বর্তমান সময়ে কম বেশি সবাইকে-ই ছবি তুলতে দেখা যায়। এর কারণ, প্রথমত স্মার্টফোন সহজলভ্যতা এবং ডিজিটাল ও ডিএসেলার ক্যামেরার দাম কমা-ই উল্লেখযোগ্য। তাছাড়া থ্রিজি-র যুগ, সবাই তো এডভ্যান্স আর যান্ত্রিক। জানি আপনাদের সবার কাছেই ছবি/ Wallpaper ভান্ডার আছে। তারপরেও আমি কয়েকটি ছবি শেয়ার করতেছি, ছবিগুলোর কয়েকটি আগে শুধুমাত্র আমার ফেসবুকে শেয়ার করেছিলাম। দেখুন তো পছন্দ হয় কিনা?
আজ এই ন্যাচার নিয়ে নিজের তোলা ছবিগুলো শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে বা নাও লাগে অবশ্যই ফিডব্যাক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্ত-ই। খোদা হাফেজ।
Comments (No)