Vice City Game কীভাবে Edit করবেন?

Vice City Game কীভাবে Edit করবেন?

আজ বলব কীভাবে জিটিএ Vice City,জিটিএ ৩,জিটিএ ৪,জিটিএ ৫, জিটিএ লাইব্রেরি সিটির রেডিও চ্যানেল এডিট করবেন। রেডিও চ্যানেল এডিট মানে আপনার ভাইস সিটি গেমের অডিও গানগুলো এডিট করা।এই পোস্টটা পরার পরে বুঝতে পারবেন কীভাবে করতে হবে। Vice City Game কীভাবে Edit করবেন?

আপনার যা যা লাগবেঃ
১।ADF File Converter. ডাউনলোড করুন এখানে ।
২। একটা অডিও জয়েনার। ডাউনলোড করুন এখানে ।
ভয় নাই এই দুটা ডাউনলোড মিলে ৫ এমবিও হবে না।
 
এবার যা করতে হবেঃ
১।Audio Joiner এর মাধ্যমে আপনি যেসব গানগুলো শুনতে চান গেমসে সেগুলো একসাথে জয়েন  করে নিন।একসাথে সুর্বোচ্চ পাঁচটা করলে ভালো হয়।
২। ADF Converter এর সাহায্যে সেগুলোকে .adf এ রুপান্তরিত করুন।
৩।এবার জিটিএ ভাইস সিটি,জিটিএ ৩,জিটিএ ৪,জিটিএ ৫, জিটিএ লাইব্রেরি সিটির ডাইরেক্টরিতে যান।সেখানে দেখতে পাবেন audio নামে একটা ফোল্ডার আছে।
সেখানে গিয়ে .adf ফাইল গুলোর সাথে আপনার তৈরী ADF ফাইলগুলো রিপ্লেস করুন।অবশ্যই একই নাম দিয়ে।
 
৪।এবার গেমস খেলুন আর শুনুন আপনার পছন্দের গানগুলো !
এরপরে আসছেঃ online earning tips
 
ভাইস সিটির রাস্তা কিভাবে এডিট করবেন। আগে পেতে চাইলে ইমেইল সহ কমেন্ট করেন।ফেসবুকে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ