Meta Tag কি এবং Blog এর জন্য কিভাবে কাজ করে

meta tag কি এবং ব্লগের জন্য কিভাবে কাজ করে। blogger গুগলের সার্ভিস তাই গুগল নিজের থেকেই আমাদের সাইট এসসিও ফ্রেন্ডলি করে রাখে।

Meta Tag কি এবং Blog জন্য কিভাবে কাজ করে
Technology Concept: KEYWORDS

আর wordpress এ এমন অনেক প্লাগিন রয়ছে যেগুলো Install করে আপনার ওয়েবসাইট সহজেই এসসিও করতে পারেন যেমন Yoast seo অনেক WordPress ব্যবহারকারি এই plugins পছন্দ করেন।

Contents [hide]

1 Meta Tag কি এবং কিভাবে কাজ করে
1.1 Meta Tag এ কি কি থাকে
1.2 গুগলের নজরে Meta Tag কেমন দেখতে
1.3 কোন ব্লগের Meta Tag কোড কিভাবে দেখবেন
1.3.0.1 কিছু কথা
Meta Tag কি এবং কিভাবে কাজ করে
ব্লগের অনেকটা এসসিও করা থাকলেও কিছু কিছু সেটিং আমাদের নিজেদের করে নিতে হয় যেমন গুগলে সাইট সাবমিট করা, সাইট্ম্যাপ তৈরি এবং Meta Tag generator

Meta Tag এমন এক HTML কোড যে ব্লগের বিষয়ে search enigne কে সমস্ত তথ্য দিয়ে থাকে। ব্লগের কোন পোস্ট পড়ার সময় এই কোড আমরা দেখতে পায় না।

কিন্তু এই Meta Tag কোডের সাহায্যেই google robots আমাদের সার্চ রেজাল্ট দেখায় নিচের মতন করে।

Meta Content : আপনি যেই বিষয় গুগলে সার্চ করবেন meta content তার উত্তর Bold কোরে অথবা কালার করে দেখায়।

নোট : এখানে আটিকেল ডিস্কিপশন থাকবে এমটা কিন্তু না এই রেজাল্ট গুগলে নিজের মতন করে দেখায়।

Sitelink : এখানে সাইটের URL আর আটিকেলের টাইটেল দেওয়া থাকে।

“”</p

Meta Tag এ কি কি থাকে
আমরা Search Engine কে আমাদের ব্লগের যেসকল তথ্য দেখাতে চায় শুধু সেইগুলো থাকে যেমন ;

Title Tag
Description
Keywords Tag
Robots Tag
Language
Author Name

  1. Title Tag :

এখানে ব্লগের নাম এবং বিষয় দেওয়া থাকে যেমন আমি দিয়েছি ।

  1. Description :

এখানে ১২৫-১৫০ শব্দের মধ্যে ছোট করে ব্লগের বিষয় বলা হয়ে থাকে।

  1. Keywords Tag :

ব্লগে কোন কোন বিষয় নিয়ে পোস্ট করা হয় সেটা এখানে দেওয়া থাকে যেমন আপনার রেসিপি ব্লগ হলে Lunch, Dinner, Breakfast ইত্যাদি দিতে পারেন।

  1. Robots Tag :

আমরা ব্লগের কোন কোন বিষয় দেখাতে চায় এটা Search Engine কে বোঝানোর জন্য Robots tag ব্যবহার করতে হয়।

  1. Language :

কোন ভাষায় আমাদের ব্লগের কন্টেন্স লেখা হয় সেটা বোঝাতে এই ট্যাগ ব্যবহার হয়।

  1. Author Name :

এখানে ব্লগের এডমিনের নাম দেওয়া হয়।

Blogger এ Meta tag কিভাবে যুক্ত কর্বেন
Blogger \ WordPress এর পোস্টে Table Of Content কিভাবে যুক্ত করে

গুগলের নজরে Meta Tag কেমন দেখতে
আমরা যদি কোন নামি ব্লগের নাম গুগলে সার্চ করি তবে গুগল সেই ব্লগের নাম এবং ব্লগের পোস্ট গুলো Category রুপে আমাদের সামনে তুলে ধরে নিচের মতন ।

Meta Tag কি
কোন ব্লগের Meta Tag কোড কিভাবে দেখবেন
আপনি যদি PC ব্যবহার করেন তবে যেই ব্লগের Meta Tag কোড দেখতে চাইলে সেই ব্লগ সাইটে গিয়ে Ctrl + U ক্লক করবেন অথবা মাউসের ডানদিকের বটন চিপে View page source করবেন। Online Income Site

আর আপনি যদি মোবাইল ব্যবহার করেন তবে সেই সাইটের URL এর আগে view-source:sitelink দেবেন।

Meta Tag html code
Meta Tag html
কিছু কথা
আজ আমরা জানলাম Meta Tag কি এবং ব্লগের জন্য কিভাবে কাজ করে। ব্লগের Seo এর জন্য Meta Tag খুব জরুরি তাই আপনার ব্লগে যদি না থাকে আজি যুক্ত কড়েনিন। এর জন্য আমাদের SEO বিষয় আটিকেল গুলো দেখতে পারেন ।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ