ডিবিবিএল মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে টাকা ডিবিবিএল-এর কোর ব্যাংকিং একাউন্টে অথবা ডিবিবিএল-এর কোর ব্যাংকিং একাউন্ট থেকে টাকা মোবাইল ব্যাংকিং একাউন্টে স্থানান্তর করার পদ্ধতি

ডিবিবিএল মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে টাকা ডিবিবিএল-এর কোর ব্যাংকিং একাউন্টে অথবা ডিবিবিএল-এর কোর ব্যাংকিং একাউন্ট থেকে টাকা মোবাইল ব্যাংকিং একাউন্টে স্থানান্তর করার পদ্ধতি

১। কিভাবে যে কোন কার্ড নাম্বারে বা কোর ব্যাংকিং একাউন্টে টাকা পাঠাবেন?

গ্রাহক তাঁর মোবাইল একাউন্ট থেকে যেকোন নেক্সাস কার্ডে বা ডিবিবিএল-এর কোর ব্যাংকিং একাউন্টে টাকা পাঠাতে পারবেন। “এটিএম ফ্রি” প্রোডাক্টের ক্ষেত্রে মোবাইল একাউন্ট থেকে কোর ব্যাংকিং একাউন্টে টাকা স্থানান্তর ফ্রি। কিন্তু “ক্যাশ-ইন ফ্রি” প্রোডাক্টের ক্ষেত্রে ০.৯% চার্জ প্রযোজ্য। প্রতিটি লেনদেনের সর্বনিম্ন সীমা ১০০/- টাকা ও সর্বোচ্চ সীমা ২৫,০০০/- টাকা। দৈনিক ৩ বার ও সর্বমোট ৫০,০০০/- টাকার লেনদেন করা যাবে। মাসে ৩০ বার ও সর্বমোট ২,০০,০০০/- টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

মোবাইল একাউন্ট থেকে কার্ডে টাকা পাঠানোর পদ্ধতিঃ
§ গ্রাহক তাঁর মোবাইল থেকে *322# ডায়াল করবেন।
§ প্রদর্শিত মেন্যু “৪ ব্যাংক একাউন্ট” এর জন্য ৪ লিখে রিপ্লাই করবেন।
§ যে কোন কার্ড নাম্বার বা একাউন্টে টাকা পাঠানোর জন্য ২ লিখে রিপ্লাই করবেন।
§ তারপর ডেবিট কার্ডে পাঠানোর জন্য ২ লিখে রিপ্লাই করবেন।
§ গ্রাহক যে ডেবিট কার্ডে টাকা পাঠাতে চান সেই কার্ডের নাম্বারটি প্রবেশ করাবেন।
§ প্রয়োজনীয় টাকার পরিমাণ উল্লেখ করবেন।
§ সবশেষে ৪ (চার) ডিজিটের PIN দিয়ে কার্ডে টাকা পাঠানোর পদ্ধতি শেষ করবেন।

মোবাইল একাউন্ট থেকে কোর ব্যাংকিং একাউন্টে টাকা পাঠানোর পদ্ধতিঃ
§ গ্রাহক তাঁর মোবাইল থেকে *322#ডায়াল করবেন।
§ প্রদর্শিত মেন্যু থেকে “৪ ব্যাংক একাউন্ট” এর জন্য ৪ লিখে রিপ্লাই করবেন।
§ যে কোন কার্ড নাম্বার বা একাউন্টে টাকা পাঠানোর জন্য ২ লিখে রিপ্লাই করবেন।
§ তারপর ব্যাংক একাউন্ট নম্বরে টাকা পাঠানোর জন্য ১ লিখে রিপ্লাই করবেন।
§ যে একাউন্ট নম্বরে টাকা পাঠাতে চান সেই একাউন্ট নাম্বারটি প্রবেশ করাবেন।
§ গ্রাহক তাঁর প্রয়োজনীয় টাকার পরিমাণ উল্লেখ করবেন।
§ সবশেষে ৪ (চার) ডিজিটের PIN দিয়ে CBS একাউন্টে টাকা পাঠানোর পদ্ধতি শেষ করবেন।

উল্লেখ্য যে CBS A/C No. এর জায়গায় ১৩ ডিজিটের একাউন্ট নাম্বারটি ইনপুট দিতে হবে। যেমনঃ আপনার একাউন্ট নাম্বারটি যদি ১০১.১০১.১২৩৪৫ হয় তবে এটির ১৩ ডিজিটের পূর্ণরূপ হবে ১০১১০১০০১২৩৪৫, অর্থাৎ শেষ অংকের বামে শূন্য যোগ করে মোট ১৩ ডিজিট করতে হবে এবং দশমিক বাদ দিতে হবে।

২। কিভাবে লিংক করা কোর ব্যাংকিং-এর একাউন্ট থেকে টাকা আনা বা পাঠানো যায়?
গ্রাহক মুহুর্তেই ডিবিবিএল-এর কোর ব্যাংকিং এর একাউন্ট থেকে টাকা গ্রাহকের মোবাইল একাউন্টে স্থানান্তর করতে পারবেন। এতে কোন ফি লাগে না। উল্লেখ্য যে, টাকা স্থানান্তরের পূর্বেই গ্রাহককে তাঁর কোর ব্যাংকিং এর একাউন্টটিকে গ্রাহকের মোবাইল একাউন্টের সাথে লিংক করে নিতে হবে। কোর ব্যাংকিং এর লিংক করা একাউন্ট থেকে টাকা মোবাইল একাউন্টে এনে সহজেই কার্ড ছাড়া ATM থেকে টাকা উঠানো যায়। ফলে ATM কার্ড বহন করার ঝুঁকি অনেকেই এড়িয়ে যেতে পারেন। আবার অনেকেই এভাবে টাকা মোবাইল একাউন্টে এনে নিজের বা অন্য কোন আত্মীয় বা বন্ধু-বান্ধবের মোবাইলে এয়ার টাইম টপ-আপ করে থাকেন। ফলে টপ-আপের জন্য দোকানে যেতে হয় না। তাছাড়া কোর ব্যাংকিং থেকে টাকা এনে টপ-আপ করার কাজটি যে কোন অবস্থায় যেকোন সময়ে অর্থাৎ ট্রেনে, বাসে, গভীর রাত্রে করা সম্ভব। ইহা খুবই জনপ্রিয় একটি পদ্ধতি।
অনুরূপভাবে গ্রাহক তাঁর মোবাইল একাউন্ট থেকে টাকা গ্রাহকের লিংক করা একাউন্টে পাঠাতে পারেন। এই লেনদেনের জন্য কোন ফি প্রদান করতে হয় না। প্রতিটি লেনদেনের সর্বনিম্ন সীমা ১০০/- টাকা ও সর্বোচ্চ সীমা ২৫,০০০/- টাকা। দৈনিক ৩ বার ও সর্বমোট ৫০,০০০/- টাকার লেনদেন করা যাবে। মাসে ৩০ বার ও সর্বমোট ২,০০,০০০/- টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

কোর ব্যাংকিং এর একাউন্ট থেকে টাকা আনার পদ্ধতিঃ
§ গ্রাহক তাঁর মোবাইল থেকে *322#ডায়াল করবেন।
§ প্রদর্শিত মেন্যু থেকে “ব্যাংক একাউন্ট”-এর জন্য ৪ লিখে রিপ্লাই করবেন।
§ লিংক একাউন্ট থেকে টাকা আনা বা লিংক একাউন্টে টাকা পাঠানোর জন্য ১ লিখে রিপ্লাই করবেন।
§ এখন টাকা আনার জন্য ১ লিখে রিপ্লাই করবেন।
§ আবার যে লিংক একাউন্ট থেকে টাকা আনতে চান সেইটির ক্রমিক নং যেমন ১ বা ২ লিখে রিপ্লাই করবেন।
§ গ্রাহক তাঁর প্রয়োজনীয় টাকার পরিমাণ উল্লেখ করবেন।
§ সবশেষে ৪ (চার) ডিজিটের PIN দিয়ে CBS একাউন্ট থেকে টাকা আনার পদ্ধতি শেষ করবেন।

মোবাইল একাউন্ট থেকে কোর ব্যাংকিং একাউন্টে টাকা পাঠানোর পদ্ধতিঃ
§ গ্রাহক তাঁর মোবাইল থেকে *322# ডায়াল করবেন।
§ প্রদর্শিত মেন্যু থেকে “ব্যাংক একাউন্ট”-এর জন্য ৪ লিখে রিপ্লাই করবেন।
§ লিংক একাউন্ট থেকে টাকা আনা বা লিংক একাউন্টে টাকা পাঠানোর জন্য ১ লিখে রিপ্লাই করবেন।
§ এখন টাকা পাঠানোর জন্য ২ লিখে রিপ্লাই করবেন।
§ যে লিংক একাউন্টে টাকা পাঠাতে চান সেটির ক্রমিক নং যেমন ১ বা ২ লিখে রিপ্লাই করবেন।
§ গ্রাহক তাঁর প্রয়োজনীয় টাকার পরিমাণ উল্লেখ করে রিপ্লাই করবেন।
§ সবশেষে ৪ (চার) ডিজিটের PIN দিয়ে CBS একাউন্টে টাকা পাঠানোর পদ্ধতি শেষ করবেন।

তবে গ্রাহকের কোর ব্যাংকিং এর একাউন্টে টাকা পাঠানোর জন্য লিংক একাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। ১ নং প্যারায় বর্ণিত পদ্ধতিতে গ্রাহক যেকোন কোর ব্যাংকিং একাউন্টেই টাকা পাঠাতে পারেন।

৩। কিভাবে কোর ব্যাংকিং একাউন্টের সাথে মোবাইল ব্যাংকিং একাউন্ট লিংক করবেন?
কোর ব্যাংকিং- এর একাউন্ট থেকে টাকা মোবাইল ব্যাংকিং একাউন্টে এনে তা থেকে ATM এর মাধ্যমে কার্ড ছাড়াই টাকা উঠানো বা মোবাইল রিচার্জ করা একটি জনপ্রিয় পদ্ধতি। এই সুবিধা পেতে হলে আজই গ্রাহক তাঁর কোর ব্যাংকিং- এর একাউন্টটিকে মোবাইল ব্যাংকিং- এর একাউন্টের সাথে লিংক করতে পারবেন।

লিংক করার পদ্ধতিঃ
যাদের ইতিমধ্যেই মোবাইল একাউন্ট খোলা হয়েছে তাদের যদি ডাচ্-বাংলা ব্যাংকের সাথে একটি সেভিংস্ একাউন্ট থাকে, তবে গ্রাহককে একটি লিংক ফরম পূরণ করতে হবে। লিংক ফরমটি মোবাইল ব্যাংকিং- এর অফিসে বা DBBL- এর যে কোন শাখায় পাওয়া যাবে। গ্রাহকের স্বাক্ষর ও তথ্যাদি সঠিক হলে আমরা গ্রাহকের একাউন্টটি লিংক করে দিব। লিংক করার পূর্বে গ্রাহকের নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে ফোন করে কিছু তথ্য জানতে পারে। তবে ব্যাংকের কোন কর্মকর্তাই আপনার পিন জানতে চাইবেন না, বা মোবাইল এ কোন কাজ করতে বলবেন না। গ্রাহকের একাউন্টটি লিংক হওয়ার পর গ্রাহক SMS এর মাধ্যমে তা জানতে পারবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ