Meta Tag কি? META TAG কিভাবে ব্লগার এ যোগ করবেন?

আমরা অনেক সাইটে বিভিন্ন কারনে মেটা ট্যাগ ব্যবহার করে থাকি।বিশেষ করে SEO জন্য Meta Tag অনেক বড় ভূমিকা পালন করে।
মেটা ট্যাগ এমন ধরনের ট্যাগ যা যোগ করে সার্চ ইজ্ঞিন থেকে ব্লগে প্রচুর ভিজিটর আনতে পারা যায় ।
যেমনঃ গুগল,ইয়াহু,বিং,আস্ক ইত্যাদি।

Meta  Tag এর প্রয়োজনীয়তা:

আমরা সকল ব্লগার দের একটাই চাওয়া বেশি বেশি ভিসিটর, কারন বেশি ভিসিটর মানে বেশি বেশি আয়। আমরা সকলেই চাই সার্চ ইঞ্জিন থেকে ভিসিটর আসুক যেমন গুগল।
আপনার সাইট কি সম্পর্কে এটা গুগলকে না জানালে গুগল কিভাবে আপনার সাইটে ভিসিটর পাঠাবে? meta tag এর সাহায্যে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইট সম্পর্কে অবগত হবে, তাই যখন কোন ভিসিটর কিছু সার্চ করে।
আপনার সাইটে যদি এই বিষয়ে লিখা থাকে, তাহলে সার্চ ইঞ্জিন ওই ভিসিটর কে আপনার সাইটে পাঠিয়ে দিবে।

আশা করি meta tag এর প্রয়োজনীয়তা বুঝাতে পেরেছি।

কিভাবে ব্লগার এ META TAG যোগ করবেন?

মেটা ট্যাগ কি? প্রয়োজনীয়তা বুঝেছেন এখন যোগ করার পালা। নিচের দাপ গুলা দেখে যোগ করে ফেলুন :

প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগিন করুন।
তারপর চলে যান blogger dashboard>>template>>edit template
কোন কিছু পরিবর্তন করার পূর্বে টেমপ্লেট ডাউনলোড করে রাখুন।
বর্তমানে সব template এ মেটা ট্যাগ এর কোড দেয়া থাকে। দেখুন আপনার টেমপ্লেটে নিচের কোড আছে কিনা।

Meta Tag কি? META TAG কিভাবে ব্লগার এ যোগ করবেন? 2

যদি থাকে ভাল। না থাকলে নিচের কোড কপি করে <head> এই কোড এর নিচে পেস্ট করে দিন

<b:if cond=’data:blog.url == data:blog.homepageUrl’>
<META NAME=”Description” CONTENT=”আপনার ব্লগারের বিবরন দিন” />
</b:if>
<META NAME=”Keywords” CONTENT=” আপনার কি ওয়ার্ড গুলা কমা দিয়ে লিখুন” />
<META NAME=”Author” CONTENT=”আপনার  নাম ” />
<META NAME=”Robots” CONTENT=”All” />

 আপনার ব্লগার বিবরন দিন = এখানে আপনার ব্লগ কি সম্পর্কে তা আলোচনা করুন, তবে খেয়াল রাখবেন ১৫০ ওয়ার্ড এর বেশি যেন না হয়। সুবিদার জন্য আমার ব্লগের বিবরন দেখুন

অনলাইনে আয়, ফ্রীলান্সিং, ব্লগিং, ডাউনলোড সম্পর্কে ব্লগ

আপনার কি ওয়ার্ড গুলা কমা দিয়ে লিখুন  = এখানে আপনার ব্লগের কি ওয়ার্ড বসাতে হবে।কি ওয়ার্ড বলতে আপনার ব্লগ কি সম্পর্কে তা সংক্ষেপে কি ওয়ার্ড আকারে লিখতে হবে। ব্লগের জন্য কি ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বিভিন্ন কি ওয়ার্ড রি সার্চ টুল ব্যাবহার করতে পারেন। সুবিদার জন্য আমার কি ওয়ার্ড দেখতে পারেন।

ব্লগার টিপস, ব্লগস্পট, ফেসবুক টিপস, ব্লগিং, অনালাইনে আয়, ডাউনলোডপ্রত্যেকটা কি ওয়ার্ড এর মাঝে কমা দিয়ে আলাদা করে দিন। বেশি কি ওয়ার্ড ব্যাবহার করবেন না।
ব্যাস এবার  save template এ ক্লিক করুন। আপনার কাজ শেষ।
করতে গিয়ে কোন সমসসা হলে কমেন্টে জানাবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ