বাংলাদেশে এমন অনেক ট্রেডার আছে যারা খুব ভাল ট্রেড করেন কিন্তু ফান্ডের অভাবে ট্রেড করতে পারেনা। তাদের জন্য বিশ্বের অনেক সাইট নানান শর্তসাপেক্ষে ফান্ড অফার করে। কিন্তু শর্তগুলো হয় খুবই কঠিন অথবা মোটা অংকের ফী দিতে হয়। ফলে অনেকেই সেই শর্ত পূরন করে ফান্ড নিতে পারেনা। চলুন জেনে নেই ফরেক্স ট্রেডিংয়ের জন্য ফান্ড পাওয়ার সহজ উপায় কি?
যারা ঠান্ডা মাথায় খুব ভাল ট্রেড করে থাকেন। এরকম ট্রেডারের চাহিদা আকাশ ছোয়া। বিশ্বব্যপি ইনভেস্টররা এরকম ট্রেডারদের খুজে বেড়ায়। আমরা উদ্যোগ নিয়েছি সেই ভাল ট্রেডারগুলোকে খুজে বের করে ফান্ড ম্যানেজ করে দেওয়ার। প্রাথমিক অবস্থায় আমরা নিজেরাই ফান্ড দেবো। পরবর্তীতে আমরা ইন্টারন্যাশনাল ফান্ড কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো বা ফান্ড পাওয়ার ব্যাপারে সহযোগীতা করবো।
প্রাথমিক অবস্থায় ৫০০ ডলার ফান্ড দেবো। ভাল করলে সর্বোচ্চ ৫০০০ ডলার ফান্ড দেবো। এই ফান্ড পাওয়ার জন্য কোন ফী দিতে হবেনা। শুধু ধৈর্যের সাথে কয়েকটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ন হলেই পেয়ে যাবেনা ফার্ড। চলুন জেনে নেই নিয়মাবলী।
প্রথম নিচের লিংক থেকে আপনাকে একটা ফ্রেশ একাউন্ট করতে হবে। একাউন্ট করে যেকোন এমাউন্ট ডিপোজিট করে মিনিমাম ১ স্টান্ডার্ড লট ট্রেড করতে হবে। ১ লট ট্রেড করার পর যদি আপনি প্রফিটে থাকেন তাহলেই আপনি প্রথম পরীক্ষায় পাশ। এখন আপনি পরীক্ষামূলক ফান্ড পাওয়ার জন্য প্রস্তুত।
Open an Exness account to Manage Fund
আপনি আমাদের থেকে ৫০০ সেন্টের মানে ৫ ডলারের একটা একাউন্ট পাবেন। এই একাউন্ট আপনি ৫% ড্র ডাউনে মাসে যদি ১০% প্রফিট করতে পারেন পরপর ৩ মাস তাহলে আপনি দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ন। আপনি একাউন্টে ইউএসডি একাউন্টে ফান্ড পাওয়ার জন্য প্রস্তুত।
আপনাকে ৫০০ ডলারের একটা একাউন্ট দেওয়া হবে। লেভারেজ থাকবে ১:১০। এই একাউন্ট আপনি ৫% ড্র ডাউনে মাসে যদি ১০% প্রফিট করতে পারেন পরপর ৩ মাস তাহলে আপনি তৃতীয় পরীক্ষায় উত্তীর্ন। এখন আপনি আমাদের লিস্টেড প্রফেশনাল ট্রেডার হিসেবে নিবন্ধিত হবেন। আপনার এনালাইসিস করে ১০০০ থেকে ৫০০০ ডলারের ফান্ড দেওয়া হবে। এটা আপনার চতুর্থ পরীক্ষা।
আগের মতো যদি ই একাউন্ট আপনি ৫% ড্র ডাউনে মাসে যদি ১০% প্রফিট করতে পারেন পরপর ৩ মাস তাহলে আপনি দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ন। আপনি এখন ফুল প্রফেসনাল ট্রেডার। দেশি বিদেশী ফান্ড আমরা ম্যানেজ করবো আপনি শুধু ট্রেড করবেন।
সকল ফান্ড ম্যানেজের ক্ষেত্রে প্রফিট ফিফটি ফিফটি। অর্থাত যা লাভ হবে অর্ধেক ট্রেডারের এবং অর্ধেক ইনভেস্টের। আল লস হলে সকল লস ইনভেস্টরের। ট্রেডার যদি স্বাভাবিকভাবে ট্রেড করতে গিয়ে লস করে সেক্ষেত্রে লসের দায়ভার কখনো ট্রেডারকে নিতে হবেনা।
তো আজ থেকেই শুরু হোক প্রফেশনাল ট্রেডিং লাইফে আপনার পথচলা। দোয়া ও শুভকামনা রইলো আপনার জন্য।
Comments (No)