আপনি করবেন কোনটা? চাকরি নাকি Business?

আপনি করবেন কোনটা? চাকরি নাকি Business?

চাকরি বা Business যেটাই করেন না কেন, এই ক্ষেত্রে প্রথমেই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমাদের দেশের অধিকাংশ লোক যারা ইন্টারনেটের সাথে জড়িত তাদের মধ্যে অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায়, তারা প্রথমে চাকরি বা ফ্রীল্যান্সিং দিয়ে ক্যারিয়ার শুরু করে এবং পরবর্তীতে ব্যাবসার দিকে ঝুকে যায়। অধিকাংশই শুরুতে Business করতে চান না, কারন- ব্যাবসা করতে ছোট হলেও ইনভেস্ট করতে হয় এবং সফলতার জন্য প্রচুর পরিশ্রম এবং রিস্ক নিতে হয়। অপরদিকে চাকুরি বা Freelancing এর জন্য কোন ইনভেস্টমেন্ট লাগে না এবং এটা রিস্ক ফ্রী !

আর এই জন্যই আমাদের দেশের অধিকাংশ লোকই প্রথমে ফ্রীল্যান্সিং দিয়ে শুরু করে এবং এরপর অনলাইন থেকে উপার্জিত অর্থকে কাজে লাগিয়ে নিজের সুবিধামত সময়ে ব্যাবসার দিকে ঝুকে যায়। এই জন্য, আপনি যদি প্রথমে ইনভেস্ট করতে না চান, এবং রিস্ক নিতে না চান তাহলে আমার সাজেশন থাকবে চাকুরি বা ফ্রীল্যান্সিং শুরু করুন। এতে করে আপনাকে কোন টাকা ইনভেস্ট করতে হবে না এবং এখানে লস হওয়ার কোন রিস্ক ও নেই Online Income Site 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ