ফরেক্স রিবেট কি

Forex Rebate

আমরা যখন একটি ট্রেড ওপেন করি তখন ট্রেডটি একটু লসে ওপেন হয়। এই লসটাকে বলে স্প্রেড/spread । এটা ব্রোকারের প্রফিট। ব্রোকারের সেই প্রফিট থেকে কিছু অংশ ফেরত পাওয়াই হচ্ছে রিবেট (Rebate)। এই পর্যন্ত প্রায় 7০০ ট্রেডার, আমাদের কাছ থেকে নিয়মিত রিবেট গ্রহন করে আসছেন এবং প্রতিমাসে এর পরিমাণ প্রায় $7000 । আপনি যদি এখনও আমাদের রিবেট প্রোগ্রামে অংশ গ্রহন করে না থাকেন তাহলে আজই রেজিস্ট্রেশন করে নিজের লাভকে আরও একধাপ বাড়িয়ে নিন।

ফরেক্স রিবেট কি 1
ফরেক্স রিবেট
  • Forex Rebate হচ্ছে ব্রোকার আপনার ট্রেড থেকে যা প্রফিট করেছিল তা ফেরত পাওয়া
  • আপনার করা প্রতিটি ট্রেডের জন্যই রিবেট পাবেন
  • আপনার ট্রেড লসে ক্লোজ করুন আর প্রফিটে ক্লোজ করুন আপনি উভয় ক্ষেত্রেই রিবেট পাবেন।
  • রিবেট কোন বোনাস নয়, রিয়েল মানি, তাই উইথড্র করা যায়।
  • আপনার একাউন্ট জিরো হয়ে গেলেও রিবেট দিয়ে আবার ট্রেড করে লস রিকভার করতে পারবেন।
  • রিবেটে ডিপোজিট বোনাসও পাবেন।

Forex Rebate কি সব ব্রোকার দেয়?

সকল ব্রোকার এই রিবেট প্রদান করে না। আরও সহজ করে যদি বলি, তাহলে ব্রোকার সরাসরি কখনোই তাদের নিজস্ব ক্লায়েন্টদের এই রিবেট এর সুবিধা প্রদান করে না। বাংলাদেশে যেসব ব্রোকার বর্তমানে সেবা প্রদান করছে তাদের প্রায় সবারই রিবেট এর সুবিধা রাখে কিন্তু আপনি যদি সরাসরি ব্রোকার এর কাছে এই রিবেট এর অনুরধ করেন তাহলে ব্রোকার সেটি প্রদানে বাধ্য থাকবে না।

ফরেক্স রিবেট:

ফরেক্স রিবেট কি? সহজ ভাবে বলতে গেলে বলা যায় যে, ব্রোকার তার লাভের একটি অংশ গ্রাহক এর সাথে শেয়ার করে, এটাকে ফরেক্স রিবেট বলে।কিন্তু ব্রোকার তার লাভ সরাসরি গ্রাহকের সাথে শেয়ার করেনা।ব্রোকার তার মার্কেটিং পার্টনারের সাথে প্রফিট শেয়ারিং করে এবং পার্টনার গ্রাহকের সাথে তা শেয়ার করে। আপনি আপনার ট্রেডে লাভ করেন বা লছ করেন কোন সমস্যা নেই আপনার ট্রেডের সাথে রিবেট বাড়তে থাকবে এবং এটা কখন ও কমবেনা। |

রিবেট এর মাধমে কত আয় হতে পারে?

এটা নির্ভর করে ব্রোকার এবং আপনার ট্রেডের উপর, যেমন- ব্রোকার এর রিবেট হার যদি ১ পিপ এবং আপনি মাসে ১০ লট ট্রেড করেন, তাহলে আপনি প্রায় ১০০ (৮০০০ টাকা) ডলার রিবেট পাবেন।

আমি তাে ভাল ট্রেডার, আমার কি রিবেট এর প্রয়ােজন আছে?

অবশ্যই আপনি তাে ট্রেড করছেন টাকার জন্যই ভালাে ট্রেডার হলে এর মাধ্যমে আপনার নতুন একটি নিশ্চিত আয়ের উৎস হবে। আর আপনি নতুন ট্রেডার হলে এর মাধ্যমে আপনার লাভের পরিমান আরও বাড়াতে পারেন।

ফরেক্স রিবেট আমি কতদিন পাব?

যতদিন আপনি ফরেক্সে ট্রেড করবেন, ঠিক তত দিন ই রিবেট পাবেন। 1. ব্রোকার নির্বাচন করা সম্পূর্ন আপনার ব্যক্তিগত বিষয়।অথবা আপনি যে ব্রোকারে টেড করেন সেই ব্রোকারে ই রিবেট পাওয়ার ব্যাবস্থা।

তাে আর দেরি কেন? এখন ই জয়েন করে আয় করা শুরু করুন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ