অনলাইন
সুপ্রিয় ফ্রিল্যান্সার বন্ধুরা,
এস ই ও নিয়ে ৭ টি পোস্ট দেয়ার পর আবারো এসেছি Online আয় নিয়ে। আমি অনেকগুলো সাইট এ কাজ করার পদ্ধতি আপনাদের দেখিয়েছি। আমি প্রায়ই বলি যে, নেট এ অনেক গুলো স্ক্যাম সাইট আছে, যেগুলো অ্যাকাউন্ট এ ব্যাল্যান্স দেখায় কিন্তু সত্যিকার অর্থে টাকা প্রদান করে না। আবার অনেকগুলো সাইট এ মিনিমাম পেআউট অনেক বেশী হওয়ার কারনে অনেকেই কয়েকদিন কাজ করে বিরক্ত হয়ে ছেড়ে দেয়। কারন, টাকা পাওয়ার নিশ্চয়তা না থাকলে কাজ করার আগ্রহ থাকে না। তাই, আমি অনেকগুলো সাইট এ কাজ করে মিনিমাম পেআউট টাচ করে তার পর আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন টাকা পাই, তখন বুঝতে পারি যে, সাইটটি টাকা দেয়।
আমার পূর্বে একটি পোস্ট ছিল প্রতিমাসে ১২০০ টাকা আয় সংক্রান্ত। এই সাইটটি থেকে আমি টানা ৫ মাস ১২০০ টাকা করে আয় করেছি। কিন্তু, গত এপ্রিল মাস (২০১৫) থেকে এই সাইটটি আমাকে আর টাকা দিচ্ছিলনা। পেমেন্টটি আটকে দিয়েছিলো। তারপর এই মাসে আমার রেফারেল এ একটি শেয়ার বিক্রয় হওয়ার পর আমাকে পেমেন্ট করেছে। তার মানে এই না যে আপনারাও পেমেন্ট পাবেন না।
আপনারা খেয়াল করলে একটি বিষয় দেখবেন যে, আমি এমন সব সাইট শেয়ার করি, যেগুলোতে বিনিয়োগ করা লাগে না। আপনার কষ্ট-উপার্জিত অর্থ যাতে নষ্ট না হয়, সেজন্যই আমার এই প্রয়াস। আমি Online যত সাইটে আমি কাজ করেছি, সবচেয়ে সহজে বেশী টাকা আয় করেছি আমি এই সাইট থেকে। এই কোম্পানির আরও কয়েকটি সাইট আছে। যেগুলো এখনও আমাকে টাকা দিচ্ছে। তবে এগুলোও যেকোনো সময় বন্ধ করে দেবে না, এরকম গ্যারান্টি আমি দিতে পারছি না। যেহেতু আপনার ইনভেস্ট নেই, তাই অপ্রয়োজনীয় সময় কাজে লাগিয়ে চেষ্টা করে দেখতে পারেন।
সাইট ১
সাইট ২
সাইট ৩
কাজ করার নিয়ম-কানুন আমার আগের পোস্টটিতে দেয়া আছে। তিনটিতেই কাজ করার পদ্ধতি একই। আপনি যদি ৩ টি সাইটেই প্রতিমাসে মিনিমাম-মেক্সিমাম পেআউট টাচ করতে পারেন, তাহলে আপনার প্রতিমাসে আয় দাঁড়াবে (১২০০ X ৩) = ৩৬০০ টাকা। কোন বিনিয়োগ ছাড়া , অবসর সময়কে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে খারাপ আয় নয় কিন্তু। এই কাজগুলোকে আপনারা মূল পেশা হিসেবে নেবেন না। এগুলো করবেন অবসর সময়ে। এই কোম্পানিটির আরও একটি সাইট আছে।
সাইট ৪
এই সাইটটির কথা আলাদাভাবে বলার কারন হোল এটিতে কাজ করার পদ্ধতি আলাদা। আপনারা যারা মাইক্রো জবস করতে পারেন, তারা এই সাইটটিতে সহজেই আয় করতে পারবেন। অ্যাকাউন্ট সাইন আপ করা, গুগোল এ সার্চ করা, আর্টিকেল লেখা, Facebook লাইক করা, ডিজাইন করা, ফোরাম পোস্ট করা ইত্যাদি অনেক কাজ আছে এখানে। সাইটটি খুব ইউজার ফ্রেন্ডলি। দেখলেই বুঝতে পারবেন।
বাম পাশের মেন্যু থেকে Job Offers এ ক্লিক করলেই বুঝতে পারবেন। জারা আগের সাইটগুলোতে এবং Micro Wrokers এ কাজ করেছেন, তাদের জন্য এই সাইটে কাজ করা কোন ব্যাপারই না। মাইক্রোওয়ার্কার্স এ সবসময় কাজ থাকে না। তাই, এখানে সময় দিতে পারেন।
উপরের ৪ টি সাইটে মনোযোগ দিয়ে কাজ করলে প্রতিমাসে ৫০০০ টাকা Online আয় করা কোন ব্যাপারই না। শুধু আপনাকে আত্মবিশ্বাস রেখে নিয়মিত কাজ করে যেতে হবে। ধৈর্য এর বিকল্প নেই। আর বাংলাদেশে যেহেতু পেপাল নেই, টাকা তুলবেন পারফেক্টমানি দিয়ে। পারফেক্ট মানি অ্যাকাউন্ট খুলে নিন এখান থেকে। সাইট থেকে ডলার এসে পারফেক্ট মানিতে ডলার জমা হয়ে গেলেই আপনি নিশ্চিন্ত। নগদ টাকা / বিকাশে সহজেই ডলার বিক্রয় করে দিতে পারবেন।
বাংলাদেশে অনেকগুলো ডলার কেনা বেচার গ্রুপ আছে। সেগুলোতে পোস্ট দিয়ে সরাসরি দেখা করে ডলার বিক্রয় করলেই ভালো। Online পরিচয় বা ফোনে কথা বলে কাওকে বিশ্বাস করা যায়না। তারপরও বিক্রয় করতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার জাতীয় পরিচয়পত্র ও ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিলে অ্যাকাউন্ট নিরাপদ থাকবে এবং মাত্র ০.৫০% ট্রানজেকশন চার্জ কাটবে। আর ভেরিফাই না থাকলে ২% চার্জ কাটবে।
কারো যদি পেপাল অ্যাকাউন্ট থাকে, তাহলে তার জন্য আরেকটি নতুন সাইট। না থাকলে আর কষ্ট করে পোস্ট নিচের দিকে না পড়লেও চলবে। Online Income Site
সাইট ৫
এটি একটি Online চ্যাট সাইট। অন্যোন্য সাইট এ কাজ করতে করতে যখন বিরক্ত লাগবে, তখন এই সাইটে এসে চ্যাট করবেন। বিদেশিদের পাশাপাশি এখন প্রচুর বাংলাদেশীও এখানে আছে। এখানে চ্যাট এর জন্য আলাদা আলাদা ঘর আছে। এই ঘরগুলোকে Village বলে। এই ভিলেজ গুলোতে ঢুকেই আপনাকে চ্যাট করতে হবে। প্রত্যেকটি ভিলেজ এর পাশে লেখা থাকে যে আপনি প্রতিটি টেক্সট এর জন্য কত পয়েন্ট পাবেন। এটি 0.01 থেকে 0.30 পয়েন্ট পর্যন্ত হয়। 0.30 সেন্ট এর রুম এ আপনি ৪০ লাইন টেক্সট লিখলেই 10 পয়েন্ট থেকে বেশী হবে।
তখনি পেপাল এ 0.10$ তুলে নিতে পারবেন। টাকা দিতে সময় লাগে না। ক্লিক করলেই সাথে সাথে পেপাল এ ব্যালেন্স চলে আসে। তবে হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট খুলেই চ্যাট শুরু করে দিতে পারবেন না। ভিলেজগুলোতে আপনি জয়েন এর রিকুয়েস্ট পাঠাতে হবে। রুম এ এডমিন রিকুয়েস্ট একসেপ্ট করলেই শুধ
Comments (No)