Credit card (ক্রেডিট কার্ড) হচ্ছে এমন একটি কার্ড আপনি যে কার্ডটি ব্যাংক থেকে নিবেন এবং ব্যাংক থেকে নেওয়ার পরে আপনাকে একটা লিমিটেশন দেওয়া হবে যে লিমিটেশন এর মধ্যে আপনেই কার্ড দিয়ে টাকা খরচ করতে পারবেন। এই কার্ডটি তাদেরকে দেওয়া হয় যারা বিজনেস করো অথবা ভালো ধরনের চাকরি করে তাদেরকে দেওয়া হয়।
কিভাবে ইনকাম টিউনস থেকে আয় করবেন
সুবিধা:
- দ্রুত লেনদেন করা যায়।
- পুরস্কার পয়েন্ট সুবিধা পাওয়া যায়।
- নগদ অর্থ বহনের ঝুঁকি থেকে মুক্তি
- বর্তমানে প্রচলিত ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ডের সুরক্ষা অনেক বেশি৷
এটিএম কার্ড কি (What is ATM Card)
এই Credit card কার্ডের সুবিধা টি হচ্ছে এই কার্ডের লিমিট থাকে যে লিমিটেশন এর মধ্যে আপনার যে কোন সময় টাকা খরচ করতে পারবেন আপনাকে আর টাকা লোড করতে হবে না আপনি চাইলে যে কোন সময় টাকা খরচ করতে পারবেন যেমন ধরুন আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা বেতন পান সে ক্ষেত্রে আপনি ব্যাংক থেকে 50 হাজার টাকা এর মধ্যে একটা লিমিটেশন পেয়ে যেতে পারেন।
এবং সেটাকে আপনার মাসের যেকোনো একটা সময় খরচ করতে পারবেন কোন সমস্যা নেই।
মাস্টার কার্ড কি (What Is master Card)?
অসুবিধা:
- ক্রেডিট কার্ড ব্যাবহার করলে ঋণের ফাঁদে পড়ার ঝুঁকি বৃদ্ধি পায়।
- লুক্কায়িত ব্যয় হয়।
- ভুল কার্ডে ঋণের বোঝা বাড়ার আশঙ্কা থাকে৷
এই কার্টিজে আপনি যে কোন এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন আপনার কার্ড যদি মাস্টার কার্ড হয়ে থাকে অথবা আরও অনেক ব্র্যান্ড আছে যে কোন একটি ব্র্যান্ডের কাঠই হোক না কেন মাস্টার কার্ড অথবা বিসা কার্ড মাস্টার কার্ড সাপোর্টেট যত এটিএম বুথ আছে বাংলাদেশ আপনি যে কোন বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
এবং অনলাইনে ও ট্রানজেকশন করতে পারবেন আপনাকে যদি অনলাইন ট্রানজেকশনের অনুমতি দিয়ে দেওয়া হয় তাহলে আপনি সেই ক্রেডিট কার্ড দিয়ে অনলাইন থেকে পারচেস করতে পারবেন।
উবার (Uber) কি এবং কিভাবে উবারে যাতায়াত করবেন?
এবং এই লিমিটেশন এর মধ্যে আপনি প্রতি মাসে যত টাকা খরচ করবেন এই টাকা পরবর্তী 40 থেকে 50 দিনের মধ্যে এই টাকাটা ব্যাংকে গিয়ে আপনাকে পরিশোধ করে দিয়ে আসতে হবে।
এটি হচ্ছে ক্রেডিট কার্ড।
Comments (No)