা আয় এর জন্য পদক্ষেপ গ্রহন
ব্লগ তৈরির প্লাটফর্ম
ব্লগিং এর জন্য সর্বপ্রথম আপনাকে একটি ব্লগ ওয়েব পেজ তৈরি করতে হবে। আপনি চাইলে ব্লগার দিয়ে ফ্রিতেই সুরু করতে পারেন। কিন্তু কথায় আছে জত গুড় তত মিস্টি। আপনি ফ্রিতে যে ধরনের সুবিধা পাবেন সেটি দিয়ে খুব তাড়াতাড়ি এগোতে পারবেন না। তাই আমি বলবো একটি হোস্টিং এবং ডোমেইন কিনে ফেলুন। এবং Wordpess এর মাধ্যমে সুন্দর একটি ওয়েবসাইট ডিজাইন করে নিন। নিজে না পারলে কারোর থেকে করে নিতে পারেন। এ ক্ষেত্রে আপনি চাইলে আমার থেকেও বানাতে পারবেন। অথবা ফ্রিল্যান্সিং২৪ এর সাথেই থাকুন। আপনি কিভাবে একটি ওয়েবসাইট খুব সহজেই তৈরি করবেন এই বিসয়ে আমরা আলোচনা করবো। ব্লগ তৈরি এর প্লাটফর্ম হিসেবে আপনি ফ্রিতে blogger এর মাধ্যমে একটি ব্লগ তৈরি করে নিতে পারেন। জারা একদম নতুন তারা blogger এর মাধ্যমে কাজ সুরু করে দিতে পারেন।কিভাবে blogger এর মাধ্যমে একটি কম্পলিট ওয়েবসাইট বানাবেন এটি নিয়ে খুব তাড়াতাড়ি পোস্ট পাবেন।
নিশ বাচাইঃ
কোন বিষয়ে ব্লগিং করবেন এটি বাচায় করা নতুন দের জন্য অনেক কষ্ট সাধ্য । অনলাইন প্রায় সব ধরনের নিশ নিয়ে হাজারো ব্লগ রয়েছে তার মধ্যে আপনি নতুন হিসেবে কতটা সফল হতে পারবেন সেটি সম্পুর্ন আপনার কন্টেন্ট এবং কাজের উপর নির্ভর করবে। তারপরও নিশ বাচাই করা টা অনেক জরুরি। অনেকেই আছে একটি ব্লগের মাধ্যমে হাজারো রকম ক্যাটেগরি এর পোস্ট আপ্লোড করে।এটি অনেক বড় ভুল। আপনি যেকোন একটি ক্যাটেগরি এর পোস্ট করলে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন।। এবং আপনার ব্লগ খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করবে। তাই অবস্যই ব্লগিং এর সুরুতে আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে ব্লগিং করতে চান সেটি বাচায় করে নিবেন।।
কন্টেন্ট আপলোড বা পোস্ট লেখা
আপনি সুন্দর একটি ব্লগ তৈরি করলেন। ১০ থেকে ২০ হাজার টাকা দিয়ে ব্লগটির seo করলেন। বিভিন্ন জায়গায় আপনার ব্লগের বিজ্ঞাপন দিলেন প্রচার করলেন। কিন্তু আপনার ব্লগ এর মধ্যে কোন কন্টেন্ট নেই তাহলে আপনি কখন সফল হতে পারবেন না। কিন্তু আপনি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করলেন। এবং নিয়মিত কন্টন্ট গুলো বিভিন্য সোসাল মিডিয়াতে সেয়ার করছেন তাহলে দেখবেন আপনি খুব সহজেই সফলতা পাবেন। আপনার ব্লগ জনপ্রিয়তা লাভ করবে খুব সহজেই। সুতরাং ব্লগিংয়ের এর ক্ষেত্রে নিয়মিত পোস্ট করা নিত্য নতুন কন্টেন্ট আপলোড করা অনেক জরুরি।
ভিজিটর আনা বা SEO করা।
ব্লগে ভিজিটর আনার জন্য seo অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। SEO কিভাবে করবেন এ বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো।এছাড়া ব্লগে ভিজিটর আনার জন্য আপনি সোসাল মিডিয়া মারকেটিং করবেন তাহলে দেখবে লহুব সহজেই আপনার ব্লগে ভিজিটর আসবে।
টাকা আয় জন্য পদক্ষেপ গ্রহন
অনেকেই হয় তো মনে মনে রাগ করছেন যে কিভাবে টাকা আয় করবো সেটা না বলে বক বক করছি। ভাই সব কিছু হবে আছতে আছতে। আপনি যদি হামাগুড়ি দিতে শিখেই হাটতে জান তাহলে তো আছাড় খাবেন। তায় বলি জত ধিরে ধিরে এগিয়ে জাবেন তত তাড়াতাড়ি সফলতা পাবেন। যদি গাছে উঠা শিখেই মগডালে উঠার চেস্টা করেন তাহলে দম করে নিচে পড়বেন। জারা টাকা আয় এর জন্য ব্লগিং সুরু করবে তারা সুরুতেই বাড়ি ফিরে জাবেন। কিন্তু আপনি যদি ব্লগিং করেন মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। প্রথমত আপনাকে আপনার ব্লগটাকে সুন্দর ভাবে গুছিয়ে নিবেন তার পর টাকা আয় এর কথা ভাব্বেন তাহলে সফলতা সময় এর অপেক্ষা মাত্র। জায় হোক উপরের বিষয় গুলো ভালো ভাবে গুছিয়ে নিতে পারলে আপনার টাকা ইনকামের পালা সুরু হবে। অনেকেই হয়তো এখনো বুঝতে পারেন কিভাবে টাকা আয় হবে। টাকা আয় করার জন্য আপনার ব্লগে বিজ্ঞাপন দেখাতে হবে। আপনি যদি ভালো মানের ব্লগ তৈরি করতে পারেন এবং আপনার ব্লগে যদি ভালো মানের ভিজিটর আসে প্রতিনিয়ত তাহলেই আপনি বিজ্ঞাপন দেখানোর জন্য কাজ সুরু করতে পারেন। বিজ্ঞাপন দেখানোর জন্য আপনি কয়েকটি Adnetwork বেচে নিতে পারেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় হল Google Adsense । আপনার ব্লগে গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আপনি ভালো পরিমানের অর্থউপার্জন করতে পারবেন কিন্তু। এই গুগল অ্যাডসেন্স পেতে হলে আপনাকে উপর বিষয় গুলোর প্রতি প্রথমে বেশি নজর দিতে হবে। আপনার যদি মুল লখ্য থাকে গুগল অ্যাডসেন্স পাওয়া তাহলে আপনি কোনদিন টাকা আয় করতে পারবেন না। মনে রাখবেন এই ধরনের বিজ্ঞাপন মিডিয়া গুলো আপনাকে বিজ্ঞাপন দেওয়ার জন্য বসে আছে।। আপনি যদি ভালো মানের ব্লগ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলেই আপনি সফলতা পাবেন।
ব্লগিং সুরুর কিছু টিপস
- কপি পোস্ট ভুলেও করবেন না
- সব সময় ইউনিক পোস্ট করার চেস্টা করবেন
- স্পামিং করে ভিজিটর আনবেন না
- নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন
- ভালো কিছু সেয়ার করার চেস্টা করবেন
- টাকার লোভ করবেন না
- SEO করবেন
- সোশ্যালমিডিয়াতে শেয়ার করবেন।
পোস্ট টি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন। আপনাদের শেয়ার এর মাধ্যমে আমি নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায়।
Comments (No)