আমরা অনেকেই Facbook পেজে বিজনেজ করে থাকি । কিন্তু ঠিকমত পরিচালনা করার জন্য নিয়ম জানা না থাকলে অনেক সময় পোহাতে হয় ঝামেলা । তাই ঝামেলা এড়াতে চাই কিছু কৌশল । আসুন কিছু কৌশল নিয়ে আলোচনা করি । একাউন্ট করে নিন 100 টাকা প্রতি রেফারে 10 টাকা
১/ নিয়মিত আপডেট থাকা: নিয়মিত আপডেট থাকতে পেজে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে । তবে ইউনিক আর্টিকেল কিনা সেদিকে নজর রাখতে হবে । কপি করা পিকচার , লেখা প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে ।
২/ ফানেল তৈরী করা: আপনার Facebook ফানেল তৈরী করে নিন । ফানেল এর পরিচর্যা করুন । আর আপনি যদি ফানেল কি জিনিস না বুঝে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে ভিডিও দেখুন । টার্গেটিং রি-টার্গেটিং ঠিকমত ব্যাবহার করতে পারলে আপনার এ্যাড এর ফলাফল হবে দারুণ ।
৩/ কোয়ালিটি ঠিক রাখুন : আপনি যেই সেবা বা প্রডাক্টস নিয়ে কাজ করেন,তার কোয়ালিটি রাখুন , সর্বোচ্চ এবং ঠিকঠাক ।
মনে রাখা ভাল যত কোয়ালিটি তত সেল ।
৪/বুস্ট করুন: বুস্ট করার বিষয়ে খেয়াল রাখুন টার্গেট অডিয়েন্স , এরিয়া , এবং বাজেট । যা কোন এক্সপার্ট লোককে দিয়ে করাতে পারেন । কারণ সঠিক ভাবে করতে না পারলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে ।
৫ / সঠিক পরিকল্পনাঃ সব বিজনেজ এই পরিচালিত হয় সঠিক পরিকল্পনা দিয়ে । এটাই ব্যাবসার চাবিকাঠি । তাই পরিকল্পনা নিয়ে কখনো পিছপা হবেন । সূদূরপ্রসারী চিন্তা সবসময় কার্যকর ।
উপরের এই বিষয় গুলো মাথায় রেখে আপনার Facebook পেজ পরিচালনা করুন , আশা করি ভাল রেজাল্ট পাবেন ।
Comments (No)