ক্রিপ্টোকারেন্সি (লিব্রা - LIBRA) আনছে ফেসবুক
ক্রিপ্টোকারেন্সি (লিব্রা – LIBRA) আনছে ফেসবুক । বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি নিয়ে গ্রাহকদের সামনে হাজির হওয়ার পরিকল্পনা করছে।তবে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রযুক্তি সাইট ভার্জের একটি প্রতিবেদনে বলা হয়,প্লাটফর্মটিতে লেনদেন সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়েই এ নতুন মুদ্রা চালু করা হবে।
ক্রিপ্টোকারেন্সি (লিব্রা - LIBRA) আনছে ফেসবুক

হোয়াটসঅ্যাপে অর্থিক লেনদেন সহজ করতে ক্রিপ্টোকারেন্সি বানাচ্ছে ফেসবুক। ভারতের বাজারকে লক্ষ্য করেই ফেসবুক এই ক্রিপ্টোকারেন্সি চালু করছে । বিদেশ থেকে ভারতীয় কর্মীরা যাতে সহজে টাকা পাঠাতে পারেন সে কারণেই হোয়াটসঅ্যাপে আনা হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি। এবছরের মে মাস থেকেই নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনার কাজ শুরু করেছে ফেসবুক।

ফেসবুকে আর্থিক লেনদেন করা যাবে

নতুন একটি ব্লকচেন বিভাগের নেতৃত্ব দিতে ফেসবুক মেসেঞ্জার প্রধান ডেভিড মার্কাসকে দায়িত্ব দেওয়া হয়। একদম শুরু থেকে কীভাবে ফেসবুকজুড়ে ব্লকচেন প্রযুক্তির সবথেকে ভালো ব্যবহার করা যায় সে লক্ষ্যেই তাকে নিযুক্ত করেছিল ফেসবুক।

মেসেঞ্জারে “সিক্রেট”মোড- মেসেজ গোপন থাকবে

ফেসবুকের এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রথম নির্ভরযোগ্য তথ্য দিয়েছে ব্লুমবার্গ। তারা বলেছে, ফেসবুকের এই ক্রিপ্টোকারেন্সির নাম হতে পারে ‘স্টেবলকয়েন’। এটির মূল্য ঠিক হবে ডলারের ওপর ভিত্তি করে। তবে এখনই এই ক্রিপ্টোকারেন্সির প্রচলন শুরু হবে না বলেও উল্লেখ করা হয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে।

সামাজিক মাধ্যম ফেসবুকের এমন উদ্যোগ নাটকীয় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুকের বিশাল সংখ্যক গ্রাহক এবং বর্তমান কেনাকাটার বিভাগটি এর মাধ্যমে পণ্য কেনাবেচা করতে পারবে বলে জানানো হয়েছে।‘টোকেনাইজড ডিজিটাল কারেন্সি’ আনার জন্য অন্যান্য পথও খুঁজে দেখছে ফেসবুক।

প্লাটফর্মজুড়ে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ডেভিড মারকাস।চলতি সপ্তাহের শুরুতে ফেসবুকের নতুন ব্লকচেইন বিভাগের নেতৃত্ব হাতে নিয়েছেন তিনি। ‘শুরু থেকে কীভাবে ফেসবুকজুড়ে ব্লকচেইন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা যায়’ তা নিয়ে কাজ করছে এই বিভাগটি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ