DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন?

DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন? কেমন আছেন বন্ধুরা ,আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করবো। আপনি কিভাবে অনলাইনে Google Adsense এর ডলার Dutch Bangla Mobile Banking (Rocket) এর মাধ্যমে খুব সহজে পাবেন সে বিষয়ে ।আশা করি আপনাদের খুবিই কাজে আসবে।
DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন?
DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন?

ঠিকানা ভেরিফেকেশন:

আপনার Google Adsense  এ  100 ডলার হওয়ার আগে, Google থেকে আপনার ঠিকানা

ভেরিফিকেশনের জন্য একটি চিঠি যাবে আপনার ঠিকানায়, সেখানে একটা পিন নাম্বার থাকবে। আপনি

সে নাম্বারটি Google Adsense  এ দিয়ে ভেরিফেকেশন করে নিবেন।তারপর Google আপনার

ঠিকানায় ডলার পাঠাবে।তাই আপনি যে ঠিকানাটা দিবেন সেটা যেন অবশ্যই সঠিক হয় সে দিকে খেয়াল

রাখবেন।

DBBL Rocket ব্যাংক একাউন্ট সম্পর্কে কিছু কথা:

বর্তমান সময়ে আপনাদের ডাচবাংলা মোবাইল ব্যাকিং অর্থাৎ DBBL Rocket একাউন্ট নেই এমন

ব্যক্তি খুবি কম পাওয়া যাবে। এখন আপনি আপনার  রোকেট মোবাইল ব্যাকিং এর মাধ্যমে Google

Adsense থেকে টাকা উত্তোলন করতে পারেন। আর এজন্য  Google Adsense থেকে টাকা

উত্তোলনের জন্য আপনার DBBL Rocket একাউন্টি Google Adsense এর সাথে  সংযুক্ত  করতে

হবে। এখন মনোযোগ দিয়ে নিচের প্রত্যেকটি পদক্ষেপ ভালো করে লক্ষ্য করুন তাহলে আপনি কাজটি

করতে পারবেন খুব ভালোভাবে।

DBBL Rocket ব্যাংক একাউন্ট খুলবেন যেভাবে:

আপনার যাদি  ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট না থাকে তাহলে নিকটস্থ যে কোন ডাচ-বাংলা ব্যাংকের Online earning Income

এজেন্ট এর কাছ থেকে একাউন্ট টি খুলে ফেলুন। একাউন্টি খুলতে  যা লাগবে:

১.আপনার মোবাইল নাম্বার যে নাম্বারে একাউন্টি খুলতে  চান।

২.তারপর লাগবে আপনার  এক কপি NID অথবা  জন্মনিবন্ধনের ফটোকপি

৩. আর লাগবে আপনার দুই কপি ছবি।

আরো জানুন: এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামগুলির জন্য কিভাবে আবেদন করবেন।

 অনলাইনে আয় করতে চাইলে এখনই একটি  ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট খুলে রাখুন। ডাচ-বাংলা

ব্যাংক একাউন্ট খুলার পরে আপনার মোবাইল নম্বরের সাথে একটি আলাদা সংখ্যা যুক্ত হয়ে যাবে এই

যুক্ত হওয়া নম্বর সহ আপনার মোবাইল নম্বরটি আপনার ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট নম্বর।

উদাহরণঃ যেমন ধরুন এটি আপনার মোবাইল নম্বর 01726******5  এবং যুক্ত হওয়া সংখ্যাটি হল 5

তহলে আপনার একাউন্ট নম্বরটি হচ্ছে 01726******5 এই একাউন্টের মাধ্যমে আপনি অনলাইন

ব্যাংক  Payneer থেকেও চাইলে টাকা উত্তোলন করতে পারবেন।

DBBL Rocket ব্যাংক একাউন্ট থেকে কতোটাকা তুলতে পারবেন:

আপনি চাইলে সব আনতে পারবেন । কিন্তু যখন আপননার 1000 ডলার বা 2000 ডলার  ইনকাম

করবেন স্বাভাবিক ভাবে তখন আপনার ব্যাংক একাউন্ট থেকে ডলারটা তুলবেন। আমার সাজেশান হলো

আপনি পেমেন্টটা Bank এ নিয়ে আসেন এটা আপনার জন্য ভালো । কারন এতো গুলো টাকা আপনি

Dutch Bangla Mobile Banking (Rocket)  এর মাধ্যমে তুলতে পারবেন না। এই ছাড়াও

আপনি টাকা একদিনে তুলতে পারবেন না যা আপনি ব্যাংক একাউন্ট হলে স্বাভাবিক ভাবেই  তুলতে

পারবেনন ।  আপনি Dutch Bangla Mobile Banking (Rocket)  এ  500$ এর নিচে সব

পেমেন্ট  তুলতে পারবেন।আর এর বড় পেমেন্ট হলে আপনি ব্যাংকে নিয়ে আসেন । তাতে করে ভালো

হবে।।

এখন দেখবো কীভাবে Google Adsense একাউন্টের সাথে এই ডাচ-বাংলা ব্যাংক একাউন্টি সংযুক্ত করবেন:

DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন? 1
প্রথম ধাপে যা করবেন:

নিচের দেওয়া চিত্রটি লক্ষ্য করুন, সর্বপ্রথম আপনার Google Adsense একাউন্টটি Open করতে

হবে। Open হওয়ার পর নিচের চিত্রের মতো একটি Page দেখতে পারবেন।

দ্বিতীয় ধাপে যা করবেন:

নিচের  চিত্রটি লক্ষ্য করুন, ডান সাইটে  Balance লেখা বক্সে ডট চিহ্নটিতে ক্লিক করতে হবে।

DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন? 2
তৃতীয় ধাপে যা করবেন:

এখান থেকে আপনি  নিচের  চিত্রটি লক্ষ্য করুন এবং ADD PAYMENT METHOD বাটনে  ক্লিক

করকে হবে।

DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন? 3
চতুর্থ ধাপে যা করবেন:

 এখন নিচের  চিত্রটির মতো একটি  Page Open হবে।  এখানে নির্দেশিত চিত্রে Add new wire

transfer details এই বাটনটি সিলেক্ট করে NEXT বাটনে ক্লিক করতে হবে।

DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন? 4
পঞ্চম ধাপে যা করবেন:

এখন আপনার সামনে নিচে প্রদত্ত চিত্রের মতো  এমন একটি ফরম Open হবে, যে ব্যাংক একাউন্টের

মাধ্যমে টাকা টি উত্তোলন করবেন তার তথ্য প্রেরণ করতে হবে। নিচের চিত্রটি লক্ষ্য করুন,

DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন? 5
১.Beneficiary ID:

প্রথম ঘরটি Optional এখানে কিছু লেখার প্রয়োজন নেই।

২. Name on Bank Account:

আপনার নাম (যে নামে ব্যাংক একাউন্ট খুলছেন)কি নাম দিয়েছেন এটা দেখার জন্য Dail করুন

*322# তারপর 5 চেপে রিপ্লাই দিন আবার 4 চেপে রিপ্লাই দিলেই আপনার নাম এবং Account

Number সব দেখতে পাবেন।

৩. Bank Name:

এখানে ব্যাংকের নাম দিতে হবে ! অবশ্যই “Dutch Bangla Bank Limited” এই নামটি দিবেন । 

৪. SWIFT BIC:

এখানে দিবেন “DBBLBDDH” সবগুলো বড় হাতের অক্ষর দিবেন। (এটা যেন কোন ভুল না হয় !

প্রয়োজনে আপনি কপি করে দিন)

SWIFT কোড কিভাবে পাবেন:

এখানে আমি  একটি সাইটের লিঙ্ক করে দিয়েছি।  এখানে ক্লিক করে আপনি আপনার জেলার Swift কোডটি সংগ্রহ করতে পারেন ।SWIFT CODE

৫. Account Number:

এটা খুবই গুরুত্বপূর্ণ একাউন্ট নাম্বার হবে আপনার মোবাইল নাম্বারই, 12 ডিজিটের একাউন্ট নাম্বার

দিতে হবে

যেমন: 01726******5

৬. Re-type Account Number:

এখানে আবার Confrim Account Number দিতে হবে। অথাৎ উপরে যা দিয়েছেন ওটা আবার

কপি করে এখানে দিয়ে দিতে হবে।

৭.Save:

সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ফরম পূরন করা শেষ হলে SEVE বাটনে ক্লিক করতে হবে। Save দিলেই

হয়ে যাবে। আর ছোট্ট একটি কাজ করবেন Primary Bank করে এটা Save করে দিন কাজ শেষ।

এখন Google Adsense এর টাকা সরাসরি আপনার পকেটে যাবে খুব সহজে।

DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন? 6
DBBL Rocket Mobile Backing: কিভাবে Google Adsense এর ডলার DBBL Rocket Mobile Backing এর মাধ্যমে গ্রহন করবেন? 7

Google Adsense  এর টাকা কবে পাবেন:

সাধারনত প্রতি মাসের প্রথম  তারিখে Google Adsense এর একাউন্টের ডলার যোগ হয়ে থাকে এবং

২৮ তারিখে Google Adsense থেকে আপনার ব্যাংক একাউন্টে  টাকা যোগ করা হয়ে থাকে। এটা

যা প্রয়োজন তা হলো Google Adsense এর সাথে আপনার ব্যাংক একাউন্ট সংযুক্ত করার পর টাকা

উত্তোলনের জন্য আর কিছুই করা লাগবে না। Google Adsense সরাসরি আপনার DBBL Rocket

ব্যাংক একাউন্টে প্রাপ্তি টাকা পাঠিয়ে থাকে। তাই দূরচিন্তা  করার কোন কারন নেই। আশা করি লেখা

আপনাদের ভালো লেগেছে।

পরিশেষে:

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Categoriesফ্রিলেংসিং

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ