আমরা কম বেশি সবাই অনলাইনে আয় করতে চাই। তবে কয়জনই বা সফল হন? তাই আমি আজকে হাজির হয়েছি ৫ টি legit বা legal উপায় নিয়ে। চলুন দেখে আসি সেই ৫ টি উপায়।
১. Website: আপনি ফ্রি তে আপনার অয়েবসাইট খুলতে পারবেন। wordpress থেকে খুলে নিবেন। তবে domain,hosting কিনতে ২৩০০ টাকা লাগবে। এরপর ঠিক মতো কাজ করলে একসময় আপনাকে আর কিছুই করতে হবে না। শুধু বসে বসে টাকা তুলবেন।
২. Affiliate Marketing: আমার মতে affiliate marketing এর জন্য amazon সবচেয়ে ভাল। Amazon associates এ register করলে সেখানে অনেক পণ্য পাবেন। সেগুলর যেকোনো একটির link নিয়ে আপনি সব জায়গায় share করবেন বা সবাইকে ওই পণ্যটির সুবিধা সম্পর্কে বুঝিয়ে কিনতে বলবেন। এতে পণ্যটির মোট দামের ১০% এর মতো পাবেন আপনি। কারন পন্নটি আপনার মাধ্যমে বিক্রয় হয়েছে।
৩. Short Links: এটার জন্য best website হলো adf.ly । আমি কন রেফারেল link দিচ্ছি না। এখানে worker হিসেবে register করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। link input করার বাক্সে আপনার যেকোনো একটি লিঙ্ক দিবেন এবং shrink করবেন। এতে তারা আপনাকে একটি ছোট লিঙ্ক দিবে। আপনার কাজ সেটি share করা। এখন ওই লিঙ্কে যারা click করবে তাদেরকে ৫ সেকেন্ডের একটি ad দেখতে হবে। যার কারনে আপনি টাকা পাবেন। facebook,twitter এবং বিভিন্ন জায়গায় আমরা নানা ধরনের লিঙ্ক দিয়ে থাকি। এখন থেকে দেওয়ার আগে উপরের কাজ টি করে নিবেন। এতে টাকা ইনকাম করতে পারবেন।
৪. Fiverr: fiverr.com নামক একটি ওয়েবসাইট আছে। আপনি যদি কন কাজে ভাল হন তাহলে তা সেখানে বিক্রি করতে পারবেন। মানে হলো মনে করেন আপনি অনেক ভালো logo বানাতে পারেন। তাহলে সে অনুযায়ী fiverr এ service create করলে মানুষ আপনাকে order দিবে। আপনি তাদেরকে logo বানিয়ে দিলে তারা আপনাকে টাকা দিবে। ভয় পাবেন না। তারা টাকা নিয়ে পালিয়ে যেতে পারবে না। কারন সেই টাকা আগে থেকেই তাদের fiverr কে দিয়ে দিতে হয়। কাজ শেষে fiverr আপনাকে টাকা দিবে। এরকম যে কাজে আপনি পারদর্শী সে কাজটি করতে পারবেন। একটি নয়, অনেক কাজ একসাথে করতে পারবেন।
৫. Youtube: এটি আমার মতে সবথেকে ভাল উপায়। কারন youtube video বানাতেও অনেক আনন্দ হয়। এছাড়া আপনার content ভাল হলে youtube থেকে অনেক টাকা আয় করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি। পরবর্তীতে আমি আরেকটি post বা video দিব যে কিভাবে youtube এ বেশি view পাবেন। ভয় নেই। আমি আপনাকে বলবনা যে আপনার content ভাল বানান বা ভাল thumbnail বানান বা ভাল logo বানান। এরকম কিছুই করতে বলবনা। এটি এক ধরনের secret trick । কিছুদিন এর মধ্যেই আমি সেটি share করব আপনাদের সাথে!
Comments (No)