Islam ধর্মে নারীকে কেনো সর্বোত্তম নেয়ামত বলা হয়েছে? একটু ভেবে দেখলে সহজে প্রতীয়মান হয় যে, নারী পুরুষকে সর্বপ্রকার পাপাচার ও অনাচার থেকে বাঁচিয়ে রাখতে পারে।
নারীদের ব্যাপারে Islam দৃষ্টিভঙ্গি খ্রিস্টান পোপ পাদ্রীদের থেকে সম্পূর্ণ ভিন্ন। যার আলোচনা আমরা পূর্বে করে এসেছি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
الدنيا كلها متاع و خير متاع الدنيا المرأة الصالحة (مسلم باب الوصية بالنساء)
‘দুনিয়া পুরোটাই সম্পত্তি; আর সর্বোত্তম সম্পত্তি হলো সতী সাধ্বী নারী।’
আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভক্তি ও ভালোবাসা দিয়ে পারে আগলে রাখতে। নারীর উষ্ণ সান্নিধ্যে পুরুষের অস্থির চিত্ত শান্ত হয়। তাই তো পুরুষ একাগ্রচিত্তে গভীর অভিনিবেশসহ আত্মমগ্ন হতে পারে জ্ঞান গবেষণায় ও ইবাদত বন্দেগীতে। সর্বপ্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে বাঁচতে পারে। অন্যথায় যৌবনের উন্মাদনা থেকে বেঁচে থাকাই মুশকিল।। একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
حبب الي من الدنيا النساء و الطيب و جعلت قرة عيني في الصلوة (نسائي كتاب عشرة النساء)
‘দুনিয়ার দুটি জিনিস আমার সবচে’ প্রিয়; নারী ও সুগন্ধি। আর নামায আমার চোখের শীতিলতা।’ (সংগ্রহীত) Online Income Site
Comments (No)