ডোমেইন হোস্টিং টিউটোরিয়াল বাংলা পার্ট-৪ [ডোমেইন কি?]

ডোমেইন কি
আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেওয়া কম্পিঊটারের এরূপ নামকে ডোমেইন বলা হয়।

ডোমেইন হোস্টিং টিউটোরিয়াল বাংলা পার্ট-৪ [ডোমেইন কি?] 2

ডোমেইন কি

 

যেমনঃ আইপি অ্যাড্রেস 123.928.301.5 এর পরিবর্তে  bestearnidea.com ডোমেইন নেম ব্যবহার করা যায়।

যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুজে পাবে সেটাই হলো ডোমেইন।

যেমন আমরা ফেইসবুক কে খুজে পাই  www.facebook.com দিয়ে।

গুগল কে অমারা খুজেপাই www.google.com  দিয়ে। যে নাম দিয়ে আপনার ওয়েবসাইট একজন লোক ভিজিট করবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন ।

ডোমেইন শুধুমাত্র .com দিয়েই হবে সেরকম নয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন লোকজন ব্যবহার করে।

ব্যবসা বা সাধারন ব্যবহারের জন্য সবাই .com ই ব্যবহার করে।

তবে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য লোকজন বিভিন্ন ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে

নিচের টেবিলে নয়টি টপ লেভেল ডোমেইন দেখানো হলো।

 

টপ লেভেল ডোমেইন ডোমেইন প্রকৃতি ঊদাহরণ
.com কমার্শিয়াল-বানিজ্যিক প্রতিষ্ঠান illinhost.com
.gov গভর্মেন্টাল-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান bangladesh.gov.bd
.info ইনফরমেশননাল সাইট transportnsw.info
.mill মিলিটারি-মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত domainname.mil
.mobi মোবাইল কন্টেন্ট sumirbd.mobi
.edu এডুকেশন-শিক্ষা প্রতিষ্ঠান edu.gov.bd
.net নেটওয়ার্ক সার্ভিস letsearnmoney.net
.org অর্গানাইজেশন en.wikipedia.org
.int আন্তর্জাতিক সংস্থা name.int

উপরে যে ডোমেইনের কথা বলা হলো সেটা প্রিমিয়াম ডোমেইন। এগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। সাধারনত এধরনের ডোমেইনের মূল্য ৮০০-২০০০ টাকার মধ্যে হয়ে থাকে এক বছরের জন্য।

 

Domain কেনার আগে যে সব বিষয় ভেবে দেখবেন :

প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কারনে ওয়েব সাইটের প্রয়োজন হয়। না বুঝে Domain ক্রয় করার ফলে আপনি পরর্বতি সময়েআপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন  না ফলে অর্থও সময় দুই নষ্ট হয়।

 

তাই Domain ক্রয় করার আগে ভালোভাবে জেনেনিবেন যেসব বিষয় গুলো, তাহলোঃ

  • প্রথমেই সবদিকে ভেবে চিন্তে সুন্দর একটি নাম নির্বাচন করুন।
  • আপনি যে নামটি নির্বাচন করেছেন সেটি ফাঁকা আছে কিনা দেখে নিন। কারণ একটি ডোমেইন নেম সমগ্র বিশ্বে মাত্র একজনই নিতে পারে।
  • ডোমেইন নেওয়ার সময় অবশ্যই এরুপ নাম নিবেন যেটা উচ্চারণ সহজ, অর্থপূর্ণ ও অল্প শব্দের হয়।
  • .com,.net, org, .biz, .info .edu ইত্যাদি টপ লেভেল ডোমেইন ক্যাটাগরি।
  • আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোম্পানি বা সেবার ধরণ আনুসারে এই সমস্ত ক্যাটাগরির ডোমেইন নিতে পারেন।
  • .com ডোমেইনকে সবসময় বেশি প্রাধান্য দিবেন।
  • কোন ট্রেডমার্ক ওয়েবসাইট এর নামের সাথে মিলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন- youtubrbd, googleinfo, facebookbd, bdyoutube ইত্যাদি।

উপরের বিষয় গুলো বিবেচনা করে যে কেউ ভালো কোন প্রতিষ্ঠান থেকে Domain ক্রয় করতে পারেন।

ডোমেইন কেনার জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে : my.illinhost.com  ,  it.abasaya.com

আমাদের দেশে যেহেতু  skrill, Bkash, Dutch-Bangla Bank  খুব প্রচলিত তাই আপনি চাইলে মানিবুকারস দিয়ে ডোমেইন ক্রয় করতে পারবেন।মানিবুকারস দিয়ে ডোমেইন কেনা যায় এমন একটি সাইট হল illinhost.com এ সাইট টি থেকে ডোমেইন কিনলে আপনি আপনার ডোমেইন এর পুরো কন্ট্রোল পাবেন আর যে কোন সময় ট্রান্সফার করে নিতে পারবেন ।

এছাড়া আমাদের দেশেও অনেক ভালো ডোমেইন ও হোস্টিং প্রভাইডার রয়েছে।

আর আমাদের থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করলে যে সুবিধা সমূহ পাবেনঃ

  • ডোমেইন কন্ট্রোল প্যানেল বা সিপ্যানেল প্রদান।
  • আপনার পছন্দ অনুযায়ী ডোমেইন বেছে নেওয়ার সুযোগ।
  • যেকোনো জায়গা থেকে আপনি ডোমেইন রিনিউ করতে পারবেন।
  • সিকিউরিটি গ্যারান্টি ১০০%।
  • ডোমেইন মনিটরিং ও রিপোর্টিং।
  • ১০০% ম্যানিব্যাক গ্যারান্টি।
  • ২৪/৭ সাপোর্টের নিশ্চয়তা।
  • এছাড়াও এই জাতীয় আরো অনেক সুবিধা পাবেন আমাদের ডোমেইন রেজিস্ট্রেশন সার্ভিসে।
  • উন্নতমানের ডোমেইন রেজিষ্ট্রেশন সেবা।

ডোমেইন হোস্টিং টিউটোরিয়াল বাংলা পার্ট-৪ [ডোমেইন কি?] 3

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ