Google Gift Card Free আয় করার সবচেয়ে বিশস্ত উপায়

Google Gift Card Free আয় করার সবচেয়ে বিশস্ত উপায়
Google Gift Card Free আয় করার সবচেয়ে বিশস্ত উপায়
Google Gift Card Free আয় করার সবচেয়ে বিশস্ত উপায় তো কেমন আছেন আপনারা? আশা রাখিই ভালোই আছেন। জে-আইটি ব্লগে আপনাদের স্বাগত।জে-আইটি ব্লগে প্রতিনিয়ত নতুন নতুন আউটসোর্সিং টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আমরা চাইলে প্লে স্টোর থেকে ফ্রীতে Google Gift কার্ড নিতে পারি এটা সম্বন্ধে কি আপনারা জানেন? অবশ্যই নয়। তাহলে চলুন জেনে নিই কীভাবে আমরা চাইলে প্লে স্টোর থেকে গগল গিফট কার্ড নিতে পারি।

ফ্রী গিফট কার্ড পাওয়ার উপায়

প্রথমে বলে রাখি,আমরা মূলত বাংলাদেশ সার্ভারের প্লে স্টোর এপ ব্যবহার করি, আর এটা সম্বন্ধে আমরা কম-বেশী সবাই অবগত। একইরকম ভাবে এমেরিকা, ব্রিটেন , ভারত বিভিন্ন সার্ভারের নিজস্ব প্লে স্টোর এপ আছে। এভাবে বিভিন্ন সার্ভারের প্লে স্টোরের নিজস্ব ফিচার , সুযোগ-সুবিধা আছে।যদি বলি এমেরিকা সার্ভারের কথা তাহলে সেখানে Google Gift কার্ড ব্যালেন্স নেয়ার সুযোগ আছে।

Google Gift Card Free আয় করার সবচেয়ে বিশস্ত উপায় 1

মূলকথা আপনি যদি আকটি এমেরিকান জিমেইল একাউন্ট নিয়ে নেন ্তাহলে সেটি ব্যবহার করে সরাসরি প্লে স্টোরে এমেরিকা সার্ভার নিতে পারবেন। অর্থাৎ আপনাকে শুধুমাত্র ভিপিএন ব্যবহার করে United States সার্ভারের আওতায় একটি জিমেইল একাউন্ট খুলতে হবে। সে জিমেইল একাউন্টটি হলো মূল। জিমেইল্টি ব্যবহারে আপনি নরমাল প্লে স্টোরে লগিন করে নিলেই পেয়ে যাবেন এমেরিকা সার্ভারের প্লেস্টোর। তারপর গুগল ব্যালেন্স পাওয়ার ভালো সুযোগ পাবেন তাও ফ্রীতে।এখন আসি টিউটোরিয়াল আকারে বুঝাই।

১/ জিমেইল খোলা (আমেরিকান সার্ভারে)

প্রথমত মনে রাখবেন, একটি জিমেইল একাউন্ট খুলতে হবে এমেরিকা সার্ভারে। এর জন্য প্লে স্টোর থেকে একটি এপ Turbo VPN ইন্সটল করবেন। সরাসরি সার্চ দিয়ে সেটি প্লে স্টোরে পেয়ে যাবেন।

তারপর সেটি ইন্সটল করতে পারবেন।এপটি ওপেন করে সেখানে United States এর যেকোনো একটি সার্ভারে ভিপিএন কানেক্ট করতে হইবে। তারপর আপনাকে একটি সম্পুর্ন নতুন জিমেইল একাউন্ট খুলতে হবে।

জিমেইল একাউন্টটি অবশ্যই ভিপিএন কানেক্তেড থাকা অবস্থায় খুলতে হবে। জিমেইল একাউন্ট খোলা খুবই সহজ। নতুন ফোন নম্বর ব্যবহার করে জিমেইওল একাউন্টটি খুলে নিবেন।সবকিচঘু নরমাল জিমেইল একাউন্ট ক্কোলার মতো করে দিবেন। শেষে যখন একতি ফোন নম্বর দিবেন, তখন বাংলাদেশ কান্ট্রি সিলেকট করে ফোন নম্বর দিতে হবে।বাকী জিমেইল একাউন্ট খোলার পদ্ধতি পানির মতন সহজ।জিমেইল একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।

২/ প্লে স্টোর থেকে প্লে ক্রেডিট আয়

নতুন জিমেইল একাউন্ট খোলা হয়ে গেলে সেটি প্লে স্টোরে লগ ইন করাবেন। এর জন্য ভিপিএন কানেক্টেড থাকা লাগবেনা।প্লে স্টোরের হোমপেজে উপরে ডানপাশে একাউন্ট সাইন ইন করার আইকন আছে। সেখানে আপনি ক্লিক করে তারপর নতুন জিমেইল একাউন্টটি সিলেক্ট করে লগ-ইন করিয়ে নিতে পারেন। এরপর কাজ হয়ে গেল।

প্লেস্টোরের হোমপেজে উপরে বামপাশে একটি এরো বাটন দেখবেন।্সেখানে ক্লিক করলে play point নামক অপশন দেখবেন। সেখান থেকে আপনি চাইলে প্লে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। সেখানে ক্লিক করবেন।

একদম নিচের দিকে যাবেন দেখানে বলা আছে, একটি নির্দিষ্ট এপ ইন্সটলে ৫ বা ১০ পয়েন্ট করে দেওয়া হবে। যদি সেখানে গিয়ে কিছু না দেখতে পান তবে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এখানে প্রতি সপ্তাহ পরপর প্লে পয়েন্ট কালেক্ট করার অপশন পাওয়া যায়। প্রতি সপ্তাহে কমপক্ষে ৩০ পয়েন্ট পাবেন শুধু একটি এপ ইন্সটল করে। তাও ফ্রীতে।

এরকম ১০০ পয়েন্ট কালেক্ট করলেই পাবেন ১ ডলার সমমূল্যের প্লে ক্রেডিট।

যারা গেমে জেম, ডায়মন্ড টপ আপ করো তাদের প্লে ক্রেডীট বা Google Gift কার্ড ব্যালেন্সের প্রয়োজন হয়।তোমরা এখানে বিভিন্ন গেম ভেদে ভালো অফার পাবে। যেমন যারা ফ্রী ফায়ার খেলো তারা ২৫০ পয়েন্ট জমালে ডিসকাউন্টে ৫ ডলার সমমূল্যের ক্রেডিট পাবে। যা চাইলে গেমে ডায়মন্ড টপ আপে ব্যবহার করতে পারবে, অথবা উইকলি বা মান্থলি মেম্বারসিপ কিনতে পারবে।

আর যদি ১ ডলার নিতে চাও যা ব্যবহারে ১০০ ডায়মন্ড টপ আপ করা যায়, তার জন্য ১০০ পয়েন্ট ব্যয় করতে হবে। 

টিপ্সঃ এখানে পয়েন্টপাবার জন্য কোনো এপ সম্পুর্ন ইন্সটল করতে হবে না। বরং এপটির ইন্সটল বাটনে ক্লিক করলেই হবে। তারপর আবার Cancel করে দিতে পারবো। তাহলে পয়েন্ট পাবো। সেখানে পয়েন্ট রিডিম করার অপশনো আছে।

প্লে ক্রেডিট আমরা চাইলে গেমে ব্যবহার করতে পারি। আবার প্লে স্টোর থেকে তা ব্যবহারে প্রেমিয়াম এপও ইন্সটল  করতে পারি। বা নিজস্ব G-Pay ব্যালেন্স হিসেবে রেখে দিতে পারি। মনে রাখবে ১ ডলার ক্রেডিটের মূল্য আনুমানিক ৮৫ টাকা।

Google Gift Card Free আয় করার সবচেয়ে বিশস্ত উপায় 2

কি ওয়ার্ডঃ Google Gift কার্ড ফ্রী আয়, গুগল প্লে ব্যালেন্স, ফ্রী ডলার আয়,গিফট কার্ড ফ্রী রিডিম

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ