সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে ভিজিটর পাওয়ার জন্য অন পেজ SEO গুরুত্বপূর্ণ। Meta Tag হচ্ছে অনপেজ SEO একটি বড় অংশ। আপনার সাইটে যদি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই Meta Tag ব্যবহার করতে হবে। মেটা ট্যাগ ব্যবহার করলে আপনার ব্লগ বা সাইট টি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে।
Meta Tag ব্যবহার করার জন্য সবচেয়ে ভালো Meta Description & Meta Keyword এর থেকে ভালো HTML ট্যাগ নেই। এই দুটি ট্যাগ সার্চ ইঞ্জিনকে আপনার সাইট বা বিভিন্ন বিষয়বস্তু কে বুঝিয়ে দেয়। এগুলো আপনার ব্লগ বা সাইট এ ইন্ডেক্স করতে সাহায্য করে থাকে। ব্লগের টিউনে যদিও মেটা ট্যাগ দেখা যায় তারপরও এটা সার্চ ইঞ্জিন অনেক গুরত্ব বহন করে।
Meta Description : আপনার সাইট বা ব্লগ এর জন্য সর্বোচ্চ ১৬০ শব্দের মধ্যে আপনি এই Tag ব্যবহার করতে পারবেন। খুব কম বা এর বেশি ব্যবহার করা উচিত না।
Meta Keyword : এই Tag এর মাধ্যমে আপনার ওয়েবসাইট / ব্লগে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আসে। অনেক সাইটের ব্লগার অনেক বেশি Keyword ব্যবহার করে থাকে,অতিরিক্ত Keyword ব্যবহারের কারণে আপনার ব্লগ বা সাইট সার্চ ইঞ্জিন থেকে পিছনে ফেলে দেয়। সুতরাং আপনাকে ব্লগ সাইটের জন্য খুব ভালো কি-ওয়ার্ড ব্যবহার করতে হবে। এতে করে খুব ভাল ফলাফল পাবেন।
Meta Author: মেটা ট্যাগ ব্যবহার করা হয় আপনার ব্লগ বা সাইটের খুব ভালো পরিচিতি লাভ করার জন্য। যাতে করে সার্চ ইঞ্জিন আপনাকে চিনে। এই ট্যাগ ততটা গুরুত্ব বহন করে না।
Meta Robot: আপনি অনেক ক্ষেত্রে মাঝে মাঝে সার্চ ইঞ্জিনে রোবটগুলো আপনার কিছু ইন্ডেক্স করা থেকে বিরত থাকোক। তখন এইটা ব্যবহার করা হয় Nofollow ও Dofollow ব্যবহারের মাধ্যমে। আপনি যদি এটা Tag সম্পর্কে খুব ভালো না বোঝেন তাহলে ব্যবহার না করাই ভালো। কারণ এই ট্যাগের জন্য আপনার ব্লগ বা সাইটের ভিজিটর হারাতে পারেন।
উপরের ট্যাগ গুলো ব্যবহার ছাড়াও আরো কিছু ট্যাগ রয়েছে, তবে গুগোল সার্চ ইঞ্জিনের ভিজিটর এর জন্য এই ট্যাগগুলোই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আপনি মেটা ট্যাগ জেনারেটর টুল ব্যবহার করে মেটা ট্যাগ ব্যবহার করতে পারেন খুব সহজেই।
Meta tag কোড কি?
মেটা ট্যাগ কোড হল এমন এক ধরনের কোড যা আমাদের ব্লগের সম্পর্কে গুগল সার্চ ইঞ্জিন এবং অন্যান্য সার্চ ইঞ্জিন গুলিকে আমাদের ব্লগ সম্পর্কে জানতে দেয়।
এই কোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্লগ তৈরী করার পর আমাদের প্রথম কাজ হয় ভালো ভালো কনটেন্ট পাবলিশ করা।
কিন্তু ব্লগে যদি যথার্থ পরিমাণে ভিজিটর না আসে তাহলে সেই কনটেন্ট পাবলিশ করে কি লাভ ।গুগল সার্চ ইঞ্জিন সহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো যদি আমাদের ব্লগ সম্পর্কে কোনো তথ্য না পায় তাহলে কিভাবে সার্চ ইঞ্জিন আমাদের ব্লগে ভিজিটর পাঠাবে । How to create meta tag code for blogger
তাই ব্লগ বা ওয়েবসাইটে মেটা ট্যাগ যুক্ত করা অত্যন্ত জরুরি।
আশাকরি মেটা ট্যাগ কোড কি আপনারা তা বুঝতে পেরেছেন।
প্রয়োজনীয়তা: মেটা ট্যাগ কোড ব্লগে যুক্ত করবো কেন? আমরা আগেই বলেছি মেটা ট্যাগ কোড গুগল সার্চ ইঞ্জিন সহ অন্যান্য ব্লগ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে যেমন
ব্লগের কোন পোস্টকে সার্চ ইঞ্জিন এর প্রথম পেজে নিয়ে আসতে Meta tag কোড কার্যকরী ভূমিকা পালন করে । মেটা ট্যাগকোড আমাদের ব্লগ সম্পর্কে সার্চ ইঞ্জিনকে জানাতে সাহায্য করে।
এর ফলে আপনার ব্লগ এর নাম /URL দিয়ে কেউ সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করলে আপনার ব্লগ সার্চ ইঞ্জিনের প্রথম পেজে এসে যাবে। আশা করি মেটা ট্যাগ কোড কি এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন।
Comments (No)