ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ

আজ আপনাদের দেখাব কিভাবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করবেন ইস্কিন সর্ট হয়। তাহলে চলেন দেখেনেই কিভাবে থিম কাস্টমাইজ করব।

ফ্রি  এবং পেইড মিলিয়ে ১০,০০০ হাজার এর উপরে ওয়ার্ডপ্রেস থিমস আছে, কিন্তু যারা নতুন ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যবহার করেন তারা বুঝতে পারেন না যে কোনটা ফ্রি থিম এবং কোনটা পেইড থিম। তাই তারা বেশির ভাগ ক্ষেত্রে কনফিউজড হয়ে থাকে। আর যারা নতুন তাদের জন্য বেটার হলো  প্রথমে ফ্রি থিম ব্যবহার করা। 

ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করার আগে কিছু বিষয় জেনে নিতে হবে।

ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার কী

আমরা ওয়ার্ডপ্রেস থিমের লে-আউট ঠিক করা বা নতুন লে-আউট এ্যাড করার জন্য যে অপশন বা ফাংশন ব্যাবহার করে থাকি তাই হলো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। কাস্টমাইজারের সাহায্যে সাইটের সাইডবার, হেডার বা ফুটার উইজেট এরিয়াতে বিভিন্ন উইজেট স্থাপন, সম্পাদনা করা, ইডিড করা বা ডিলিট করার জন্য আমরা কাস্টমাইজ করে থাকি।

কাস্টমাইজার এর মাধ্যমে কি কি করা যায়।

  • ওয়েব সাইটের লোগো পরিবর্তন
  • ওয়েব সাইটের থিম পরিবর্তন করা সম্ভব
  • ওয়েব সাইটের ব্যাকগ্রাউন্ড কালার, ছবি বা প্যাটার্ন পরিবর্তন করা সম্ভব
  • ওয়েব সাইটের লে-আউট পরিবর্তন করা সম্ভব।
  • ওয়েব সাইটের ট্যাগলাইন পরিবর্তন করা সম্ভব
  • ওয়েব সাইটের মেইন কালার বা অন্য সকল কালার পরিবর্তন করা সম্ভব

কোথা থেকে কাস্টমাইজারে করবেন

কাস্টমাইট করার জন্য  প্রথমে আপনি আপনার ওয়েব সাইটের ডেসবোর্ড এ যান । তারপর নিচে থেকে Appearance যান তারপর Customize এ যান। অথবা,  আপনার ডোমেনের পেছনে /wp-admin/customize.php অংশ লাগিয়ে নিন।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ 1

customize

যেমন: https://www.eshoaykori.com/wp-admin/customize.php। কীভাবে কাজ করেবেন তা মনে হয়ে বলে দিতে হবে না।কারণ কাজ করা খুব সহজ। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি যে আপনার সাইটের সাইডবার এডিট করার জন্য Widgets নামক একটি অপশন আছে এখানে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ