কিভাবে Computer File Hide এবং Unhide করবেন

অনেক সময় আপনার Computer এমন কোনো ফাইল বা ফোল্ডার থাকতেই পারে, যেগুলি আপনারা লুকিয়ে রাখতে চান বা, সেই file বা folder গুলি আপনারা অন্য কাওকে দেখাতে চাননা। তাই নানা প্রয়োজনে Computer ব্যবহারকারীদের ফাইল হাইড করতে হয়।

Computer File Hide

অন্য ব্যবহারকারীদের কাছ থেকে Computer কোনো ফাইল লুকিয়ে রাখার জন্য সাধারণত ফাইল হাইড করার প্রয়োজন হয়।

তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ফাইল হাইড এবং আনহাইড করা যায়ঃ

Powered by Ad.Plus
১. যে ফাইল/ফোল্ডারটি হাইড করতে চান সেই ফাইল/ফোল্ডারটির ওপরে রাইট ক্লিক করে এবং সেখান থেকে একদম নিচের অপশনটি Properties এ ক্লিক করতে হবে।

২। এবার এখানে General Option এ ক্লিক করুন। এবার নিচের দিকে দেখেন HIDE লিখার পাসে একটা Mark করার অপশন আসে। আপনি যদি এটাকে টিক দিয়েদেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফাইল,ফোল্ডার, ভিডিও Hide হয়ে যাবে। আর টিক মার্ক সরিয়ে নিলে আবার Un Hide হয়ে যাবে। Online Income Tips

৩। এখন প্রশ্ন হলো কিভাবে ওই ফোল্ডারটি আনহাইড করা যাবে? এ জন্য যে কোনো একটি ফোল্ডার ওপেন করে উপরে Tools থেকে Folder Options এ ক্লিক করতে হবে, অথবা Start>Control panel>Folder Option ওপেন করতে হবে।

৪। সেখানে View ট্যাবটি ক্লিক করুন সেখানে Show Hidden files and folders নামে একটি অপশন আছে। সেটি সিলেক্ট করে ওপেন করুন। তাহলে দেখা যাবে সেই হিডেন ফাইলটি সেখানে হালকাভাবে শো করছে (যেখানে ফাইলটি হিডেন করা ছিল) ।

৫। এ ফাইলটিকে আবার আগের মত করতে, ফাইলটির উপরে রাইট ক্লিক করুন এবং Properties থেকে Hidden এর টিকটি উঠিয়ে দিন। অবশেষে Apply, ok করতে হবে। তাহলে হিডেন ফাইলটি দেখা যাবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ