Nursery প্রস্তুত করেই করুন প্রচুর উপার্জন: দেখে নিন কিভাবে 1
Nursery প্রস্তুত করেই করুন প্রচুর উপার্জন: দেখে নিন কিভাবে আপনি কি বাড়িতে Nursery প্রস্তুত করেই প্রচুর উপার্জন করতে চান? তাহলে কিভাবে কাজটি করবেন আসুন দেখে নেয়া যাক।পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। যে বাড়িতে গাছগাছালি বেশী সে বাড়ি দেখতে যেমন মনোরম তেমনি স্বাস্থ্যকর। বাড়ির ছাদে বা ছোট আঙিনা থাকলে সেখানে আমরা শখ করে বিভিন্ন ফুল, ফল বা সবজির গাছ লাগিয়ে থাকি। যা আমাদের পারিবারিক ফুল, ফল বা সবজির চাহিদা মিটিয়ে থাকে। বাগান করা এবং বাগানের গাছের সৌন্দর্য অবলোকন করা আমাদের অনেকের শখ। অনেকেই বিভিন্ন প্রয়োজনীয় ও দুষ্প্রাপ্য গাছ লাগিয়ে থাকেন, এবং এগুলো থেকে চারা উৎপাদন করে থাকেন। এটা মূলত তাদের শখ, এটা করে তারা নির্মল আনন্দ পেয়ে থাকেন।
Nursery প্রস্তুত করেই করুন প্রচুর উপার্জন: দেখে নিন কিভাবে
Nursery প্রস্তুত করেই করুন প্রচুর উপার্জন: দেখে নিন কিভাবে


Nursery প্রস্তুত করেই করুন প্রচুর উপার্জন পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। যে বাড়িতে গাছগাছালি বেশী সে বাড়ি দেখতে যেমন মনোরম তেমনি স্বাস্থ্যকর। বাড়ির ছাদে বা ছোট আঙিনা থাকলে সেখানে আমরা শখ করে বিভিন্ন ফুল, ফল বা সবজির গাছ লাগিয়ে থাকি। যা আমাদের পারিবারিক ফুল, ফল বা সবজির চাহিদা মিটিয়ে থাকে। বাগান করা এবং বাগানের গাছের সৌন্দর্য অবলোকন করা আমাদের অনেকের শখ। অনেকেই বিভিন্ন প্রয়োজনীয় ও দুষ্প্রাপ্য গাছ লাগিয়ে থাকেন, এবং এগুলো থেকে চারা উৎপাদন করে থাকেন। এটা মূলত তাদের শখ, এটা করে তারা নির্মল আনন্দ পেয়ে থাকেন।


কিন্তু একটু খেয়াল করলে দেখতে পাবেন, অনেকেই দুষ্প্রাপ্য গাছের চারা খোজ করে থাকেন। আবার নার্সারি কাছে না হওয়ায় বা গাছের দাম না জানায় অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও গাছ লাগাতে পারেন না। বর্তমানে স্যোশাল মিডিয়ার কল্যানে আপনি যে দুষ্প্রাপ্য বা অনেক ধরনের গাছ, গাছের চারা লাগিয়েছেন সেটা অনলাইনে শেয়ার করা মোটেই শক্ত কাজ নয়। বর্তমানে মহামারীর সময় বাইরে বের হয়ে ঘুরে ঘুরে অনেক জিনিস কেনাকাটা করা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছেনা। তাই অনলাইন প্রোডাক্ট এর প্রচুর কদর এখন।


তাই আপনার বাড়িতে যদি থাকে ছোট একটি আঙিনা, অথবা ছাদে গাছ লাগানোর মত জায়গা থাকে তাহলে সেখানেই শুরু করতে পারেন নার্সারি, আর নিজেদের চাহিদা মিটিয়ে বাড়তি চারা, গাছ বা বীজ বিক্রি করে করতে পারেন উপার্জন। সুপ্রিয় পাঠক, আমরা সকলেই চাই নিজেরা কাজ করে উপার্জন করতে।


অনেকেরই ধারণা উপার্জন করাটা খুব কঠিন, এটা সহজ নয়। আর এই ধারনা নিয়েই তাদের অনেক প্রতিভা বা যোগ্যতা থাকা সত্ত্বেও কখনো আয় করার চেষ্টা না করেই জীবন কাটিয়ে দেয়। আজ আমরা বাড়িতে বসেই অল্প জায়গায় নার্সারি করে কিভাবে উপার্জন করবেন তা নিয়ে আলোচনা করব। চলুন দেরী না করে আলোচনা শুরু করা যাক।


Nursery প্রস্তুত করে আয় করার পদক্ষেপসমূহ:


১. জায়গা নির্ধারন

প্রথমেই জায়গা নির্ধারন করুন, কোথায় গাছ লাগালে পর্যাপ্ত আলো, বাতাস পাবে। কারন গাছ ছায়া জায়গায় লাগালে বাচবে না। এছাড়া নিয়মত পানি দিতে হবে, যত্ন করতে হবে বিধায় সহজে যাতায়াত করা যায়, বাসার এমন স্থানে গাছ লাগাতে হবে।


সেক্ষেত্রে ছাদ হতে পারে আদর্শ স্থান, এখানে রোদ, আলো, বাতাস, পানি সবকিছুই পাওয়ার সুবিধা রয়েছে। তবে ছাদ না থাকলে বাসার যেকোন ফাকা জায়গায় আপনি গাছ লাগাতে পারেন, তবে আলো, বাতাস, পানি এবং চলাচলের বিষয়টি মাথায় রেখে।


আরো পড়ুন: Google Pay: Google এর নতুন ডিজিটাল ওয়ালেট এপ্লিকেশন


২. গাছের জন্য মাটি প্রস্তুত

যেকোন গাছ টবে, হাড়িতে বা পলিব্যাগে, বা বোতলে লাগাতে পারেন, এরজন্য দরকার হবে উর্বর মাটি। এরজন্য একটি স্থানে মাটি স্তুপ করে তা নিড়ানি, কোদাল বা শাবল দিতে ভালভাবে চাষ করে নিন। এরপর বিভিন্ন জৈব সার, রাসায়নিক সার দিয়ে মাটি উর্বর করে নিন। চাইলে বাইরে থেকে মাটি কিনে আনতে পারেন। গাছ লাগানোর জন্য দো-আশ মাটিই সবচেয়ে উপযুক্ত। এ মাটিতে সব ধরনের গাছই ভাল জন্মে।


এটেল মাটিতে বালি, জৈবসার, চা-পাতা, গোবর, আবর্জনা, ডিমের খোসা ইত্যাদি মাটিতে ফেলে পচিয়ে মাটি উর্বর করে নিতে পারেন। যেহেতু সল্প জায়গায় গাছ লাগাবেন, তাই মাটি উর্বর হওয়া আবশ্যক, যাতে তা যেকোন বাড়িতে গড়ে তোলা নার্সারি হতে পারে আয়ের প্রধান উৎস।


৩. গাছের ধরন নির্বাচন

অনেক ধরনের গাছ লাগাতে পারেন, যেমন ফুল, ফল, ঔষধি, শাকসবজি, ক্যাকটাস ইত্যাদি। কিন্তু যে ধরনের কাজই করুন না কেন, এটা মন দিয়ে করুন। আপনি আগে সুন্দরভাবে নার্সারি সাজিয়ে নিয়ে তাপরর সেগুলোর ছবি তুলে নিজের স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন। অথবা নিজের বাসার বাইরে সাইনবোর্ড লিখে দিন, যাতে কেউ গাছ কিনতে চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারে।


আর স্যোশাল মিডিয়াতে যে ছবিগুলি দেবেন সেগুলো দেখতে যেন সুন্দর হয়। তাহলে যে ফুল, ফলের গাছের ছবিই দিন না কেন সেটা সবার কাছেই ভাল লাগবে। আর ভাল লাগলেই তারা গাছের জন্য অনলাইনে অর্ডার দেবেন।


৪. পেজ ওপেন করুন

নিজের আইডিতে গাছের ছবি পোস্ট করে ভাল সাড়া পেলে ফেসবুক পেজ খুলে নিতে পারেন। এখানে গাছের ছবি, দাম, কিভাবে লাগাবেন, কিভাবে যত্ন করতে হবে সবকিছু সুন্দরভাবে লিখবেন, যাতে মানুষ সেই গাছগুলোর ব্যাপারে আগ্রহী হয়। অনেক গাছের বীজও এভাবে বিক্রয় করতে পারেন। বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ফেসবুক এবং পেজের কোন তুলনা নেই। এটা সহজে প্রচার করে এবং বিক্র‍য় সহজ করে। আপনার উপার্জনের ইচ্ছা পূরনে এভাবেই নার্সারি ভূমিকা রাখতে পারে।


আরো পড়ুন: পিসি বা স্মার্টফোনে ডিফল্ট PDF Viewer পরিবর্তন করার পদ্ধতি


৫. গাছের পরিচর্যা

গাছ লাগানোর পর নিয়মিত ঝাঝরি দিয়ে পানি দিতে হবে, মাঝে মাঝে গাছের পাতা ছাটাই, মরা ডাল, পাতা ইত্যাদি পরিষ্কার করতে হবে। প্রতিদিন গাছের গোড়ায় বিভিন্ন জৈবসার দিতে পারেন। এতে গাছ দ্রুত বাড়বে, এবং ফল ফুল দ্রুত জন্মাবে।
মাঝে মাঝে পোকার আক্রমন ঠেকাতে কীটনাশক বা সার প্রয়োগ করতে পারেন তবে তা অল্প মাত্রায়।


৬. গাছের দাম নির্ধারন

এরজন্য প্রয়োজন বাজার দর যাচাই। আপনার এলাকাতে গাছের চারা, বীজের মূল্য কিরকম সেটা জেনে গাছের বিক্রয়মূল্য নির্ধারন করতে পারেন। তবে দুষ্প্রাপ্য গাছ হলে মূল্য নির্ধারণে আপনার স্বাধীনতা থাকবে। এ থেকে প্রথমদিকে পরিচিতি পেয়ে যাওয়ার পর প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। টাকা হাতে আসার পর পরে আরও জায়গা কিনে নার্সারি বড় করতে পারেন।


৭. ডেলিভারী সিস্টেম

সরাসরি বিক্রয় এবং অনলাইনে বিক্রয় দুইটাই যদি করেন, তাহলে অনলাইনে বিক্রয়ে কিভাবে ডেলিভারী দিবেন, চার্জ কত, পেমেন্ট সিস্টেম কি, গাছ পছন্দ না হলে ফেরত দেওয়ার কোন উপায় রাখছেন কিনা, সেটা বিস্তারিত আপনার আইডি বা পেজ এ উল্লেখ করে দিন। এরপর প্রতিদিন গাছের কয়েকটি করে পোস্ট দিন।


৮. গাছের সঠিক যত্ন ও আকর্ষনীয় ছবি

মানুষ তখনই আপনার থেকে গাছ কিনতে চাইবে যখন সেগুলো দেখে বা ছবি দ্রখে আকর্ষিত হবে। প্রচলিত গাছ হলেও খেয়াল রাখুন ফল হলে ছবি দেওয়ার সময় ফলসহ ছবি দিন, ফুলের গাছে ফুল ধরা অবস্থায় ছবি দিন, যাতে অন্যান্য গাছের চেয়ে আলাদা মনে হয়।


ঠিকমত ব্যবসায়ের প্রচার, আর নিজের ব্যবহার প্রফেশনাল ও বিনয়ী হলে আপনার ব্যবসায়ের উন্নতি অনিবার্য। এভাবে আপনার শখও পূরন হবে, বাড়ির পরিবেশ থাকবে স্বাস্থ্যকর সাথে টাকাও উপার্জন করতে পারবেন। প্র‍থমে কম আয় হলেও দিনে দিনে এটাই হতে পারে আপনার আয়ের প্রধান উৎস।


আরো পড়ুন: ঘরে বসে স্মার্টফোন দিয়েই উপার্জন করুন মাসিক ১৫০০০-২০০০০ টাকা: দেখুন কিভাবে


উপসংহার

গাছ গৃহের যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি স্বাস্থ্য আর মনও ভাল রাখে। তাই নিজের সল্প জায়গা থাকলেও নিজের নার্সারি শুরু করতে পারেন। নিজের শখ এবং অর্থ আয়ের চমৎকার এই সুযোগটি লুফে নিতে পারেন। যে কেউ কাজটি করতে পারেন, এতে লাভের সম্ভাবনাও বেশী।


আশা করি অল্প জায়গায় নার্সারি করে উপার্জন করায় পোস্টটি আপনাদের উপকারে আসবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বা কোন মতামত দেওয়ার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার মতামত গুরুত্বসহকারে নিয়ে অবশ্যই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি।

ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ