আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সবাইকে এসো আয় করি এর পক্ষ খেকে শুভেচ্ছা, বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি
ভাল আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে ভাল আছি। আজ আপনাদের সাথে ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করব।
তাহলে চলোন শুরু করি ঃ
আজকে আমাদের আলোচনার বিষয় হলোঃ
ডোমেইন নেম কি?
আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তাহলে আপনার ওয়েবসাইটের জন্য একটি নাম দিতে হবে। আর আপনার সেই ওয়েবসাইটের সেই নামকেই বলা হয় ডোমেইন।যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুজে পাবে।
যেমনঃ আমরা যখন গুগল কে অমারা খুজেপাই www.google.com দিয়ে। ফেইসবুক কে খুজে পাই www.facebook.com দিয়ে।
যে নাম দিয়ে আপনার ওয়েবসাইট একজন লোক ভিজিট করবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম ।
ডোমেইন শুধুমাত্র .com দিয়েই হবে সেরকম নয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন লোকজন ব্যবহার করে।
কিছু ডোমেইন এর নাম দিওয়া হলঃ-
এখানে সাত ধরনের টপ লেভেলের ডোমেইন দেওয়া হলোঃ-
টপ লেভেল ডোমেইন | ডোমেইন প্রকৃতি | ঊদাহরণ |
.com | কমার্শিয়াল-বানিজ্যিক প্রতিষ্ঠান | microsoft.com |
.gov | গভর্মেন্টাল-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান | whitehouse.gov |
.mil | মিলিটারি-মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত | usarmy.mil |
.edu | এডুকেশন-শিক্ষা প্রতিষ্ঠান | buet.edu |
.net | নেটওয়ার্ক সার্ভিস | bangla.net |
.org | অর্গানাইজেশন | bccbd.net |
.int | আন্তর্জাতিক সংস্থা | wipo.int |
বেশি নির্দষ্ট করার জন্য ডোমেইন নেম হিসাবে ব্যবহারের জন্য দেশের সংক্ষিপ্ত নাম ব্যবহার করা হয়।
কয়েকটি কান্ট্রি ডোমেইন দেওয়া হল।
ডোমেইন নেম | কান্ট্রি |
ar | আর্জিন্টিনা |
my | মালয়েশিয়া |
au | অস্ট্রেলিয়া |
nl | নেদারল্যান্ড |
bd | বাংলাদেশ |
pk | পাকিস্তান |
bt | ভূটান |
sa | সৌদি আরব |
cn | চীন |
th | থাইল্যান্ড |
eg | মিসর |
tr | তুর্কি বা তুরস্ক |
id | ইন্দোনিশিয়া |
uk | যুক্তরাজ্য |
in | ইন্ডিয়া |
us | যুক্তরাষ্ট্র |
jp | জাপান |
zw | জিম্বাবুয়ে |
lk | শ্রীলংকা |
ডোমেইন নামটা তৈরি করা হয় একটি আইপি অ্যাড্রেস দিয়ে সেই আইপি অ্যাড্রেস সংখ্যা মনে রাখা কষ্টকর। তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়।
যেমনঃ আইপি অ্যাড্রেস 198.23.212.57 এর পরিবর্তে eshoaykori.com ডোমেইন নেম ব্যবহার করা যায়।
ডোমেইন নেমকে খুবি কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে করে একই নাম অন্য কারো সাথে মিলে না যায়।
সেই ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে DNS (Domain Naming System) বলে।
লেখার মধ্যে কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
ধন্যবাদ।
Comments (No)